মিডল্যান্ড ব্যাংক প্রবাসী সেভিংস অ্যাকাউন্ট
এমডিবি প্রবাসী সেভিংস হলো স্থানীয় মুদ্রায় একটি সঞ্চয় অ্যাকাউন্ট তাদের জন্য যারা বিদেশে বসবাস করছেন এবং বাংলাদেশে তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে চান। এটি একটি সুদ বহনকারী টাকা অ্যাকাউন্ট যাতে বছরে দুইবার সুদ দেওয়া হয়।
এমডিবি প্রবাসী সেভিংস এর বৈশিষ্ট্য এবং সুবিধা
✓ স্ব-শরীরে উপস্থিত না হয়ে মিডল্যান্ড ব্যাংক NRB ব্যাংকিং সেবা পেতে অ্যাকাউন্ট ওপেনিং ফরম (AOF) যথাযথভাবে সম্পূর্ণ করে সকল প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে বিদেশ থেকে এই হিসাব খোলা যায়।
✓ এটি একটি সুদ বহনকারী টাকা অ্যাকাউন্ট যাতে বছরে দুইবার সুদ দেওয়া হয়।
✓ এই অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রাথমিক অর্থ জমার প্রয়োজন নেই।
✓ দৈনিক গড় ব্যালেন্সে সুদ গণনা করা হয়।
✓ অ্যাকাউন্টে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স রেখে উচ্চ সুদের হার পাওয়া যায়।
✓ ফ্রি ভিসা ডেবিট কার্ড সুবিধা।
✓ VISA ATM এবং POS-এর বৃহত্তম নেটওয়ার্কে ২৪X ৭ অ্যাক্সেস।
✓ কোন লেজার ফি/ রিলেশনশিপ চার্জ নেই (১ম বছরের জন্য)।
✓ ফান্ড স্থানান্তর সুবিধা সহ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
✓ ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ই-কমার্স লেনদেন সুবিধা।
✓ ফ্রি এসএমএস বা অ্যালার্ট ব্যাংকিং (১ম বছরের জন্য)।
✓ ফ্রি চেক বই সুবিধা (১ম অর্ডারের জন্য)।
✓ ম্যান্ডেট চুক্তির মাধ্যমে অ্যাকাউন্ট পরিচালনা করা যায়।
✓ অ্যাকাউন্ট সম্পর্কিত যে কোন প্রশ্নের জন্য ডেডিকেটেড ইমেইল আইডি।
✓ অনেক লাভজনক বিনিয়োগ এবং সঞ্চয় পণ্য এই অ্যাকাউন্টের সাথে লিংক করা যায়।
নির্বাচিত হবার যোগ্যতা
✓ ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে যে কোন NRB এই অ্যাকাউন্ট খুলতে পারবেন।
✓ NRB-র অবশ্যই বৈধ আবাসিক ভিসা/ ওয়ার্ক পারমিট থাকতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র
✓ ব্যাংক নির্ধারিত অ্যাকাউন্ট খোলার ফর্ম যথাযথভাবে পূরণ করতে হবে।
✓ আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
✓ নমিনির ১ কপি পাসপোর্ট সাইজের ছবি অ্যাকাউন্টধারী কর্তৃক সত্যায়িত।
✓ বৈধ পাসপোর্টের ফটোকপি (পুরনো বাংলাদেশি পাসপোর্টের জন্য প্রথম ৬ পৃষ্ঠা; এমআরপি পাসপোর্টের জন্য শনাক্তকরণ তথ্য সহ প্রথম ২ পৃষ্ঠা)।
✓ বিদেশী পাসপোর্টের ক্ষেত্রে “no visa required for travel to Bangladesh” পৃষ্ঠার সত্যায়িত ফটোকপি।
✓ বসবাসের বৈধতা প্রমাণের জন্য বৈধ ভিসা, রেসিডেন্ট পারমিট/ ওয়ার্ক পারমিট/ গ্রিন কার্ড। যদি এটি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষা হয় তাহলে কোন অনুবাদের প্রয়োজন নেই।
