মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং
মধ্যম আয়ের দেশ হিসেবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাপক প্রসার ঘটেছে। আর এ কর্মকাণ্ডের সহায়ক হিসেবে ব্যাংকিং চাহিদাও বাড়ছে প্রতিনিয়ত। বর্তমান আর্থ-সামাজিক প্রেক্ষাপটে দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকের শাখা স্থাপন এবং পরিচালনা ব্যয়বহুল হওয়ায় এজেন্ট ব্যাংকিং একটি সময়োপযোগী বাস্তবসম্মত মাধ্যম। একজন এজেন্ট যোগ্যতা থাকা সাপেক্ষে সেন্টার স্থাপনের মাধ্যমে সহজেই ব্যাংকিং সেবা প্রদান করতে পারছে বিধায় দিন দিন এজেন্ট ব্যাংকিং ব্যাপক জনপ্রিয়তা লাভ করছে এবং কর্মসংস্থানের একটি দারুণ সুযোগ সৃষ্টি হয়েছে।
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB) চতুর্থ প্রজন্মের একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে ২০১৩ সালে এর কার্যক্রম শুরু করে। মিডল্যান্ড ব্যাংক ব্যাংকিং সেবা এখন আপনার দোরগোড়ায়, মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং এখন প্রতিদিনের ব্যাংকিং প্রয়োজনে আছে আপনার পাশে এই শ্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে এর এজেন্ট ব্যাংক কার্যক্রম শুরু হয়। এরই মধ্যে ৩৪টি এজেন্ট ব্যাংকিং সেন্টার চালু করেছে ব্যাংকটি। অর্থ জমা, উত্তোলন, রেমিটেন্স সেবা প্রদানসহ সকল সমাধান পাচ্ছেন আপনার নিকটস্থ এজেন্ট ব্যাংকিং সেন্টার/ পয়েন্ট থেকেই। এ ছাড়া এজেন্ট ব্যাংকিং সেন্টারের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী সহজ শর্তে ক্ষুদ্র ও কৃষিঋণ গ্রহন করতে পারছে।
মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং সার্ভিস
একজন গ্রাহক খুব সামান্য পরিমাণ চার্জ দিয়েই নিকটস্থ এজেন্ট সেন্টারের মাধ্যমে বিদ্যুৎ বিল প্রদান করতে পারছে। এ ছাড়া সহজে বিদ্যুৎ বিলসহ অন্যান্য ইউটিলিটি সেবা প্রদানকারীর বিল প্রদান করতে পারছে। সামান্য পরিমাণ চার্জ প্রদান করে বিইএফটিএন, আরটিজিএস এবং এনপিএসবির মাধ্যমে সহজেই ব্যাংকিং চ্যানেলে অর্থ স্থানান্তর করতে পারছে এবং বৈদেশিক রেমিট্যান্সের অর্থ উত্তোলন করতে পারছে। গ্রাহককে এ জন্য অতিরিক্ত অর্থ খরচ করে ব্যাংকের শাখায় যেতে হচ্ছে না। এ ছাড়া একজন গ্রাহক তাঁর কষ্টার্জিত অর্থ ব্যাংকে সঞ্চিত রেখে আকর্ষণীয় মুনাফা পাচ্ছেন। নিম্নে মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সার্ভিস সমূহ তুলে ধরা হলো-
✓ নগদ অর্থ জমা ও উত্তোলন;
✓ বৈদেশিক রেমিট্যান্স বিতরণ;
✓ ঋণ বিতরণ এবং পরিশোধ;
✓ বিল/ ইউটিলিটি বিল সংগ্রহ;
✓ অবসর ভাতা গ্রহণ এবং সামাজিক সুবিধা প্রদান;
✓ বেতন-ভাতা প্রদান;
✓ অর্থ স্থানান্তর;
✓ ব্যালেন্স অনুসন্ধান;
✓ মিনি ব্যাংক স্টেটমেন্ট ইস্যু;
✓ হিসাব সংক্রান্ত ডকুমেন্ট সংগ্রহ;
✓ অ্যাকাউন্ট খোলার ফর্ম,
✓ ঋণের আবেদনপত্র,
✓ ক্রেডিট এবং ডেবিট কার্ডের আবেদন সংগ্রহ;
✓ ব্যাংক কর্তৃক অনুমোদিত ঋণ ও অ্যাডভান্স এর মনিটরিং এবং রিকভারি; এবং
✓ বাংলাদেশ ব্যাংক থেকে সময়ে সময়ে নির্ধারিত অন্য যে কোন কার্যক্রম।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর বৈশিষ্ট্য
