সোনালী ব্যাংকের জিএম হলেন মনিরুজ্জামান
সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান সম্প্রতি পদোন্নতি লাভ করে জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কুমিল্লায় যোগদান করেছেন। এর আগে তিনি ব্যাংকের প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার (ইনচার্জ) হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।
মোঃ মনিরুজ্জামান ১৯৮৯ সালে ঢাকা সিটি কলেজ হতে বিকম এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে মাষ্টার্স সম্পন্ন করে ১৯৯৫ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) হিসেবে যোগদান করেন।
সুদীর্ঘ চাকুরী জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ন শাখা যেমন সুপ্রিম কোর্ট শাখা, ওয়াপদা কর্পোরেট শাখা, উত্তরা মডেল টাউনসহ ব্যাংকের বিভিন্ন শাখাসহ, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন।
মোঃ মনিরুজ্জামান বিভিন্ন সময় দেশে ও বিদেশে ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে পিরোজপুর জেলার স্বরূপকাঠী উপজেলার ইদীল কাঠী গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |