মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (এমডিবি) ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট হলো একটি অনলাইন সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী হিসাব যা গ্রাহকদেরকে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকের ওয়েবসাইটের (www.midlandbankbd.net) সাহায্যে যে কোন জায়গা থেকে এবং যে কোন সময় এই অ্যাকাউন্টটি খোলার সুবিধার্থে তৈরি করা হয়েছে। পণ্যটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে গ্রাহকদেরকে তাদের পছন্দ এবং সুবিধা অনুযায়ী নগদ অর্থ বা চেক ডিপোজিট করা ছাড়া শাখায় যেতে হবে না।
মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এর বর্ণনা
✓ এমডিবি ওয়েবসাইটের মাধ্যমে একাউন্ট খোলা যাবে।
✓ অ্যাকাউন্টগুলো স্থানীয় মুদ্রায় (টাকা) হবে।
✓ কোন প্রাথমিক আমানতের প্রয়োজন নেই।
✓ ফ্রি ডেবিট কার্ড সুবিধা (আজীবন)।
✓ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা।
✓ ফ্রি এসএমএস ব্যাংকিং সুবিধা (শুধুমাত্র ১ম বছর)।
✓ ফ্রি মাসিক ই-স্টেটমেন্ট সুবিধা।
✓ দৈনিক এটিএম এবং POS লেনদেনের পরিমাণ ৫০,০০০ টাকা পর্যন্ত। তবে গ্রাহকের অনুরোধে তা বাড়ানো যেতে পারে।
✓ ডেবিট কার্ড দিয়ে দৈনিক ১০টি করা যাবে (ATM + POS)।
✓ বৈদেশিক মুদ্রা অনুমোদনের উপর ৫০% ছাড় (বাংলাদেশ ব্যাংকের নিয়মানুযায়ী)।
✓ ব্যাংকের যেকোনো শাখা, ব্যাংকিং বুথ বা এজেন্ট ব্যাংকিং সেন্টারের ৩৫ কিলোমিটারের মধ্যে আপনার অবস্থান হলে ব্যাংকের একজন কর্মী আপনাকে দেখতে আসবে।
✓ ৩৫ কিলোমিটারের বাইরে হলে মূল পরিচয়পত্র জমা দেওয়ার জন্য ব্যাংকের যেকোনো অফিসে একবার যেতে হবে।
মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড এর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্যগুলো নিম্নে তুলে ধরা হলো-
✓ যেকোন বাংলাদেশী নাগরিক এই হিসাব খুলতে পারবেন।
✓ এমডিবি ওয়েবসাইটের (www.midlandbankbd.net) মাধ্যমে এই হিসাব খোলা যায়।
✓ অ্যাকাউন্ট খোলার জন্য কোন প্রাথমিক আমানতের প্রয়োজন নেই।
✓ এই হিসাবে কোন চেক বই অনুমোদিত নয় বা ইস্যু করা হয় না।
✓ এই পণ্যের অধীনে থাকা সকল অ্যাকাউন্টের জন্য ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (মিডল্যান্ড অনলাইন) বাধ্যতামূলক।
✓ অ্যাকাউন্ট মেইনট্যানেন্স ফি: অর্ধবার্ষিক ভিত্তিতে ৩০০ টাকা প্লাস ভ্যাট।
✓ অ্যাকাউন্ট বন্ধ ফি: ৩০০ টাকা প্লাস ভ্যাট।
যৌথ আবেদন প্রক্রিয়া
✓ গ্রাহক একক নামে বা যৌথ নামে এমডিবি ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন৷
✓ যদি কেউ যৌথ নামে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অ্যাকাউন্টটি পরিচালনার মোড হবে “Either or Survivor“৷
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া এবং প্রয়োজনীয় ডকুমেন্ট
✓ ব্যাংক নির্ধারিত অনলাইন অ্যাকাউন্ট খোলার ফর্ম (AOF) যা এমডিবি ওয়েবসাইটে (www.midlandbankbd.net) পাওয়া যাবে।
✓ অ্যাকাউন্টধারীর পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ছবি পরিচয়কারীর দ্বারা সত্যায়িত হতে হবে।