নিম্নে এমডিবি এজেন্ট ব্যাংকিং এর বৈশিষ্ট্য সমূহ তুলে ধরা হলো-
✓ কারেন্ট ও সেভিংস অ্যাকাউন্ট ন্যূনতম ৫০০ টাকা এবং ২০০ টাকা ব্যালেন্স জমা দিয়ে খোলা যাবে;
✓ সর্বনিম্ন ১০,০০০ টাকা জমা দিয়ে নির্দিষ্ট ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট খোলা যাবে;
✓ আকর্ষণীয় সেভিংস স্কিম অ্যাকাউন্ট সাশ্রয়ী কিস্তি আকারে খোলা যাবে;
✓ চেক বই সুবিধা;
✓ RTGS সুবিধা;
✓ BEFTN সুবিধা;
✓ ১ম বছরের জন্য ফ্রি ডেবিট কার্ড সুবিধা;
✓ ফ্রি ইন্টারনেট ব্যাংকিং সুবিধা (মিডল্যান্ড অনলাইন);
✓ মিডল্যান্ড অনলাইনের মাধ্যমে বিকাশে অর্থ স্থানান্তর;
✓ ফ্রি এসএমএস সতর্কতা সুবিধা;
✓ ২৪ ঘন্টা কন্টাক্ট সেন্টার।
মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট হওয়ার যোগ্যতা
এমডিবি এজেন্ট হওয়ার জন্য যে সকল যোগ্যতা প্রয়োজন নিম্নে তা তুলে ধরা হলো-
✓ এজেন্টের কমপক্ষে ১ (এক) বছরের বৈধ ব্যবসায়িক লাইসেন্স থাকতে হবে;
✓ এজেন্টের অবশ্যই ক্লিন সিআইবি এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট থাকতে হবে;
✓ এজেন্ট আর্থিকভাবে সাউন্ড এবং সলভেন্ট হতে হবে।
যারা মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট হতে পারবে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড নিম্নলিখিত ব্যক্তি/ সংস্থাকে ব্যাংক এজেন্ট হিসেবে নিয়োগ করতে পারে-
✓ মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অব বাংলাদেশ কর্তৃক নিয়ন্ত্রিত এমএফআই;
✓ সমাজকল্যাণ অধিদপ্তরে নিবন্ধিত এনজিও;
✓ সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০ এর অধীনে নিবন্ধিত সমিতি;
✓ কো-অপারেটিভ সোসাইটি গঠিত এবং নিয়ন্ত্রিত/ সমবায় সমিতি আইন, ২০০১ অধীনে তত্ত্বাবধান;
✓ শাখা/ইউনিট অফিস সহ সরকারি অফিস;
✓ কুরিয়ার এবং মেইলিং সার্ভিস কোম্পানি মিনিস্ট্রি অফ পোস্ট এবং টেলিকমিউনিকেশন এর অধীনে নিবন্ধিত;
✓ কোম্পানী আইন ১৯৯৪ এর অধীনে নিবন্ধিত কোম্পানি;
✓ মোবাইল নেটওয়ার্ক অপারেটর এজেন্ট;
✓ স্থানীয় সরকার প্রতিষ্ঠান অফিস;
✓ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC);
✓ বীমা কোম্পানির এজেন্ট;
✓ যোগ্য কর্তৃপক্ষের কাছ থেকে ট্রেড লাইসেন্সধারী যেকোন ব্যবসায়িক সত্তা যা এই নির্দেশিকাগুলোতে বর্ণিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে; এবং
✓ এছাড়া বাংলাদেশ ব্যাংক কর্তৃক সুপারিশকৃত বা অনুমোদিত যে কোন প্রতিষ্ঠান।
যারা মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট হতে পারবে না
নিম্নলিখিত ব্যক্তি বা প্রতিষ্ঠান এজেন্ট হতে পারবে না-
✓ ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি/ ব্যাংক কর্মকর্তারা তার অবসর গ্রহণ বা পদত্যাগের ১ (এক) বছরের মধ্যে একই ব্যাংকে এজেন্ট হওয়ার যোগ্য হবেন না (ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ২৬ (গ) ধারা অনুযায়ী ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তি);
✓ অন্য ব্যাংকের বিদ্যমান এজেন্ট;
✓ ঋন খেলাপি ব্যক্তি বা প্রতিষ্ঠান;
