মিডল্যান্ড ব্যাংক ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর গ্রাহকদের জন্য রয়েছে ডাবল বেনিফিট প্লাস স্কিম সুবিধা অ্যাকাউন্ট। মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ডাবল বেনিফিট প্লাস স্কিম হিসাবে জমাকৃত টাকা ৩/৪/৫/৬ বছর পরে দ্বিগুণ হবে। এটি যেকোন বাংলাদেশী নাগরিকের জন্য একটি মাসিক সুদ বহনকারী এবং বার্ষিক সুদ পরিশোধকারী স্কিম অ্যাকাউন্ট।
মিডল্যান্ড ব্যাংক ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট এর বর্ণনা
✓ ১৮ থেকে ৫৫ বছর বয়সী বাংলাদেশী নাগরিক (একক বা যৌথভাবে) এই হিসাব খুলতে পারবেন।
✓ সুবিধাটি পেতে একটি CASA অ্যাকাউন্ট বাধ্যতামূলক৷
✓ জমাকৃত আমানতের পরিমাণ: ২৫,০০০ টাকা এবং এর গুণিতক।
✓ ঋণ সুবিধা: জমাকৃত আমানতের সর্বোচ্চ ৯০% পর্যন্ত ঋণ দেওয়া হয়।
✓ সর্বোচ্চ পরিমাণ: ২০ লক্ষ টাকা।
✓ ফ্রি এসএমএস ব্যাংকিং সুবিধা
✓ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
মিডল্যান্ড ব্যাংক ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্যগুলো নিম্নে তুলে ধরা হলো-
✓ কোন চেক বই অনুমোদিত/ ইস্যু করা হয় না;
✓ প্রিম্যাচিউর এনক্যাশমেন্ট: মেয়াদ পূর্তির আগে নগদায়নের ক্ষেত্রে শর্তাবলীতে উল্লিখিত সারণী অনুযায়ী সুদ প্রদান করা হবে;
✓ অ্যাকাউন্ট বন্ধ করার ফি- সিডিউল অব চার্জ অনুযায়ী;
✓ ন্যূনতম প্রাথমিক জমার পরিমাণ- ২৫,০০০ টাকা এবং এর গুণিতক (কিন্তু ২০,০০,০০০ টাকা পর্যন্ত সীমিত);
✓ জমাকৃত টাকা ৩/৪/৫/৬ বছর পরে দ্বিগুণ হবে;
✓ হিসাবে ট্যাক্স, আবগারি শুল্ক এবং ভ্যাট- এনবিআর নিয়ম অনুযায়ী কাটা হয়।
মিডল্যান্ড ব্যাংক ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট খোলার নিয়মাবলী
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
ঘ. গ্রাহকের এক কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঙ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
জ. TIN সার্টিফিকেট (যদি থাকে)।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মিডল্যান্ড ব্যাংক ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট এর ফি এবং চার্জ
✓ সরকারি আবগারি শুল্ক প্রযোজ্য।
✓ অ্যাকাউন্টে অর্জিত সুদের উপর উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য যা উৎসে কর হিসেবে কাটা হবে।
✓ MDB ডিজিটাল টার্ম ডিপোজিট অ্যাকাউন্টের পরিচালনা আইন, ব্যাংকিং প্রবিধান বা ব্যাংকিং অনুশীলন সাপেক্ষে যা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
✓ সকল কর/ শুল্ক/ লেভি অথবা অন্য যেকোন সারচার্জ বর্তমানে বলবৎ রয়েছে বা বাংলাদেশ সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত হতে পারে তা অ্যাকাউন্ট থেকে কাটা হবে।
মিডল্যান্ড ব্যাংক ডাবল বেনিফিট প্লাস স্কিম অ্যাকাউন্ট এ ব্যাংকের নিয়ম ও শর্তাবলী
✓ হিসাব খোলার আগে এটি পড়ে ও বুঝে সম্মত হয়ে হিসাব খুলতে হবে।
✓ ব্যাংক প্রয়োজনে পণ্যের নিয়ম/ পদ্ধতি পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
✓ সময়ে সময়ে ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী যে কোনো বিষয় পরিবর্তন হতে পারে।
আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net