ব্যাংক জব সার্কুলারমধুমতি ব্যাংক জব সার্কুলার

চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার নিয়োগ দেবে মধুমতি ব্যাংক

বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যতম একটি মধুমতি ব্যাংক লিমিটেড (Modhumoti Bank Limited)। দক্ষ জনশক্তি নিয়োগের লক্ষ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মধুমতি ব্যাংক লিমিটেড। ব্যাংকটি তাদের টেকনোলজি বিভাগে “চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার (ভিপি-ইভিপি)” পদে নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা ৩০ জুলাই, ২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার
✓ জব গ্রেড: ভাইস প্রেসিডেন্ট থেকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (VP-EVP)।
✓ পদ সংখ্যা: ১টি৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: ঢাকা বিভাগ।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বনামধন্য যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, অ্যাপ্লায়েড ফিজিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিষয়ে কমপক্ষে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
✓ শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ ক্লাস গ্রহনযোগ্য নয়।
✓ ন্যূনতম ১৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যার মধ্যে ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানের আইটিতে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
✓ আইটি ফিল্ড/ এমবিএ-তে M.Sc থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অন্যান্য শর্তাবলীঃ
✓ যেকোনো নিবন্ধিত কম্পিউটার সমিতির সদস্য/ সহযোগী সদস্য হতে হবে।
✓ কোর ব্যাংকিং সফটওয়্যার সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
✓ নেটওয়ার্ক-এর (CCNA, CCNA সিকিউরিটি, CCNP, CCNP সিকিউরিটি) জ্ঞান থাকতে হবে।
✓ হ্যাকিং এবং ফরেনসিক ইনভেস্টিগেশন (ফায়ারওয়াল, আইপিএস অ্যান্ড আইডিএস অডিট, সিইএইচ এবং সিএইচএফআই)-এর জ্ঞান থাকতে হবে।
✓ টিমকে কার্যকরভাবে, দক্ষতার সাথে এবং স্বাধীনভাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে।
✓ শক্তিশালী বিশ্লেষণাত্মক, উপস্থাপনা এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ শক্তিশালী সিদ্ধান্ত গ্রহণ, বিশ্লেষণাত্মক এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ সরাসরি আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ৩০ জুলাই, ২০২৩।

সোর্সঃ মধুমতি ব্যাংক লিমিটেড

About Modhumoti Bank Limited:
Modhumoti Bank Limited, a fourth generation private commercial bank in Bangladesh commenced operations on September 19, 2013 with a view to contribute in all segments of the economy. They serve their clients with highest level of integrity, transparency and quality, hence they call it Your Access to Success!

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button