মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ড
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ক্রেডিট কার্ড আপনাকে ৪৫ দিন পর্যন্ত সুদমুক্ত, বিশ্বব্যাপী ৩৮ মিলিয়নেরও বেশি মার্চেন্ট এর কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য এবং অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে কেনাকাটা, বিল পরিশোধ এবং ২১০ টিরও বেশি দেশে ভিসা লোগো সম্বলিত এক মিলিয়নেরও বেশি এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা পাওয়া যায়। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ভিসা প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ড এর বৈশিষ্ট্য, ফি ও চার্জ নিম্নে তুলে ধরা হলো-
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের ধরন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গ্রাহকদের জন্য নিম্নোক্ত ভিসা ক্রেডিট কার্ড অফার করছে-
✓ ভিসা প্ল্যাটিনাম ডুয়াল– স্থানীয় এবং বিশ্বব্যাপী ব্যবহার।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের লিমিট
✓ সর্বনিম্ন- ১,০০,০০০ টাকা।
✓ সর্বোচ্চ- ৫,০০,০০০ টাকা।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের আন্তর্জাতিক ব্যবহার গ্রাহকদের অনুরোধের বিপরীতে অফার করা হবে-
✓ ব্যক্তিগত বার্ষিক ভ্রমণ কোটা;
✓ RFCD অ্যাকাউন্টে রাখা ব্যালেন্স;
✓ ERQ অ্যাকাউন্ট ১০০% লিয়েন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের আবেদনের যোগ্যতা
✓ জাতীয়তাঃ বাংলাদেশী হতে হবে।
✓ বয়স: ১৮ বছর থেকে ৬০ বছর, সুরক্ষিত কার্ডের জন্য বয়স সীমা শিথিল করা যেতে পারে।
✓ ন্যূনতম আয়: বেতনভোগী ব্যক্তি- ২০,০০০ টাকা। ব্যবসায়িক ব্যক্তি- ৫০,০০০ টাকা।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের প্রয়োজনীয় কাগজপত্র
১. সাধারণ কাগজপত্র
পূরণকৃত আবেদনপত্র, এনআইডি কপি/ বৈধ পাসপোর্ট, ই-টিআইএন সম্পর্কিত কাগজপত্র, রঙিন ছবি, বিগত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট।
২. অতিরিক্ত কাগজপত্র
✓ বেতনভোগী কর্মকর্তাদের জন্য: পে স্লিপ/ বেতনের সার্টিফিকেট এক মাসের বেশি পুরনো নয়, ব্যবসায়িক কার্ড, এমপ্লয়ি আইডির কপি (যদি থাকে)।
✓ একক মালিকানার জন্য: বৈধ ট্রেড লাইসেন্স, একটি তারিখ ছাড়া চেক, একক মালিকানা অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়িক কার্ড (যদি থাকে)।
✓ অংশীদারিত্বের জন্য: বৈধ ট্রেড লাইসেন্স, পার্টনারশিপ ডিড, ব্যবসায়িক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়িক কার্ড (যদি থাকে), একটি তারিখ ছাড়া চেক।
