মার্কেন্টাইল ব্যাংক পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP)
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) অ্যাকাউন্ট একটি স্থানীয় মুদ্রা আমানত অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টটির মাধ্যমে অবসরপ্রাপ্ত ব্যক্তি, সার্ভিস হোল্ডার এবং অনিবাসী বাংলাদেশীদের তাদের সঞ্চয়ের ধারাবাহিক রিটার্ন প্রদানের মাধ্যমে তাদের সম্পদের সর্বাধিকীকরণের জন্য সহায়তা করার জন্য চালু করা হয়েছে।
পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) এর উদ্দেশ্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) এর উদ্দেশ্য নিম্নে তুলে ধরা হলো-
✓ অবসরপ্রাপ্ত ব্যক্তি, সার্ভিস হোল্ডার এবং অনিবাসী বাংলাদেশীদের তাদের সঞ্চয়ের ধারাবাহিক রিটার্ন প্রদানের মাধ্যমে তাদের সম্পদের সর্বাধিকীকরণের জন্য সহায়তা করা।
✓ সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা।
পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) এর মেয়াদ ও সুদের হার
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) এর মেয়াদ ও সুদের হার নিম্নে তুলে ধরা হলো-
মেয়াদ | সিম্পল ইন্টারেস্ট রেট | ইফেক্টিভ এনুয়াল ইন্টারেস্ট রেট |
২ বছর বা ৪ বছর | ৬.০০% | ৭.১২% |
(প্রতি ১,০০,০০০/- টাকায় প্রতি মাসে ৫০০ টাকা ট্যাক্স সহ) |
পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) এর বৈশিষ্ট্য
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিবার সুরক্ষা আমানত প্রকল্প (PSAP) এর বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ ন্যূনতম আমানতের পরিমাণ হল ৫০,০০০ টাকা (পঞ্চাশ হাজার) বা এর গুণিতক।
✓ প্রতি মাসে ৬৫০.০০ টাকা (কর ও আবগারি শুল্ক সহ ছয়শত পঞ্চাশ) ১,০০,০০০ টাকার বিপরীতে প্রদান করা হবে।
✓ PSAP অ্যাকাউন্ট খোলার জন্য একটি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট বাধ্যতামূলক। একাধিক পিএসএপি অ্যাকাউন্ট একটি এসবি অ্যাকাউন্টের অধীনে পরিচালিত হতে পারে।
✓ আমানতকারীকে একটি আমানত রসিদ দেওয়া হবে যা হস্তান্তরযোগ্য নয়।
✓ এই স্কিমের অধীনে আমানত অ্যাকাউন্ট থেকে সকল কর/ ডিউটি/ লেভি এবং/ অথবা অন্য যে কোন সারচার্জ যা বাংলাদেশ সরকার (GOB) কর্তৃক আরোপিত হতে পারে তা কেটে/ আদায় করা হবে।
✓ এক মাসের যে কোনো কর্মদিবসে আমানত পাওয়া যাবে। অ্যাকাউন্ট খোলার তারিখের প্রথম মাসের পর থেকে বেনিফিট পেমেন্ট শুরু হবে।
✓ আমানতকারীর এমবিএল সঞ্চয়ী অ্যাকাউন্টে প্রতি মাসে বেনিফিটের টাকা স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে।
✓ মেয়াদপূর্তির আগে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেলে সঞ্চয়ী হারে (যদি থাকে) প্রযোজ্য সুদের সঙ্গে সমন্বয় করার পরে মূল অর্থ থেকে পূর্বে প্রদত্ত সুবিধা আনুপাতিকভাবে কাটা হবে।
✓ গ্রাহক যদি বিদেশে বা প্রত্যন্ত স্থানে থাকেন তবে তিনি একজন ব্যক্তিকে এই প্রকল্প থেকে মাসিক বেনিফিটের টাকা উত্তোলনের জন্য অনুমোদিত করতে পারেন।
✓ ঋণ প্রক্রিয়াকরণের তারিখে নগদীকরণের মূল্যের সর্বোচ্চ ৮০% পর্যন্ত ঋণ প্রদান করা যেতে পারে।
✓ ৩০ দিন পরে এবং মেয়াদপূর্তির আগে নগদীকরণের ক্ষেত্রে সঞ্চয়ী হিসাবের সুদের হার প্রযোজ্য হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এই হিসাব খোলার নিয়মাবলী
ক. যে কোন ব্যক্তি বা ব্যক্তিবর্গ এ ধরনের হিসাব খুলতে পারেন।
খ. ব্যাংক নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হয়।
গ. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়।
ঘ. গ্রাহকের এক কপি ছবি অন্য হিসাবধারী দ্বারা সত্যায়িত।
ঙ. জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
চ. গ্রাহক দ্বারা সত্যায়িত নমিনীর এক কপি ছবি।
ছ. নাবালকের পিতা-মাতা বা কোর্ট কর্তৃক অভিভাবকত্ব গ্রহন করে নাবালকের পক্ষে নাবালক হিসাব খুলতে পারেন। এক্ষেত্রে নাবালকের জন্ম সনদের ফটোকপি এবং আইনগত অভিভাবকের ছবি ও জাতীয় পরিচয়পত্র/ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স এর সত্যায়িত ফটোকপি।
জ. TIN সার্টিফিকেট (যদি থাকে)।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com