মধুমতি ব্যাংকে প্রকিউরমেন্ট (অফিসার-পিও) পদে নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যতম একটি মধুমতি ব্যাংক লিমিটেড (Modhumoti Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে “প্রকিউরমেন্ট – ক্যাপেক্স এন্ড ওপেক্স (অফিসার-পিও)” পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ১৪ জানুয়ারি, ২০২২ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ প্রকিউরমেন্ট – ক্যাপেক্স এন্ড ওপেক্স (অফিসার-পিও)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
◾ ব্যাংক জব ক্যারিয়ার টিপস
◾ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়ার উপায়
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ যেকোন বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
✓ শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
✓ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ ব্যাংকে প্রকিউরমেন্ট ফাংশন-এ ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ MS Word, Excel, Power Point এ দক্ষ হতে হবে।
✓ নিবেদিত এবং ক্যারিয়ার ফোকাস ধারী হতে হবে।
✓ ফ্রেশ প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
✓ ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে।
✓ আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৪ জানুয়ারি, ২০২২।
আরও দেখুন:
◾ বেছে নিন ব্যাংকিং পেশা
◾ ব্যাংকিং পেশার জন্য প্রয়োজনীয় তথ্য
◾ প্রাইভেট ব্যাংক জবঃ নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ সুবিধা
◾ এক চান্সেই ব্যাংকে চাকরি পেতে প্রস্তুতি নেবেন যেভাবে
সোর্সঃ মধুমতি ব্যাংক
About Modhumoti Bank:
Modhumoti Bank Limited, a fourth generation private commercial bank commenced operations on September 19, 2013 with a view to contribute in all segments of the economy. We serve our clients with highest level of integrity, transparency and quality.
Modhumoti Bank Ltd is the newly enlisted Bank in Bangladesh. The bank’s vision is to lead the new generation of local banks by excelling in customer delivery through insight, empowered employees, smart use of technology etc.