মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক এসএমই ফাইন্যান্সিং

ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে (এসএমই) অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিবেচনা করা হয়। এসএমই হল প্রবৃদ্ধির ইঞ্জিন কারণ এই খাতটি দেশের জিডিপি প্রবৃদ্ধিতে (২০%-২৫%) সহায়ক ভূমিকা হিসেবে কাজ করে। এসএমই-খাতকে সামনে অগ্রসর করার জন্য মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির বৈচিত্র্যময় সেগমেন্ট এবং সেক্টরগুলোর প্রয়োজনীয়তার সাথে মানানসই পণ্যগুলোর সন্নিবেশ রয়েছে। মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে এসএমই ফাইন্যান্সিং এ নিম্নলিখিত ক্রেডিট সুবিধা/ লিমিট রয়েছে:

চাকা (টার্ম লোন) [CHAKA (Term Loan)]
✓ ব্যবসার সম্প্রসারণ এবং ব্যবসার মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য স্থায়ী সম্পদ সংগ্রহ করা।
✓ ঋণের সীমা- ০.৫০ লক্ষ টাকা থেকে ৭৫০০.০০ লক্ষ টাকা।
✓ প্রযোজ্য শর্তাবলী সহ ৮.০০ লাখ টাকা পর্যন্ত জামানত ফ্রি।
✓ পরিশোধের সময়কাল- ১২ মাস থেকে ৬০ মাস।
✓ বয়সসীমা- ২১ বছর থেকে ৬০ বছর।
✓ সংশ্লিষ্ট ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
✓ প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে কার্যকর হতে হবে।
✓ সুদের হার- ১৪.০০% পিএ।

সমৃদ্ধি (চলমান লোন) [SAMRIDDHI (Continuous Loan)]
✓ ব্যবসার যেকোনো গ্রহণযোগ্য কার্যকরী মূলধনের প্রয়োজন মেটাতে।
✓ ঋণের সীমা- ০.৫০ লক্ষ টাকা থেকে ৭৫০০.০০ লক্ষ টাকা।
✓ পরিশোধের সময়কাল- ১২ মাস, যা নবায়নযোগ্য।
✓ বয়সসীমা- ২১ বছর থেকে ৬৫ বছর।
✓ সংশ্লিষ্ট ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
✓ প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে কার্যকর হতে হবে।
✓ সুদের হার- ১৪.০০% পিএ।

মৌসুমী (স্বল্প মেয়াদী মৌসুমী লোন) [MOUSUMI (Short Term Seasonal Loan)]
✓ ব্যবসার স্বল্পমেয়াদী মৌসুমী চাহিদা মেটাতে।
✓ ঋণের সীমা- ০.৫০ লক্ষ টাকা থেকে ৭৫০০.০০ লক্ষ টাকা।
✓ পরিশোধের সময়কাল- ৯ মাস।
✓ বয়সসীমা- ২১ বছর থেকে ৬৫ বছর।
✓ সংশ্লিষ্ট ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
✓ প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে কার্যকর হতে হবে।
✓ সুদের হার- ১৪.০০% পিএ।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অনন্যা (মহিলা উদ্যোক্তা লোন) [ANANNYA (Women Entrepreneur’s Loan)]
✓ নারী উদ্যোক্তাদের জন্য ব্যবসার সম্প্রসারণ এবং ব্যবসার মূলধনী যন্ত্রপাতি ও অন্যান্য স্থায়ী সম্পদ সংগ্রহ করা।
✓ ঋণের সীমা- ০.৫০ লক্ষ টাকা থেকে ৫০.০০ লক্ষ টাকা।
✓ প্রযোজ্য শর্তাবলী সহ ৮.০০ লাখ টাকা পর্যন্ত জামানত ফ্রি, যদি টার্ম লোন হয়ে থাকে।
✓ পরিশোধের সময়কাল- টার্ম লোনের জন্য ১২ মাস থেকে ৬০ মাস এবং চলমান লোনের জন্য ১২ মাস, যা নবায়নযোগ্য।
✓ পরিশোধের সময়কাল- ১২ মাস থেকে ৬০ মাস।
✓ বয়সসীমা- ২১ বছর থেকে ৬০ বছর।
✓ সংশ্লিষ্ট ব্যবসার ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা।
✓ প্রকল্পটি আর্থিক, অর্থনৈতিক এবং বাণিজ্যিকভাবে কার্যকর হতে হবে।
✓ সুদের হার- ৯.০০% পিএ।
✓ যদি বাংলাদেশ ব্যাংক থেকে পুনঃঅর্থায়ন পাওয়া না যায় তাহলে সুদের হার হবে ১৩.০০% পিএ।