✓ আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত ব্যক্তি বা প্রতিষ্ঠান;
✓ আদালত থেকে দন্ডপ্রাপ্ত ব্যক্তি, সাজা শেষ হওয়ার পর ৩ বছর পর্যন্ত;
✓ ফৌজদারী মামলায় অভিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান;
✓ মানি লন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়নের দায়ে অফিযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান;
✓ দুর্নীতি দমন কমিশনের তদন্তাধীন ব্যক্তি বা প্রতিষ্ঠান।
মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট হতে যা লাগবে
প্রান্তিক জনগোষ্ঠিকে আধুনিক এবং সহজ ব্যাংকিং সেবা দিতে আপনি কি এজেন্ট ব্যাংকিং সেন্টার খুলতে আগ্রহী? তাহলে আপনার নিম্নোক্ত জিনিসগুলো লাগবে-
✓ ৩-৪ জন কর্মকর্তা, টেলার ও নিরাপত্তা;
✓ ক্যাশ কাউন্টিং ও জাল নোট শনাক্ত করার মেশিন;
✓ টেবিল ও চেয়ার ৩-৪টা;
✓ মাঝারি আকারের ভল্ট;
✓ বিদ্যুৎ- সংযোগসহ ৪০০-৫০০ বর্গফুটের জায়গা;
✓ নগদ ৫-৬ লাখ টাকা;
✓ ল্যাপটপ বা কম্পিউটার;
✓ ওয়েব ক্যামেরা;
✓ স্ক্যানার; এবং
✓ ইন্টারনেট সংযোগ।
মিডল্যান্ড ব্যাংক এজেন্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
এমডিবি এজেন্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা নিম্নে তুলে ধরা হলো-
✓ বৈধ ট্রেড লাইসেন্স;
✓ সার্টিফিকেট অফ ইনকরপোরেশন/ সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন, MOA, সর্বশেষ ফর্ম X ও XII (লিমিটেড কোম্পানির জন্য);
✓ ব্যবসায়িক তথ্যাদি;
✓ এজেন্টের যোগাযোগের বিবরণ;
✓ এজেন্টের NID এবং পাসপোর্ট সাইজের ছবি;
✓ ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট;
✓ এজেন্ট বা সংশ্লিষ্ট ব্যক্তিদের সিআইবি রিপোর্ট;
✓ এজেন্ট বা সংশ্লিষ্ট ব্যক্তিদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট;
✓ টিআইএন সার্টিফিকেট; এবং
✓ গ্রহণযোগ্য সামাজিক অবস্থান সহ দুইজন স্থানীয় ব্যক্তির কাছ থেকে রেফারেন্স লেটার।
মিডল্যান্ড ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর বিভিন্ন তথ্য
এজেন্ট ব্যাংকিং এর বিভিন্ন তথ্য জানতে নিম্নোক্ত লিংকগুলোতে ক্লিক করুন-
✓ এজেন্ট হওয়ার জন্য আবেদন ফরম- এখানে;
✓ এজেন্ট বুথ এর তথ্য- এখানে;
✓ সম্পদের বিবরণ- এখানে;
✓ এজেন্ট বিজনেস ফোরকাস্ট- এখানে;
✓ এজেন্ট ব্যাংকিং সেন্টার- এখানে;
✓ এজেন্ট ব্যাংকিং যোগাযোগ: এজেন্ট হতে আগ্রহী হলে যোগাযোগ করুন ১৬৫৯৬ নম্বরে অথবা ই-মেইল করতে ক্লিক করুন- এখানে।
আরও দেখুন:
◾ মিডল্যান্ড ব্যাংক লিমিটেড
বিস্তারিত জানতে
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড (MDB), হেড অফিস: এন.বি. টাওয়ার (লেভেল ৬-৯) ৪০/৭, গুলশান নর্থ এভিনিউ, সার্কেল-২, গুলশান, ঢাকা – ১২১২ বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬৫৯৬ এবং (+৮৮) ০৯৬১৭০ ১৬৫৯৬ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮০ ৯৬৬৬ ৪১০৯৯৯, ৯৬১১ ৪১০৯৯৯
ফ্যাক্স: +৮৮-০২-৫৫০৫২২১৪, +৮৮-০২-৮৮৩৭৭৩৫
সুইফট কোড: MDBLBDDH
ইমেইল: info.mdb@midlandbankbd.net
ওয়েবসাইট: www.midlandbankbd.net