মিডল্যান্ড ব্যাংক পিএলসি

মিডল্যান্ড ব্যাংক পারসোনাল লোন

মিডল্যান্ড ব্যাংক পার্সোনাল লোনের সাথে জীবনের রৌদ্রোজ্জ্বল দিক উপভোগ করুন। আপনার যে কোনও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB) পারসোনাল লোন/ ব্যক্তিগত ঋণ দিয়ে থাকে। মিডল্যান্ড ব্যাংক ব্যক্তিগত ঋণ হল ভোক্তাদের যেকোনো প্রয়োজনে ব্যক্তিগত ঋণ সুবিধা।

এমডিবি পারসোনাল লোনের উদ্দেশ্য
✓ যেকোন ব্যক্তিগত আর্থিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য লোন সুবিধা।

এমডিবি পারসোনাল লোনের বৈশিষ্ট্য
✓ ভোক্তাদের যেকোনো প্রয়োজনে ব্যক্তিগত ঋণ সুবিধা।
✓ ঋণের পরিমাণ ৫০,০০০ টাকা থেকে ১০,০০,০০০ টাকা (বা মোট মাসিক আয়ের ১০ গুণ যেটি কম)।
✓ পরিশোধের মেয়াদ ১২ মাস থেকে ৬০ মাস।
✓ প্রতিযোগিতামূলক সুদের হার।
✓ প্রারম্ভিক পূর্ণ নিষ্পত্তি এবং আংশিক নিষ্পত্তি অনুমোদিত।
✓ কোনো গোপন চার্জ নেই।
✓ দ্রুত ঋণ প্রক্রিয়াকরণ।
✓ অন্যান্য ব্যাংক এবং NBFI থেকে ঋণ টেকওভারের জন্য কোনও প্রক্রিয়াকরণ ফি নেই।

এমডিবি পারসোনাল লোনে নির্বাচিত হওয়ার যোগ্যতা
✓ অভিজ্ঞতা:
– বেতনভোগী এক্সিকিউটিভ: বর্তমান নিয়োগকর্তার সাথে ৬ মাসের চাকরির সাথে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
– স্ব-নিযুক্ত: (ডাক্তার, স্থপতি, প্রকৌশলী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট অ্যান্ড সার্টিফাইড কনসালট্যান্ট, আইটি পেশাদার ইত্যাদি) ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
– ব্যবসায়ী: ন্যূনতম ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা।
✓ বয়স: ঋণের মেয়াদ শেষে ন্যূনতম ২১ থেকে ৬২ বছর (বেতনভোগী), ৬৫ বছর (অন্যদের জন্য)।
✓ যৌথ আবেদন: যৌথ আবেদন অনুমোদিত।
✓ মাসিক আয়:
– সরকারী কর্মচারী: ন্যূনতম প্রতি মাসে ১৮,০০০ টাকা।
– বেতনভোগী নির্বাহী: ন্যূনতম প্রতি মাসে ২৫,০০০ টাকা।
– পেশাদার/ ব্যবসায়ী: ন্যূনতম প্রতি মাসে ৩০,০০০ টাকা।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।
রিলেটেড লেখা

এমডিবি পারসোনাল লোনের মেয়াদ
✓ ঋণের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর।

এমডিবি পারসোনাল লোনের ট্যাক্স, ডিউটি, সারচার্জ
✓ এমডিবি পারসোনাল লোনের ট্যাক্স, ডিউটি, সারচার্জ এনবিআরের সার্কুলার অনুযায়ী নির্ধারিত।

আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড

বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net

৫ মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button