✓ লিমিটেড কোম্পানির জন্য: সার্টিফিকেট অব ইনকরপোরেশন, মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন, ব্যবসায়িক অ্যাকাউন্টের ব্যাংক স্টেটমেন্ট, ব্যবসায়িক কার্ড (যদি থাকে)।
✓ বাড়িওয়ালার জন্য: মালিকানার ডকুমেন্ট, ভাড়ার চুক্তিপত্র।
✓ ডাক্তার/ ইঞ্জিনিয়ার/ অন্যান্য পেশাদারদের জন্য: পেশাদার সার্টিফিকেট, বিজনেস কার্ড (যদি থাকে)।
✓ ডিপোজিট অ্যাকাউন্টের বিপরীতে লিয়েনের জন্য: আমানত অ্যাকাউন্টের উপর লিয়েন এবং সেট-অফের চিঠি, ফান্ড হোল্ডিং ইন্সট্রাকশন, FDR রসিদ/ RFCD এডভাইস, সিকিউরিটিজ নগদীকরণের অনুমোদন।
✓ ERQ (অন্যান্য ব্যাংক) এর বিপরীতে লিয়েন: ERQ অ্যাকাউন্ট থেকে লিয়েন এবং সেট-অফ ফান্ডের চিঠি, বোর্ড রেজোলিউশন।
* মনে রাখবেন, কন্টাক্ট পয়েন্ট ভেরিফিকেশন (CPV) এবং জেনে গ্রাহক পরিচিতি (KYC) সব ক্ষেত্রেই বাধ্যতামূলক।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ড ফি ও চার্জ
✓ ইস্যু/ রিনিউয়াল/ বার্ষিক ফি (বেসিক কার্ড)- ৪,৫০০ টাকা।
✓ সাপ্লিমেন্টারি/ সম্পূরক কার্ড ফি (বার্ষিক/ নবায়ন)- ১,৫০০ টাকা (প্রথম ৩টি কার্ড ফ্রি)।
✓ সাপ্লিমেন্টারি কার্ড ফি (সিকিউরড কার্ড)- ১ম সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি।
✓ কার্ড রিপ্লেসমেন্ট ফি- ৬০০ টাকা।
✓ পিন রিপ্লেসমেন্ট ফি- ৫০০ টাকা।
✓ লেট পেমেন্ট ফি (যদি ন্যূনতম বকেয়া নির্ধারিত তারিখের মধ্যে পরিশোধ না করা হয়)- ১,২০০ টাকা/ USD ১৫।
✓ ওভার লিমিট ফি- ৭০০ টাকা/ USD ১১।
✓ এটিএম থেকে নগদ টাকা উত্তোলন/ অগ্রিম ফি (যেটি বেশি)- ১% বা ৫০ টাকা (MDB ও Q-Cash ATM); ২% বা ১০০ টাকা (Q-Cash ও ATM ছাড়া); USD ২ বা ২.৫% (বিদেশে)।
✓ স্টেটমেন্ট পুনরুদ্ধার ফি- ৫০ টাকা।
✓ ব্যালেন্স ট্রান্সফার প্রসেসিং ফি- ফ্রি।
✓ ব্যালেন্স ট্রান্সফারে সুদের হার- ২০% (বার্ষিক)।
✓ কার্ড চেক বুক ফি (প্রথম চেক বই- ফ্রি)- ৩০০ টাকা (১০ পাতার জন্য)।
✓ মিডল্যান্ড অনলাইনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার (IBFT) প্রসেসিং ফি- ০.০৯০%।
✓ কার্ড চেক প্রসেসিং ফি- ১.২৫%।
✓ কার্ড চেক রিটার্ন ফি (ইনসাফিসিয়েন্ট তহবিলের জন্য)- ৬০০ টাকা।
✓ চেক রিটার্ন ফি (MDB ক্রেডিট কার্ডে পেমেন্ট এর জন্য)- ৩০০ টাকা।
✓ সার্টিফিকেট ইস্যু ফি- ৩০০ টাকা।
✓ মুদ্রিত বিবৃতি (শুধু ই-স্টেটমেন্ট গ্রাহকদের জন্য)- ৩০০ টাকা।
✓ দৈনিক লেনদেন সীমা-
– এটিএম এ ৫টি,
– POS এ ১৫টি,
– ই-কমার্স এ ১৫টি এবং
– FC সীমা বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী।
✓ সিআইবি ফি- ১০০ টাকা।
✓ লেনদেন সতর্কতা (এসএমএস) সার্ভিস ফি- ৩০০ টাকা।
✓ ই-স্টেটমেন্ট তালিকাভুক্তি ফি- ফ্রি।
