মোহাইমিনের শুভংকরের ফাঁকি ও ইসলামী ব্যাংকিং: ১ম পর্ব
মুহাম্মদ শামসুজ্জামানঃ ইসলামী ব্যাংক ব্যবস্থা মুসলিম বিশ্বে নতুন একটি সংযোজন। নতুন-ধারার এই আর্থিক প্রতিষ্ঠান সম্পর্কে আমরা অনেকেই জানতে উৎসুক, আবার অনেকে প্রচন্ড সন্দিহান। তাই ইসলামী ব্যাংক ব্যবস্থা কীভাবে কাজ করে, আধুনিক ব্যাংক ব্যবস্থার সাথে এর মিল-অমিল, সীমাবদ্ধতা ও সমাধান নিয়ে সংক্ষিপ্ত পরিসরে ইসলামি ব্যাংকব্যবস্থার শুভংকরের ফাঁকি নামক বইটিতে মোহাইমিন পাটোয়ারী আলোচনা করেছেন। আধুনিক ইসলামী ব্যাংক ব্যবস্থা কিভাবে তৈরি হলো? এই প্রশ্নের উত্তরে মোহাইমেন তার বই’র ১৮ পৃষ্ঠায় লিখেছেন-
-Quote
মিট ঘামরের প্রতিষ্ঠানটি বন্ধ হওয়ার পর ইসলামি ব্যাংক চালু করার ব্যাপারে মুসলিম বিশ্বের আনাচে-কানাচে আলোচনা আসতে থাকে। তবে সেই মডেলকে অনুসরণ না করে এবার আধুনিক ব্যাংকের আদলেই ইসলামি ঘরনার ব্যাংক বানানোর চেষ্টা চলতে থাকে। অর্থাৎ আধুনিক ইসলামি ব্যাংক এমন একটি প্রতিষ্ঠান যা লাভজনকতায়, ব্যবস্থাপনায়, নীতিমালায় এবং কাঠামোতে প্রচলিত ব্যাংকের মতোই। শুধু ঋণ আদান-প্রদানটা হয় বাহ্যত শরিয়া আইনে। পরবর্তীকালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও বিশ্বব্যাংকের (World Bank) যৌথ কর্মসূচি “Structural Adjustment Program”-এর আওতায় বিভিন্ন মুসলিম দেশে ইসলামি ব্যাংকব্যবস্থা চালু করার কাজ আরম্ভ হয়।
এরই ধারাবাহিকতায় ১৯৭৩ সালে সৌদি আরবের রাজধানী জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে একটি আন্তর্জাতিক ইসলামি অর্থ সংস্থা গড়ে তোলার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোর সম্মেলনে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে এবং সেই বছরই জেদ্দায় অনুষ্ঠিত ওআইসির অর্থমন্ত্রীদের সম্মেলনে ‘ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি) চার্টার গৃহীত হয়। বাংলাদেশ সরকার ‘ইসলামি উন্নয়ন ব্যাংক’-এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সেই চার্টারে স্বাক্ষর করে।
-Unquote
Wikipedia অনুয়ায়ী Structural adjustment programs (SAPs) consist of loans (structural adjustment loans; SALs) provided by the International Monetary Fund (IMF) and the World Bank (WB) to countries that experience economic crises. Their purpose is to adjust the country’s economic structure, improve international competitiveness, and restore its balance of payments. The IMF and World Bank (two Bretton Woods institutions) require borrowing countries to implement certain policies in order to obtain new loans (or to lower interest rates on existing ones). These policies are typically centered around increased privatization, liberalizing trade and foreign investment, and balancing government deficit. The conditionality clauses attached to the loans have been criticized because of their effects on the social sector.
