মধুমতি ব্যাংক ব্র্যান্ড কমিউনিকেশন (PO-FAVP) নিয়োগ বিজ্ঞপ্তি
মধুমতি ব্যাংক ব্র্যান্ড কমিউনিকেশন (PO-FAVP) নিয়োগ বিজ্ঞপ্তি – বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের ব্যাংক হিসেবে অন্যতম একটি মধুমতি ব্যাংক পিএলসি (Modhumoti Bank PLC)। ব্যাংকটিতে “ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৬ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস অফিসার
✓ জব গ্রেড: প্রিন্সিপাল অফিসার – ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট।
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: হেড অফিস।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
✓ শিক্ষা জীবনের কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/ সমমানের সিজিপিএ গ্রহনযোগ্য নয়।
✓ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ বয়স- সর্বনিম্ন ৩০ বছর।
✓ এমএস প্যাকেজ (ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট)-এ দক্ষ হতে হবে।
✓ সার্ভিসে বিরতি থাকা প্রার্থীদের আবেদন করার দরকার নেই।
✓ মিডিয়া রিলেশনশিপের কার্যক্রমে দক্ষ হতে হবে।
✓ আত্মবিশ্বাসী যোগাযোগকারী এবং উপস্থাপক হতে হবে।
✓ তথ্য গোপন রাখার ক্ষমতা থাকতে হবে।
✓ নিবেদিত এবং ক্যারিয়ার ফোকাস ধারী হতে হবে।
✓ ফ্রেশ প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই।
✓ ভাল যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ সৃজনশীলতার বিস্তৃত ডিগ্রি থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৬ জানুয়ারি, ২০২৫।
সোর্সঃ মধুমতি ব্যাংক পিএলসি
About Modhumoti Bank PLC:
Modhumoti Bank PLC (মধুমতি ব্যাংক পিএলসি) is a 4th generation commercial bank in the private sector of Bangladesh. It was registered under the Companies Act, 1994, and received approval from Bangladesh Bank on June 9, 2013. The bank officially commenced its banking operations on September 19 of the same year, boasting an authorized capital of Tk 20,000 million and a paid-up capital of Tk 4,520 million. The bank’s management is overseen by a 21-member Board of Directors.
The bank’s head office is located at Khandakar Tower (Level 7 & 8), Holding No.-94, Gulshan Avenue, Gulshan-1, Dhaka. In 2018, Modhumoti Bank announced its strategic focus on becoming a small and medium enterprise bank in rural areas. Notable industrial groups and business figures are affiliated with the bank. Modhumoti Bank is committed to providing modern and excellent services while upholding strong corporate governance. The bank’s slogan is ‘Your Access to Success‘.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |
বাংলাদেশের বেসরকারি খাতের ৪র্থ প্রজন্মের বাণিজ্যিক ব্যাংক হিসেবে অন্যতম একটি ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি (Modhumoti Bank PLC)। ১৯৯৪ সালের কোম্পানি আইনের আওতায় নিবন্ধিত হয়ে ৯ জুন, ২০১৩ তারিখে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাভ করে। ব্যাংকটি একই বছরের সেপ্টেম্বর মাসের ১৯ তারিখে ২০,০০০ মিলিয়ন টাকার অনুমোদিত মূলধন এবং ৪,৫২০ মিলিয়ন টাকার পরিশোধিত মূলধন নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাংকিং কার্যক্রম শুরু করে।
ব্যাংকটির প্রধান কার্যালয় খন্দকার টাওয়ার (লেভেল ৭ ও ৮), হোল্ডিং নং-৯৪, গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকায় অবস্থিত। ২০১৮ সালে মধুমতি ব্যাংক গ্রামীণ অঞ্চলে ক্ষুদ্র মধ্যম উদ্যোগের ব্যাংক হওয়ার দিকে মনোনিবেশ করার পরিকল্পনা ঘোষণা করে। ব্যাংকটির সঙ্গে বড় শিল্প গ্রুপ ও কয়েকজন ব্যবসায়ী জড়িত। ব্যাংকটি করপোরেট সুশাসন বজায় রেখে আধুনিক ও ভালো সেবা দিয়ে যাচ্ছে। ব্যাংকটির স্লোগান হলো ‘ইয়োর অ্যাকসেস টু সাকসেস’।