✓ বলাকা এক্সিকিউটিভ লাউঞ্জ, HSIA, ঢাকায় প্রবেশ ফি- ফ্রি (শুধুমাত্র কার্ডধারীদের জন্য)।
✓ মার্কআপ ফি- ২.৫০%।
✓ FDR এর বিপরীতে সিকিউরড (সুরক্ষিত) ক্রেডিট কার্ড- ১৪% (বার্ষিক)।
✓ সুদের হার- ২০% (বার্ষিক)।
✓ ক্রেডিট শিল্ড ইন্স্যুরেন্স প্রিমিয়াম- বকেয়া পরিমাণের ০.২৫%।
✓ ইন্সটা-লোন (ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণ) প্রসেসিং ফি- ঋণের পরিমাণের ২.০০%।
✓ ইন্সটা-লোনের সুদের হার (ফ্ল্যাট)- ৯.০০% (বার্ষিক)।
✓ ইন্সটা-লোন প্রারম্ভিক নিষ্পত্তি ফি- ২৫০ টাকা বা ব্যালেন্স এর ২% (যেটি বেশি)।
✓ Retail2EMI (খুচরা ক্রয়ের ইএমআইতে রূপান্তর) প্রক্রিয়াকরণ ফি- নেই।
✓ Retail2EMI- খুচরা ক্রয়ের ইএমআই সুদের হারে রূপান্তর (ফ্ল্যাট)- ৯% (বার্ষিক)।
✓ প্রাথমিক নিষ্পত্তি ফি (ইন্সটা-লোন, Retail2EMI)- ৪০০ টাকা। 400 বা ব্যালেন্স এর ২% (যেটি বেশি)।
✓ অতিরিক্ত সীমার উপর ক্রেডিট সীমা ব্যালেন্স ফি- ৫%।
✓ সোশ্যাল মিডিয়াতে বিজ্ঞাপনের জন্য ভ্যাট- লেনদেনের পরিমাণের ১৫% বা NBR নিয়ম অনুযায়ী।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য এবং উপকারিতা
MDB ক্রেডিট কার্ডটি আপনার সকল প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে-
✓ কেনাকাটা।
✓ ডাইনিং।
✓ হলি ডে পাসিং।
✓ গাড়ির জ্বালানি ক্রয়।
✓ রেলওয়ে টিকিট রিজার্ভেশন সহ যে কোনও আর্থিক প্রয়োজন, পরিকল্পিত বা ইচ্ছা অনুযায়ী।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের ক্রেডিট সুবিধা
MDB ক্রেডিট কার্ড ৪৫ দিনের সর্বোচ্চ সুদ মুক্ত সময়কাল অফার করে। আপনার আগের মাসের ব্যালেন্স কি ছিল তা বিবেচ্য নয়। প্রতিটি লেনদেন সর্বোচ্চ ৪৫ দিন এবং সর্বনিম্ন ১৫ দিনের সুদ-মুক্ত সময়ের জন্য বিবেচনা করা হয়।
শূন্য বার্ষিক ফি
MDB ডুয়াল ক্রেডিট কার্ড একটি অনন্য অফার করে যেখানে আপনি যদি ১৫টি লেনদেন করেন বা এক ক্যালেন্ডার বছরে (ATM/ POS) থেকে ৫০,০০০/- ব্যবহার করেন তাহলে আপনাকে বার্ষিক ফি দিতে হবে না।
ফ্রি সম্পূরক কার্ড
আপনি এখন সুবিধামত আপনার প্রিয়জনের চাহিদায় যত্ন নিতে পারবেন। আপনার MDB ক্রেডিট কার্ড এখন আপনাকে আপনার স্ত্রী, পিতা-মাতা এবং ১৮ বছরের বেশি বয়সী শিশুদের জন্য অ্যাড-অন কার্ডের জন্য আবেদন করার সুযোগ দিয়ে থাকে৷ সম্পূরক কার্ডধারী প্রাইমারি কার্ড হোল্ডারের ক্রেডিট সীমার বিপরীতে সুবিধা উপভোগ করতে পারেন৷
বিশ্বব্যাপী মার্চেন্ট এবং এটিএম-এ গৃহীত
বিশ্বব্যাপী VISA লোগো সম্বলিত সকল ATM-এ এবং মুদি, হোটেল, রেস্তোরাঁ, এয়ারলাইন ও ট্রাভেল এজেন্ট, হাসপাতাল এবং ডায়াগনসিস সেন্টার, গহনার দোকান, ইলেকট্রনিক্স ও কম্পিউটারের দোকান, ফ্যাশন এবং লাইফস্টাইল স্টোর সহ সকল মার্চেন্ট প্রতিষ্ঠানে নগদ অর্থ উত্তোলন সুবিধা এবং সহজ অ্যাক্সেস উপভোগ করতে পারবেন।
