মার্কেন্টাইল ব্যাংক পারসোনাল লোন
আপনার যে কোনও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পারসোনাল/ ব্যক্তিগত লোন/ ঋণ দিয়ে থাকে। মার্কেন্টাইল ব্যাংক আপনার যে কোনও ব্যক্তিগত নগদ অর্থের প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি নমনীয়, দ্রুত এবং ঝামেলা-মুক্ত সমাধান দিয়ে থাকে। ব্যক্তিগত ঋণ হল আনসিকিউরড এবং টার্মিনেটিং ক্রেডিট সুবিধা (ইএমআই ভিত্তিক) যে কোন বৈধ উদ্দেশ্যে বেতনভোগী ব্যক্তিকে দেওয়া হয়।
এমবিএল পারসোনাল লোনের উদ্দেশ্য
✓ তাত্ক্ষণিক ব্যক্তিগত আর্থিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য লোন সুবিধা।
নির্বাচিত হওয়ার যোগ্যতা
✓ যে কোন বাংলাদেশী নাগরিক পারসোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।
ঋণের সীমা
✓ সর্বনিম্ন ৫ লক্ষ টাকা।
✓ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
*(MBL এবং অন্যান্য ব্যাংকের সাথে বেতন অ্যাকাউন্ট: GMI-এর ১০ থেকে ১৫ গুণ, বেতন নগদ অর্থে প্রদান করা হয়: GMI-এর ৮ গুণ)।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ঋণের মেয়াদ
✓ ঋণের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর।
ঋণের বয়স সীমা
✓ ন্যূনতম ২১ থেকে ৬০ বছর।
সুদের হার
✓ প্রতিযোগিতামূলক সুদের হার।
গ্রাহক সেগমেন্ট
✓ সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা/ ব্যাংকিং বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান/ পাবলিক লিমিটেড কোম্পানি/ প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারী যাদের কর্পোরেট কাঠামো আছে/ বহুজাতিক কোম্পানি/ যে কোনো স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।
কাজের অভিজ্ঞতা
✓ নিশ্চিত সার্ভিস হোল্ডার হিসাবে ০১ বছর।
আয় সীমা
✓ সরকারি কর্মচারীদের জন্য প্রতি মাসে টাকা ১৫,০০০ টাকা।
✓ প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য প্রতি মাসে ২৫,০০০ টাকা।
✓ যথাযথ ডকুমেন্ট দ্বারা সমর্থিত হলে অন্যান্য আয় বিবেচনা করা যেতে পারে।
প্রয়োজনীয় কাগজপত্র
ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-
✓ উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পরিচিতি পত্র।
✓ জাতীয় পরিচয়পত্র।
✓ ট্যাক্স রিটার্ন রসিদ।
✓ পিএনএস (পার্সোনাল নেট-ওয়ার্থ স্টেটমেন্ট)।
✓ ০৬ মাসের বেতন বিবরণী।
✓ পাসপোর্টের ফটোকপি।
✓ টেলিফোন (টিএন্ডটি) বিল (যদি থাকে)।
✓ অন্যান্য আয়ের ডকুমেন্ট।
✓ সম্পত্তির নথি।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com
পার্সোনাল লোন এর জন্য কি কি কাগজপত্র লাগবে জানাবেন প্লিজ
স্যার, আমি ৫ লাখ টাকা ৫ বছরের জন্য লোন নিতে চাই, কি কি কাগজ লাগে। প্লিজ জানাবেন।
আমি একজন প্রবাসী, আপনাদের কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর শাখায় আমার একটা সেভিংস একাউন্ট আছে, আমি কি আপনাদের ব্যাংক থেকে লোন নিতে পারবো?