✓ পরিচয়দানকারী কর্তৃক প্রত্যয়িত পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
✓ অ্যাকাউন্টধারী কর্তৃক সত্যায়িত নমিনির ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
✓ নমিনির পাসপোর্ট/ জাতীয় পরিচয়পত্র/ জন্ম সনদ এর ফটোকপি।
✓ সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে এমন MDB শাখা অপারেশন ম্যানুয়াল এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী অ্যাকাউন্ট খোলার পদ্ধতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টে সুদ আয় ও অর্থ প্রদান করার নিয়ম
✓ অ্যাকাউন্টে দিনের শেষ (EOD) ব্যালেন্সে সুদ গণনা করা হবে এবং মাসিক ভিত্তিতে অ্যাকাউন্টে প্রদান করা হবে।
✓ গ্রাহকরা যেকোন সময় এন্ড অফ ডে (EOD) ব্যালেন্সে সুদ না হারিয়ে অর্থ উত্তোলন করতে পারবেন।
✓ যদি একজন গ্রাহক একদিনে ১০টির বেশি লেনদেন করেন (এটিএম বা POS এর মাধ্যমে) তবে ঐ মাসের জন্য সুদ পাবেন না।
ডেবিট কার্ড সুবিধা
✓ ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এ ডেবিট কার্ড বাধ্যতামূলক। যদি গ্রাহক ডেবিট কার্ডের জন্য অনুরোধ করেন তাহলে ব্যাংকের চাহিদা অনুযায়ী সকল প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করে অ্যাকাউন্টটি প্রথমে সক্রিয় করতে হবে এবং হিসাবে মিনিমাম ১০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে।
✓ ডেবিট কার্ডের বার্ষিক ফি লাইফটাইমের জন্য ফ্রি। তবে, যেকোনো কার্ড রিপ্লেসমেন্ট এর জন্য (হারানো/ চুরি/ ক্ষতিগ্রস্ত) গ্রাহককে ব্যাংকের “শিডিউল অফ চার্জ” অনুযায়ী অর্থ প্রদান করতে হবে।
✓ ডেবিট কার্ড এবং এর পিন বিভিন্ন দিনে ২টি ভিন্ন কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের বাড়িতে পাঠানো হবে।
ডেবিট কার্ড লেনদেনের সীমা
✓ ডেবিট কার্ড লেনদেনের সীমা দিনে ১০টি লেনদেনের মধ্যে সীমাবদ্ধ। তবে গ্রাহক তার প্রয়োজনের ভিত্তিতে লেনদেনের সীমা বাড়ানোর অনুরোধ করতে পারবেন।
✓ দৈনিক এটিএম এবং POS লেনদেনের পরিমাণ ৫০,০০০ টাকা পর্যন্ত। তবে গ্রাহকের অনুরোধে তা বাড়ানো যেতে পারে।
✓ ডেবিট কার্ড দিয়ে দৈনিক ১০টি করা যাবে (ATM + POS)।
✓ উপরোক্ত লেনদেনের সীমা গ্রাহক কর্তৃক ঘোষিত লেনদেন প্রোফাইল (TP) দ্বারা সমর্থিত হতে হবে।
আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
মিডল্যান্ড ব্যাংক ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট এর ফি এবং চার্জ
✓ অ্যাকাউন্ট মেইনট্যানেন্স ফি: অর্ধবার্ষিক ভিত্তিতে ৩০০ টাকা প্লাস ভ্যাট।
✓ অ্যাকাউন্ট বন্ধ ফি: ৩০০ টাকা প্লাস ভ্যাট।
✓ বৈদেশিক মুদ্রা অনুমোদনের উপর ৫০% ছাড়।
✓ সরকারি আবগারি শুল্ক প্রযোজ্য।
✓ অ্যাকাউন্টে অর্জিত সুদের উপর উইথহোল্ডিং ট্যাক্স প্রযোজ্য যা উৎসে কর হিসেবে কাটা হবে।
✓ MDB ডিজিটাল সেভিংস অ্যাকাউন্টের পরিচালনা আইন, ব্যাংকিং প্রবিধান বা ব্যাংকিং অনুশীলন সাপেক্ষে যা সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে।
✓ সকল কর/ শুল্ক/ লেভি অথবা অন্য যেকোন সারচার্জ বর্তমানে বলবৎ রয়েছে বা বাংলাদেশ সরকার কর্তৃক সময়ে সময়ে আরোপিত হতে পারে তা অ্যাকাউন্ট থেকে কাটা হবে।
বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net