রিভলভিং ক্রেডিট সুবিধা
আপনি মাসিক বিবৃতিতে দেখানো হিসাবে ন্যূনতম বকেয়া অর্থ প্রদান করতে এবং পরবর্তী মাসের বিলিং চক্রে ব্যালেন্সের পরিমাণ ঘুরিয়ে দিতে পারেন।
ফ্রি কার্ড চেক বই
আপনি আপনার MDB ক্রেডিট কার্ডের বিপরীতে অ্যাকাউন্ট পেয়ি কার্ড চেক ব্যবহার করতে পারবেন বাংলাদেশের মধ্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ প্রদানের জন্য। কার্ড চেক আপনার জন্য বিশেষভাবে উপযোগী যেখানে ক্রেডিট কার্ড গ্রহণের সুবিধা পাওয়া যায় না (যেমন- বাড়ি ভাড়া, টিউশন ফি ইত্যাদি)। প্রথম চেক বই ফ্রি এবং আপনার স্বাগত প্যাকে বান্ডল করা হয়েছে।
এসএমএস সতর্কতা
MDB ক্রেডিট কার্ড সতর্কতা আপনাকে আপনার ক্রেডিট কার্ডের স্থিতি সম্পর্কিত তথ্য আপনার মোবাইল ফোনে SMS হিসাবে পেতে সক্ষম করে। SMS-এর মাধ্যমে আপনি যেকোনো সময় আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট, ব্যালেন্স, ন্যূনতম বকেয়া পরিমাণ, পেমেন্টের শেষ তারিখ জানতে পারবেন। আপনি যখনই MDB ক্রেডিট কার্ড ব্যবহার করবেন, সিস্টেম জেনারেটেড এসএমএস আপনার মোবাইল ফোনে পৌঁছে যাবে এবং আপনার কার্ডে ঘটে যাওয়া যেকোনো লেনদেন সম্পর্কে আপনি নিশ্চিত হতে পারবেন।
নমনীয় ব্যয় সীমা
প্রাথমিক কার্ডধারী হিসাবে আপনার প্রিয়জনকে একটি সম্পূরক কার্ড দিতে পারবেন; একটি বিলিং সাইকেলে আপনার প্রতিটি সম্পূরক কার্ডের জন্য ব্যয় সীমাও সেট করতে পারবেন।
ব্যয় করে উপার্জন
এমডিবির সাথে অর্থ ব্যয় করে অর্থ উপার্জন করা যায়। প্রতি ৫০ টাকা খরচ করে ১ পুরস্কার পয়েন্ট অর্জন করতে পারবেন। পুরষ্কার প্রোগ্রামের জন্য এই সঞ্চিত পয়েন্ট রিডিম করতে পারবেন।
ই-স্টেটমেন্ট
কোন ডাক বিলম্ব নেই। কোন হারানো বিবৃতি নেই। কোন বিলম্ব পেমেন্ট নেই। আপনার মাসিক স্টেটমেন্ট সরাসরি ইমেইল ইনবক্সে পৌঁছে দেওয়ার সুবিধা।
ডিসকাউন্ট অফার
VISA-এর সদস্য হিসাবে MDB কার্ডধারীরা সময়ে সময়ে শহরের নির্বাচিত আউটলেটগুলোতে ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন এবং আপনার VISA ক্রেডিট কার্ড দিয়ে ডাইনিং আউট এবং কেনাকাটার আনন্দ উপভোগ করতে পারবেন।
ইজিপে প্রোগ্রামে ০% সুদ
MDB ক্রেডিট কার্ড EasyPay প্রোগ্রামের মাধ্যমে আপনি ব্যাংকের EasyPay পার্টনার আউটলেটে আপনার স্বপ্নের কেনাকাটা করতে পারবেন এবং ২৪ মাস পর্যন্ত কিস্তিতে অর্থপ্রদান করতে পারেন।
হারানো কার্ডের লায়াবিলিটি