✓ ঠিকানা প্রমাণের জন্য (যদি থাকে)- আবাসিক/ কাজের আইডি, ইউটিলিটি বিল, পে স্লিপ, ভাড়ার রসিদ, চাকরির চুক্তিপত্র, স্বাস্থ্য কার্ড, গ্রিন কার্ড, সামাজিক নিরাপত্তা কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সরকার কর্তৃক ইস্যু করা আইডি।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
দ্রষ্টব্য:
যদি বিদেশ থেকে অ্যাকাউন্ট খোলার জন্য অনুরোধ করেন তাহলে ফটোকপি করা ডকুমেন্টগুলোকে সত্যায়িত করতে হবে। ফটোকপি করা ডকুমেন্টগুলো (‘অরিজিনাল সিন’ মার্কিং) নিম্নোক্ত সংস্থাগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষর এবং সীল সহ প্রত্যয়ন করা যাবে-
✓ বাংলাদেশি দূতাবাস।
✓ MDB অনুমোদিত যেকোন এক্সচেঞ্জ হাউস।
✓ যে কোন স্বনামধন্য ব্যাংকের শাখা।
✓ বর্তমানে বসবাসকারী দেশের নোটারি পাবলিক। [নোটারাইজেশন যাচাইযোগ্য বিন্যাসে হতে হবে]
জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ যদি জয়েন্ট অ্যাকাউন্ট হোল্ডারের আবাসিক অবস্থা অনাবাসিক হয় তাহলে প্রাথমিক অ্যাকাউন্ট হোল্ডারের মতো ডকুমেন্টেশনের অনুরূপ তালিকা যৌথ অ্যাকাউন্টধারীর জন্য প্রযোজ্য হবে।
✓ যদি যৌথ অ্যাকাউন্ট হোল্ডার একজন আবাসিক হন তাহলে নিম্নলিখিত ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে-
ক. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট-এর কপি।
খ. ২ কপি পাসপোর্ট সাইজের ছবি।
গ. ঠিকানার প্রমাণের জন্য ডকুমেন্ট, যেমন- ইউটিলিটি বিল, লিজ চুক্তি ইত্যাদি।
ম্যান্ডেট হোল্ডারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ ম্যান্ডেটের ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনকারীর দ্বারা সত্যায়িত)।
✓ ম্যান্ডেটের বৈধ ফটো আইডি।
✓ ম্যান্ডেটের ঠিকানা প্রমাণের জন্য ডকুমেন্ট, যেমন- ইউটিলিটি বিল, লিজ চুক্তি ইত্যাদি।
হিসাব খোলার পদ্ধতি
ধাপ ১: ওয়েবসাইট থেকে MDB প্রবাসী সেভিংস ফরম ডাউনলোড করুন- এখান থেকে।
ধাপ ২: প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং এতে আপনার স্বাক্ষর দিন।
ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করুন।
ধাপ ৪: অ্যাকাউন্ট খোলার ফর্ম এবং প্রয়োজনীয় কাগজপত্র নিম্নলিখিত ঠিকানায় আন্তর্জাতিক ডাক মেইলের মাধ্যমে পাঠিয়ে দিন-
মিডল্যান্ড ব্যাংক এনআরবি ব্যাংকিং সার্ভিসেস
হেড অফিস অ্যানেক্স
জাহেদ প্লাজা (লেভেল ১০)
৩০ গুলশান এভিনিউ
গুলশান ২, ঢাকা ১২১২ বাংলাদেশ।
প্রয়োজনে nrb.banking@midlandbankbd.net-এ ই-মেইল করুন।
ফরম ডাউনলোড
✓ অ্যাকাউন্ট খোলার ফর্ম পেতে ক্লিক করুন- এখানে।
✓ স্বাক্ষর কার্ড পেতে ক্লিক করুন- এখানে।
✓ ম্যান্ডেট ফর্ম পেতে ক্লিক করুন- এখানে।
✓ ম্যান্ডেট অনুমোদন ফর্ম পেতে ক্লিক করুন- এখানে।
✓ FATCA ফর্ম (ব্যক্তিগত) পেতে ক্লিক করুন- এখানে।
✓ ফর্ম W9 পেতে ক্লিক করুন- এখানে।
✓ ইন্সট্রাকশন W9 পেতে ক্লিক করুন- এখানে।
✓ এমডিবি এফডি অ্যাকাউন্ট খোলার ফর্ম পেতে ক্লিক করুন- এখানে।
আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net