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
তার মানে কি ইসলামী উন্নয়ন ব্যাংক IDB দুই আর্থিক মাতব্বর WORLD BANK ও IMF থেকে টাকা ৠণ নিয়ে তবেই প্রতিষ্ঠিত হয়। আর ওদের ৠণে তো সুদ দিতে হয়। তাহলে কথা কি দাঁড়ালো? সুদের টাকার ৠণে IDB হয়েছে (!) কিছু বলার নেই। আপনি যদি গুগল’ এ How IDB was formed? লিখে search দেন তখন `Wikipedia আপনাকে যা জানাবে-
The Islamic Development Bank (Arabic: البنك الإسلامي للتنمية) is a multilateral development finance institution that is focused on Islamic finance for infrastructure development and located in Jeddah, Saudi Arabia. There are 57 shareholding member states with the largest single shareholder being Saudi Arabia. It was founded in 1973 by the Finance Ministers at the first Organisation of the Islamic Conference (now called the Organisation of Islamic Cooperation) with the support of the King of Saudi Arabia at the time (Faisal), and began its activities on 3 April 1975.
On the 22 May 2013, IDB tripled its authorized capital to $150 billion to better serve Muslims in member and non-member countries. The Bank has received credit ratings of AAA from Standard & Poor’s, Moody’s, and Fitch. Saudi Arabia holds about one quarter of the bank’s paid up capital. The IDB is an observer at the United Nations General Assembly.
The present membership of the Bank consists of 57 countries. The basic condition for membership is that the prospective member country should be a member of the Organisation of Islamic Cooperation (OIC), pay its contribution to the capital of the Bank and be willing to accept such terms and conditions as may be decided upon by the IDB Board of Governors.
IDB Major Shareholders as at 30 Dhul Hijjah 1432H (25 November 2011) Ranked on the basis of paid-up capital (as of August 2015), major shareholders include:
1. Saudi Arabia (26.57%)
2. Algeria (10.66%)
3. Iran (9.32%)
4. Egypt (9.22%)
5. Turkey (8.41%)
6. United Arab Emirates (7.54%)
7. Kuwait (7.11%)
8. Pakistan (3.31%)
9. Libya (3.31%)
10. Indonesia (2.93%)
সমগ্রভাবে সুদের করাল গ্রাস থেকে উম্মাহকে বাঁচাতে প্রাথমিকভাবে আইডিবি এবং পরবর্তীতে মুসলিম দেশসমূহে শরিয়াহ ভিত্তিক ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা ওআইসির একটি সিদ্ধান্তের বাস্তবায়ন। এর সংগে বেনিয়াশ্রেনির কোন সম্পর্ক নেই। এটা বর্তমান আন্তর্জাতিক রাজনীতিরই একটি নোংরামি চিন্তা যে ইসলাম ও ইসলামী অর্থ ব্যবস্থা পুঁজিবাদের সফট এডিশান। কোন মুসলমান এমন চিন্তার সাথে একমত হতে পারে না।
আরও দেখুন:
◾ মূল্যস্ফীতি বনাম ব্যাংক সঞ্চয়
একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে কথা বলতে হলে মিনিমাম যেটুকু লেখাপড়ার প্রয়োজন আমার মতে মোহাইমেন তা মোটেও করেনি। আইডিবি’র নিজেরও একটি রিচার্স ইউনিট আছে যেখানে সমৃদ্ধ সব ব্যাংকিং সাহিত্য রয়েছে। বাংলাদেশের জনাব ফারুকুজ্জামান একসময় সুদান অঞ্চলের পরিচালক ছিলেন। তিনি ঢাকা আসলেই আমার জন্য বেশ কিছু বই নিয়ে আসতেন। এছাড়া এখন তো বাজারেও কম ইসলামী ব্যাংকিং লিটারেচার নেই। পাঠক, কোথাও কোন লিটারেচারে এমন অদ্ভুত তথ্য কেউ পেয়েছেন কি? নিশ্চয়ই মোহাইমেনের সংগ্রহে আছে। তিনি এরপর আশাকরি তা সবিস্তারে উপস্থাপন করে তার তথ্যের সত্যতার সাক্ষ্য দিবেন। চলবে…