মার্কেন্টাইল ব্যাংক প্রবাসী সঞ্চয় হিসাব
মার্কেন্টাইল ব্যাংক প্রবাসী সঞ্চয় হিসাব NRB-দের জন্য সেভিংস ব্যাংক (SB) অ্যাকাউন্ট, স্থানীয় মুদ্রায় একটি সেভিংস ব্যাংক (SB) অ্যাকাউন্ট যা অনিবাসী বাংলাদেশীদের জন্য (NRBs) যারা বিদেশে অবস্থান করছেন অথবা কর্মসংস্থানের জন্য বিদেশে যাচ্ছেন। এই হিসাবটি বিশেষভাবে এনআরবিদের জন্য ডিজাইন এবং তৈরি করা হয়েছে যারা ভবিষ্যতে ব্যবহার করার জন্য তাদের কষ্টার্জিত অর্থ সঞ্চয় করতে চায় এবং ঝামেলা মুক্ত ব্যাংকিং সেবার মাধ্যমে তাদের সঞ্চিত অর্থের উপর সর্বোত্তম সুদ/ মুনাফা অর্জন করতে চায়।
প্রবাসী সঞ্চয় হিসাব এর উদ্দেশ্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর বোনাস সঞ্চয় হিসাব এর প্রধান বৈশিষ্ট্যগুলো নিম্নে তুলে ধরা হলো-
✓ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অভ্যন্তরীণ রেমিট্যান্সের সুবিধার্থে।
✓ NRB-দেরকে বাংলাদেশে তাদের কষ্টার্জিত আয় বাঁচাতে উৎসাহিত করা।
✓ আর্থিক অন্তর্ভুক্তি কর্মসূচি জোরদার করা।
✓ NRB-দের সঞ্চয় বাড়ানোর সাথে সাথে আরো সুদ/ মুনাফা অর্জনের সুযোগ তৈরি করা।
সুদের হার
NRB-গ্রাহকরা এই হিসাবে নিম্নোক্ত সুদের হার পাবেন-
✓ ৩.০০% (নিয়মিত এসবি হারের চেয়ে ১.০০% বেশি)।
হিসাব খোলার যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর বোনাস সঞ্চয় হিসাব খোলার যোগ্যতা নিম্নে তুলে ধরা হলো-
✓ যে কোনো বাংলাদেশী পাসপোর্টধারী যিনি বাংলাদেশের বাইরে বসবাস করছেন এবং সেখানে বৈধ ওয়ার্ক পারমিট/ আবাসিক ভিসা নিয়ে কাজ করছেন।
✓ যে কোন বাংলাদেশী ক্রু/ নাবিক সদস্য বিদেশী শিপিং কোম্পানিতে কর্মরত।
✓ যারা চাকরির প্রস্তাব (বিদেশে পোস্টিং/ নতুন চাকরি) নিয়ে বাংলাদেশ ত্যাগ করছেন তারা বাংলাদেশ ছাড়ার আগে এনআরবি অ্যাকাউন্ট খুলতে পারেন।
✓ ন্যূনতম বয়স: ১৮ বছর (অপ্রাপ্তবয়স্করা এই অ্যাকাউন্ট খোলার যোগ্য নয়)।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বোনাস সঞ্চয় হিসাব এর বৈশিষ্ট্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর বোনাস সঞ্চয় হিসাব এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ শুধুমাত্র এনআরবি তার নিজের নামে এই অ্যাকাউন্ট খুলতে পারে।
✓ ব্যক্তিগত গ্রাহকরা (একক বা যৌথভাবে) এই অ্যাকাউন্ট খুলতে পারবেন। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে, অ্যাকাউন্ট পরিচালনার জন্য ন্যূনতম দুটি স্বাক্ষরকারী (NRB সহ) প্রয়োজন।
✓ গ্রাহকরা তাদের সঞ্চয়ের উপর সর্বোচ্চ সুদ উপভোগ করতে পারেন।
✓ প্রাথমিক আমানতের পরিমাণ হবে ১,০০০ টাকা।
✓ সুদের হার নিয়মিত সঞ্চয় ব্যাংক অ্যাকাউন্টের বিদ্যমান সুদের হারের চেয়ে ০.৫০% বেশি।
✓ নিয়মিত সেভিং ব্যাংক অ্যাকাউন্ট হিসাবে মাসিক ন্যূনতম ব্যালেন্সের উপর ভিত্তি করে সুদ গণনা করা হবে।
✓ মাসিক ভিত্তিতে সুদ গণনা করা হবে এবং অর্ধ-বার্ষিক ভিত্তিতে অ্যাকাউন্টে জমা হবে (প্রতি বছরের জুন এবং ডিসেম্বর)।
✓ গ্রাহকরা ডেবিট কার্ড এবং চেক বুক সুবিধা।
✓ অ্যাকাউন্টের রক্ষণাবেক্ষণ চার্জ নিয়মিত সঞ্চয় অ্যাকাউন্টের চেয়ে কম।
✓ ডেবিট কার্ডের প্রথম বর্ষের ফি ফ্রি।
✓ গ্রাহকরা অনলাইন ব্যাংকিং, এসএমএস ব্যাংকিং ও এমবিএল কন্টাক্ট সেন্টার থেকে বিভিন্ন সেবা পাবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর প্রবাসী সঞ্চয় হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সমূহের তালিকা নিম্নে তুলে ধরা হলো-
✓ NRBs-এর সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুই কপি ছবি (যথাযথভাবে সত্যায়িত)।
✓ এনআরবি অ্যাকাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
✓ NRB-এর NID, পাসপোর্ট, ভিসা, ওয়ার্ক পারমিট এবং বেতন সার্টিফিকেটের কপি।
✓ প্রত্যেক নমিনীর এনআইডি/ পাসপোর্টের অনুলিপি।
✓ আমানতকারীর আয়ের উৎস সংক্রান্ত নথি।
✓ বর্তমান ঠিকানা শনাক্ত করতে আবেদনকারীদের নামে ইউটিলিটি বিল (বিদ্যুৎ বিল/ ল্যান্ড ফোন বিল/ সেল ফোন বিল/ গ্যাস বিল/ ওয়াসা বিল) এর কপি।
✓ আমানতকারীদের TIN সার্টিফিকেট (যদি থাকে)।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com