মার্কেন্টাইল ব্যাংক এমএসএস- এর জন্য সেভিংস অ্যাকাউন্ট
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর মাসিক সঞ্চয় স্কীম মার্কেন্টাইল ব্যাংক এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট একটি স্থানীয় মুদ্রা আমানত অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট থেকে তহবিল স্বয়ংক্রিয়ভাবে এমএসএস তথা মাসিক সঞ্চয় স্কীম হিসাবে স্থানান্তর করার জন্য চালু করা হয়েছে।
এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর উদ্দেশ্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর উদ্দেশ্য নিম্নে তুলে ধরা হলো-
✓ এমএসএস অ্যাকাউন্টে তহবিল স্বয়ংক্রিয় স্থানান্তর।
✓ রক্ষণাবেক্ষণ ফি ছাড়া অ্যাকাউন্ট চালু।
✓ এমএসএস এর জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা।
✓ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর সুবিধা
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর সুবিধাগুলো নিম্নে তুলে ধরা হলো-
✓ গ্রাহকরা এমএসএস কিস্তি জমা দেওয়ার জন্য সারিতে অপেক্ষা করা থেকে স্বস্তি পাবেন।
✓ ০৩টি ধারাবাহিক কিস্তি ব্যর্থতার ঝুঁকি থেকে মুক্ত যা এমএসএসকে জোরপূর্বক নগদীকরণের দিকে নিয়ে যেতে পারে। ✓ জীবনযাত্রার কোন পরিবর্তন ছাড়াই গ্রাহকরা জোরপূর্বক সঞ্চয়ের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণ অর্থের অধিকারী হবেন।
✓ প্রত্যন্ত অঞ্চলে বাসকারী গ্রাহকের জন্য ইএফটিএন বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে পেমেন্ট করে এমএসএস অ্যাকাউন্ট চালিয়ে যাওয়ার সুবিধা।
এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ এই হিসাবে সুদ মাসিক ভিত্তিতে গণনা করা হবে এবং অর্ধ-বার্ষিক ভিত্তিতে অ্যাকাউন্টে জমা হবে।
✓ যদি অ্যাকাউন্টের ব্যালেন্স মাসের ৫ম দিন বা তার পরে ১০,০০০ টাকার নিচে আসে তাহলে কোন সুদ দেওয়া হবে না।
✓ যদি অ্যাকাউন্টে সপ্তাহে দুবারের বেশি উত্তোলন করা হয় বা এককভাবে পেমেন্ট অর্ডার/ ইএফটিএন-এ উত্তোলিত পরিমাণ অ্যাকাউন্টের ব্যালেন্সের ২৫% অতিক্রম করে তাহলে কোন সুদ দেওয়া হবে না।
✓ মাসিক ভিত্তিতে মাসের ৫ম দিন থেকে শেষ দিন পর্যন্ত ন্যূনতম ব্যালেন্সে সুদ গণনা করা হবে।
✓ সরকারি নির্দেশনা অনুযায়ী অ্যাকাউন্ট থেকে ট্যাক্স/ ভ্যাট আদায় করতে হবে।
✓ এই অ্যাকাউন্টের জন্য কোন চেক বুক বা ডেবিট কার্ড ইস্যু করা হবে না। পেমেন্ট অর্ডার (PO) বা EFTN এর মাধ্যমে অর্থ প্রদান করা হবে।
✓ এমএসএস অ্যাকাউন্টের মেয়াদপূর্তি বা নগদীকরণের পরে সঞ্চয়ী অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যাবে। কিন্তু গ্রাহকের অনুরোধ অনুযায়ী সঞ্চয়ী অ্যাকাউন্ট প্রচলিত এসবি অ্যাকাউন্টে স্থানান্তরিত হতে পারে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
সুদের হার
গ্রাহকরা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর এমএসএস- এর জন্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট এ নিম্ন হারে সুদ পাবেন-
✓ ১.০০% (নিয়মিত এসবি হারের চেয়ে ১.০০% কম)।
এই হিসাব খোলার নিয়মাবলী
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
ঘ. গ্রাহকের দুই কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঙ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
জ. TIN সার্টিফিকেট (যদি থাকে)।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com