আপনার ক্রেডিট কার্ড হারিয়ে গেলে ব্যাংকের ২৪-ঘন্টা কার্ড সার্ভিস কন্ট্যাক্ট সেন্টারে অবিলম্বে রিপোর্ট করুন। আপনি এর পর আপনার কার্ডে যে কোনো প্রতারণামূলক লেনদেনের জন্য আপনি সীমিত দায় বহন করবেন।
রেডি ক্যাশ
আপনি সারা দেশে এমডিবির যেকোনো শাখা বা এটিএম থেকে আপনার ক্রেডিট সীমার ৫০% পর্যন্ত নগদ অর্থ তুলতে পারবেন। সুতরাং আপনার পকেটে MDB ক্রেডিট কার্ড থাকলে নগদ টাকা বহন করার প্রয়োজন নেই।
স্বয়ংক্রিয় ডেবিট
সময়মতো ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করার জন্য কোনো চিন্তার প্রয়োজন নেই। আপনার যদি মিডল্যান্ড ব্যাংকের কোনও শাখায় অ্যাকাউন্ট থাকে তাহলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আপনার মাসিক ক্রেডিট কার্ড এর বিল (ন্যূনতম বকেয়া বা মোট বকেয়া পরিমাণ) পেমেন্ট করার বিকল্প রয়েছে।
ব্যালেন্স ট্রান্সফার
আপনার যদি অন্য ব্যাংকের ক্রেডিট কার্ড থাকে তাহলে আপনার বর্তমান বকেয়া ব্যালেন্স কম সুদের হারে MDB ক্রেডিট কার্ডে স্থানান্তর করার বিকল্প রয়েছে৷ এটি আপনাকে অর্থ এবং সময় বাঁচাতে সহায়তা করে একটি কার্ড অ্যাকাউন্ট থেকে আপনার সকল খরচ সুবিধামত পরিচালনা করতে সুযোগ দিয়ে থাকে৷ ব্যালেন্স ট্রান্সফারের সুদের হার বার্ষিক ২০%।
তাত্ক্ষণিক ব্যালেন্স স্থানান্তর
আপনি MDB অনলাইনের মাধ্যমে ক্রেডিট কার্ড (কার্ড থেকে A/C) থেকে তাত্ক্ষণিক অর্থ স্থানান্তর করতে পারবেন।
তাত্ক্ষণিক অর্থপ্রদান
আপনি MDB অনলাইনের মাধ্যমে তাত্ক্ষণিক ক্রেডিট কার্ড বিল পরিশোধ করতে পারবেন।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের আবেদন যেভাবে করবেন
✓ যেকোনো MDB শাখা বা এমডিবি ওয়েব সাইট থেকে ক্রেডিট কার্ডের আবেদন ফর্ম সংগ্রহ করুন।
✓ প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন এবং প্রয়োজনীয় স্থানে আপনার সাইন/ স্বাক্ষর দিন।
✓ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করুন।
✓ প্রয়োজনীয় কাগজপত্র সহ ক্রেডিট কার্ডের আবেদনপত্র কার্ড বিভাগে প্রেরন করুন।
মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম ডুয়াল ক্রেডিট কার্ডের আবেদন ফরম ডাউনলোড
✓ অনলাইনে মিডল্যান্ড ব্যাংক প্লাটিনাম কার্ড এর আবেদন করতে ক্লিক করুন- এখানে।
✓ কার্ড অফার দেখতে ক্লিক করুন- এখানে।
যে কোন অনুসন্ধান/ তথ্যের জন্য যোগাযোগ করুন
কার্ড বিভাগ
হংকং সাংহাই টাওয়ার (১ম তলা),
বাড়ি# ১০৬, রোড # ১১, ব্লক # সি, বনানী, ঢাকা-১২১২
মোবাইল: +৮৮ ০১৯৭৭৭৭৬৩২৫ (সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা)
হটলাইন: ১৬৫৯৬
ইমেইল: contact.centre@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net
আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net