মার্কেন্টাইল ব্যাংক স্কুল ব্যাংকিং
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর স্কুল ব্যাংকিং হিসাবটি আপনার সন্তানের উদ্দীপ্ত ভবিষ্যত গড়ার জন্য ডিজাইন করা হয়েছে। স্কুলগামী শিশুদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে সহায়তা করে থাকে। এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। এই হিসাবের বিপরীতে জমাকৃত অর্থের উপর আমানতকারী সুদ লাভ করে থাকে। এই হিসাবের বিপরীতে কার্ড ও চেক ইস্যু করা হয়ে থাকে।
মার্কেন্টাইল ব্যাংক স্কুল ব্যাংকিং এর বৈশিষ্ট্য
মার্কেন্টাইল ব্যাংক স্কুল ব্যাংকিং হিসাবের বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ ০৬ থেকে ১৮ বছর বয়সী যেকোনো স্কুল পড়ুয়া ছাত্র/ ছাত্রী এই হিসাব খুলতে পারবেন।
✓ সুদ বহন আমানতকারী অ্যাকাউন্ট।
✓ প্রাথমিক ব্যালেন্স– ১০০ টাকা।
✓ কোন লুকানো চার্জ নেই।
✓ অভিভাবকদের জন্য স্মার্ট (ভিসা) ডেবিট কার্ড।
✓ যে কোন শাখা ব্যাংকিং (নগদ জমা এবং উত্তোলন) সুবিধা।
সুদের হার
✓ সুদের হার ৪.০০%।
মার্কেন্টাইল ব্যাংক স্কুল ব্যাংকিং এর সুবিধা
মার্কেন্টাইল ব্যাংক স্কুল ব্যাংকিং হিসাবের সুবিধা সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ রাউন্ড -দ্য -ক্লক সারা দেশে এটিএম অ্যাক্সেস।
✓ টাকা তোলার জন্য কোন লাইনে দাঁড়াতে হবে না।
✓ ফ্রি এসএমএস ব্যাংকিং সুবিধা।
✓ বিনা খরচে মোবাইল ব্যাংকিং নিবন্ধন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ অবশ্যই ছাত্র/ ছাত্রী হতে হবে।
✓ অ্যাকাউন্টধারীর সাম্প্রতিক সত্যায়িত ছবি (২ কপি)।
✓ গার্ডিয়ান/ অভিভাবকের ছবি (১ কপি)।
✓ নমিনির ছবি ১ কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।
✓ গার্ডিয়ান/ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র।
✓ ছাত্র/ ছাত্রীর বৈধ পরিচয়পত্র।
✓ ছাত্র/ ছাত্রীর জন্ম সনদ।
✓ অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলনের জন্য এটিএম কার্ড পাওয়ার বিষয়ে গার্ডিয়ান/ অভিভাবকের ঘোষণা।
✓ টিউশন ফি পরিশোধের স্লিপের কপি (সাম্প্রতিক কপি)/ প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত শিক্ষাগত খরচের তালিকা।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com