সঞ্চালক (টার্ম, টাইম এবং চলমান ঋণের মিশ্রণ) [SANCHALAK (A mix of Term, Time & Continuous Credit)]
✓ এই লোনের মাধ্যমে পারফরম্যান্স ভিত্তিক ঋণগ্রহীতার মূল্যায়ন নিশ্চিত করার জন্য এবং প্রতিযোগিতামূলক ব্যবসার টেকসই প্রবৃদ্ধি, প্রচার এবং উত্সাহিত করার সুবিধা নিশ্চিত করার জন্য ডিজাইন করা হয়েছে। যেখানে ঋণ নেওয়ার জন্য অন্য যেকোনো বিবেচনার চেয়ে অগ্রাধিকার পাবে।
✓ মূল্য সংযোজন কর্মক্ষমতা ভিত্তিক ক্রেডিট সেবা প্রদান করা।
✓ কার্যকরী মূলধনের সর্বোত্তম স্তরের প্রয়োজন মেটাতে।
✓ ব্যবসায়িক স্বার্থ সম্প্রসারণের সাথে সম্পর্কিত স্থায়ী সম্পদের অর্থায়ন।
✓ সুবিধার মিশ্রণ- CC (হাইপো) SE/SOD (সাধারণ) SE এবং টাইম/ মেয়াদী ঋণ (SE)।
✓ ঋণ সীমা- ৫০.০০ লক্ষ টাকা থেকে ৩০০.০০ লক্ষ টাকা।
✓ ঋণগ্রহীতার বয়স সীমা- ২১ বছর থেকে ৬০ বছর।
✓ সুদের হার- ১৪.০০% পিএ।

উন্মেষ (ফরেন ট্রেড ফাইন্যান্স) [UNMESH (Foreign Trade Finance)]
✓ এই লোনটি বৈচিত্র্যময় সেক্টরে উদ্যোক্তাদের সর্বোত্তম ব্যবসায়িক সক্ষমতা ব্যবহারের জন্য বিদেশী বাণিজ্য অর্থায়ন সুবিধার জন্য ডিজাইন করা হয়েছে।
✓ সুবিধা- অনুমোদিত পণ্য আমদানির জন্য এল/সি (ওয়ান অফ/ রিভলভিং)।
✓ L/C এর অধীনে শিপিং ডকুমেন্ট গ্রহণের জন্য মেয়াদী ঋণ/ হায়ার পার্চেজ/ LTR।
✓ গ্রাহকদের শুল্ক, ভ্যাট, ট্যাক্স ইত্যাদি পরিশোধের জন্য টাইম লোন (ওয়ান অফ/ রিভলভিং)।
✓ ঋণ সীমা- ৫০.০০ লক্ষ টাকা থেকে ৫০০.০০ লক্ষ টাকা।
✓ ঋণগ্রহীতার বয়স সীমা- ২১ বছর থেকে ৬৫ বছর।

ফ্যাক্টরিং অব রিসিভ্যাবলস (Factoring Of Receivables)
✓ ফ্যাক্টরিং অব রিসিভ্যাবলস লোনের মাধ্যমে ক্রেডিট এর ভিত্তিতে বিক্রয়/ডেলিভারী করা পণ্য বা সেবার বিপরীতে প্রাপ্য অর্থায়নের জন্য ডিজাইন করা হয়েছে।
✓ লোন সীমা- ফ্যাক্টরিং ব্যবস্থার অধীনে নির্দিষ্ট ক্লায়েন্ট/ ব্যবসায় সর্বাধিক এক্সপোজার ৫.০০ কোটি টাকার বেশি হবে না।
✓ সুদের হার- ১১.০০% পিএ থেকে ১২.০০% পিএ।

আরও দেখুন:
মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
মার্কেন্টাইল ব্যাংক মোবাইল ব্যাংকিং ‘মাইক্যাশ’

বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button