মিডল্যান্ড ব্যাংক পিএলসি

মিডল্যান্ড ব্যাংক সালাম এসএনডি অ্যাকাউন্ট

মিডল্যান্ড ব্যাংক সালাম স্পেশাল নোটিশ ডিপোজিট (SND) অ্যাকাউন্ট ইসলামী শরীয়াহর মুদারাবা প্রিন্সিপ্যাল এর অধীনে খোলা হয়। যেখানে গ্রাহকরা হলেন সাহেব-আল মাল (মালিক) এবং ব্যাংক হল মুদারিব। স্পেশাল নোটিশ ডিপোজিট (SND) অ্যাকাউন্ট আল-ওয়াদিয়াহ কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের সম্মিলিত বৈশিষ্ট্য বহন করে। মিডল্যান্ড ব্যাংক সালাম স্পেশাল নোটিশ ডিপোজিট (SND) অ্যাকাউন্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের জন্য একটি লাভ বহনকারী অ্যাকাউন্ট।

হিসাব খোলার যোগ্যতা
✓ স্থানীয়ভাবে ইনকর্পোরেটেড বিদেশী সংস্থা সহ সকল ধরণের ফার্ম, প্রতিষ্ঠান, সংস্থা এই অ্যাকাউন্ট খোলার যোগ্য৷
✓ একক বা যৌথ নামে এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।

মিডল্যান্ড ব্যাংক সালাম এসএনডি অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
✓ শরিয়াহ মোড: মুদারাবা প্রিন্সিপাল।
✓ লেনদেনের কোন সীমা নেই।
✓ প্রাথমিক আমানতের পরিমাণ- ১০,০০০ টাকা।
✓ ফ্রি ডেবিট কার্ড সুবিধা (শুধুমাত্র ১ম বছর) জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডার এবং প্রোপ্রাইটরশীপ কনসার্নদের জন্য (অ্যাকাউন্ট হোল্ডারদের যথাযথ এনওসি সহ)।
✓ অ্যাকাউন্টের বিপরীতে চেক বই ইস্যু করা হয়।
✓ ফ্রি মাসিক ই-স্টেটমেন্ট সুবিধা।
✓ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
✓ ফ্রি এসএমএস ব্যাংকিং সুবিধা (শুধুমাত্র ১ম বছর)।
✓ ফ্রি অনলাইন লেনদেন।
✓ দৈনিক এটিএম লেনদেনের পরিমাণ ৫০,০০০ টাকা।
✓ দৈনিকPOS লেনদেনের পরিমাণ ৫০,০০০ টাকা।
***তবে গ্রাহকের অনুরোধে তা বাড়ানো যেতে পারে এবং এটি ব্যক্তিক, যৌথ (অন্যদের এনওসি সহ) এবং প্রোপ্রাইটরদের জন্য প্রযোজ্য।

মুনাফার হিসাব
✓ দৈনিক ব্যালেন্সে মুনাফা গণনা করা হয়।
✓ অর্ধ-বার্ষিক ভিত্তিতে অ্যাকাউন্টে মুনাফা জমা হয়।
✓ মুনাফা অর্জনের জন্য সপ্তাহে সর্বাধিক ৫টি ডেবিট লেনদেন (ইন্টারনেট ব্যাংকিং, এটিএম বা POS এর মাধ্যমে কাউন্টারে লেনদেন সহ) করা যাবে।
✓ যদি ৭ দিনের নোটিশ জমা না দিয়ে ফান্ড উত্তোলন করা হয় তবে সেই নির্দিষ্ট মাসের জন্য মুনাফা বাজেয়াপ্ত করা হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

প্রয়োজনীয় কাগজপত্র
✓ ব্যাংকের নির্ধারিত AOF (আবেদনকারী কর্তৃক স্বাক্ষরিত)।
✓ আবেদনকারীর ৩টি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়কারী দ্বারা সত্যায়িত।
✓ বৈধ ফটো আইডির ফটোকপি; যেমন- পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি।
✓ অ্যাকাউন্টধারীর কর্তৃক প্রত্যয়িত নমিনির ১ কপি পাসপোর্ট সাইজ ছবি।
✓ বৈধ ট্রেড লাইসেন্স এবং সরকার অনুমোদিত অন্যান্য কাগজাদি (যদি প্রযোজ্য হয়)।
✓ ইউটিলিটি বিলের কপি; যেমন- আবেদনকারীর নামে বিদ্যুৎ বিল/ ল্যান্ড ফোন বিল/ সেল ফোন বিল/ গ্যাস বিল/ ওয়াসা বিল ইত্যাদি।
✓ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।
✓ টিআইএন (যদি থাকে)।
✓ এছাড়া গ্রাহকভেদে ব্যাংকের চাহিদা অনুযায়ী কাগজপত্র।

ফি এবং চার্জ
✓ সরকারি আবগারি শুল্ক প্রযোজ্য।
✓ অ্যাকাউন্ট মেইন্ট্যানেন্স ফি: MDB এর সিডিউল অব চার্জ অনুযায়ী।
✓ অ্যাকাউন্ট ক্লোজিং ফি: MDB এর সিডিউল অব চার্জ অনুযায়ী।
✓ সকল কর/ শুল্ক/ লেভি অথবা অন্য যেকোন সারচার্জ বর্তমানে বলবৎ রয়েছে বা বাংলাদেশ সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত হতে পারে তা অ্যাকাউন্ট থেকে কাটা হবে।

আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক সালাম মান্থলি স্কিম

বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button