একাধিক পদে নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক
একাধিক পদে নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক- মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (Midland Bank Limited) বাংলাদেশের ৪র্থ প্রজন্মের একটি বেসরকারি বানিজ্যিক ব্যাংক। ব্যাংকটি তাদের বিভিন্ন ডিভিশনে “একাধিক” পদে নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নামঃ
– ব্রাঞ্চ ম্যানেজার/ সাব ব্রাঞ্চ ম্যানেজার
– অফিসার/ ম্যানেজার
– রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
– রিলেশনশিপ অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (রিটেইল)
– রিলেশনশিপ অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (এসএমই)
– কাস্টমার সার্ভিস ম্যানেজার (CSM)/ কাস্টমার সার্ভিস অফিসার (CSO)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিস।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ পদের ধরণ অনুযায়ী ডিগ্রি থাকতে হবে।
✓ পদের ধরণ অনুযায়ী স্বনামধন্য বাণিজ্যিক ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
চাকরির অন্যান্য শর্তাবলীঃ
✓ বাংলাদেশে প্রযোজ্য আইন/ বিধি অনুযায়ী কর্পোরেট গভর্নেন্স এবং কর্পোরেট অ্যাফেয়ার্সের জ্ঞান থাকতে হবে।
✓ মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতার পাশাপাশি কোর ব্যাংকিং সিস্টেম পরিচালনার অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট ব্যবসায়িক বুদ্ধিমত্তা থাকতে হবে।
✓ চমৎকার মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ অসামান্য সাংগঠনিক এবং সময়-ব্যবস্থাপনার ক্ষমতা থাকতে হবে।
✓ চমৎকার আন্তঃব্যক্তিক দক্ষতা এবং নেতৃত্বের দক্ষতা থাকতে হবে।
✓ সমস্যা সমাধান এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে।
বেতন ও ভাতাঃ
✓ মাসিক বেতন- পদের ধরণ অনুযায়ী প্রতিযোগিতামূলক বেতন সুবিধা।
✓ কর্মক্ষমতার উপর ভিত্তি করে ক্যারিয়ারে অগ্রগতির সুযোগ।
✓ উৎসব বোনাস/ চিকিৎসা সুবিধা/ অন্যান্য সুবিধা।
✓ এছাড়া ব্যাংকের নিয়ম অনুসারে আকর্ষনীয় ভাতা এবং তৎসহ সকল সুযোগ ও সুবিধা প্রদান করা হবে।
আবেদন পদ্ধতি
বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন-
– ব্রাঞ্চ ম্যানেজার/ সাব ব্রাঞ্চ ম্যানেজার
– অফিসার/ ম্যানেজার
– রিলেশনশিপ ম্যানেজার/ সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার
– রিলেশনশিপ অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (রিটেইল)
– রিলেশনশিপ অফিসার/ রিলেশনশিপ ম্যানেজার (এসএমই)
– কাস্টমার সার্ভিস ম্যানেজার (CSM)/ কাস্টমার সার্ভিস অফিসার (CSO)
আবেদনের শেষ তারিখঃ
✓ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪।
সোর্সঃ বিডি জবস
About Midland Bank Limited:
Midland Bank Limited (MDB) was incorporated on March 20, 2013 under the Companies Act 1994 as a public company limited by shares for carrying out all types of banking activities.
The Bank operates through its Head Office at Gulshan, Dhaka City and branches along with agent centres across the country. The Bank carries out international business through a Global Network of Foreign Correspondent Banks.
MDB always strives to continuously provide quality banking service with enhanced customer focus and innovate a wide variety of need based products and services.
ডিসক্লেইমারঃ ‘ব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে। |