মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক পারসোনাল লোন

আপনার যে কোনও ব্যক্তিগত আর্থিক প্রয়োজন মেটাতে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড পারসোনাল/ ব্যক্তিগত লোন/ ঋণ দিয়ে থাকে। মার্কেন্টাইল ব্যাংক আপনার যে কোনও ব্যক্তিগত নগদ অর্থের প্রয়োজনীয়তাকে সামনে রেখে একটি নমনীয়, দ্রুত এবং ঝামেলা-মুক্ত সমাধান দিয়ে থাকে। ব্যক্তিগত ঋণ হল আনসিকিউরড এবং টার্মিনেটিং ক্রেডিট সুবিধা (ইএমআই ভিত্তিক) যে কোন বৈধ উদ্দেশ্যে বেতনভোগী ব্যক্তিকে দেওয়া হয়।

এমবিএল পারসোনাল লোনের উদ্দেশ্য
✓ তাত্ক্ষণিক ব্যক্তিগত আর্থিক প্রয়োজনীয়তা মেটানোর জন্য লোন সুবিধা।

নির্বাচিত হওয়ার যোগ্যতা
✓ যে কোন বাংলাদেশী নাগরিক পারসোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন।

ঋণের সীমা
✓ সর্বনিম্ন ৫ লক্ষ টাকা।
✓ সর্বোচ্চ ২০ লক্ষ টাকা।
*(MBL এবং অন্যান্য ব্যাংকের সাথে বেতন অ্যাকাউন্ট: GMI-এর ১০ থেকে ১৫ গুণ, বেতন নগদ অর্থে প্রদান করা হয়: GMI-এর ৮ গুণ)।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ঋণের মেয়াদ
✓ ঋণের মেয়াদ সর্বোচ্চ ৫ বছর।

ঋণের বয়স সীমা
✓ ন্যূনতম ২১ থেকে ৬০ বছর।

সুদের হার
✓ প্রতিযোগিতামূলক সুদের হার।

গ্রাহক সেগমেন্ট
✓ সরকারি/ স্বায়ত্তশাসিত সংস্থা/ ব্যাংকিং বা নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান/ পাবলিক লিমিটেড কোম্পানি/ প্রাইভেট লিমিটেড কোম্পানির কর্মচারী যাদের কর্পোরেট কাঠামো আছে/ বহুজাতিক কোম্পানি/ যে কোনো স্কুল/ কলেজ/ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

কাজের অভিজ্ঞতা
✓ নিশ্চিত সার্ভিস হোল্ডার হিসাবে ০১ বছর।

আয় সীমা
✓ সরকারি কর্মচারীদের জন্য প্রতি মাসে টাকা ১৫,০০০ টাকা।
✓ প্রাইভেট সার্ভিস হোল্ডারদের জন্য প্রতি মাসে ২৫,০০০ টাকা।
✓ যথাযথ ডকুমেন্ট দ্বারা সমর্থিত হলে অন্যান্য আয় বিবেচনা করা যেতে পারে।

প্রয়োজনীয় কাগজপত্র
ঋণের আবেদন জমা দেওয়ার প্রাথমিক প্রয়োজনীয় কাগজপত্র-
✓ উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পরিচিতি পত্র।
✓ জাতীয় পরিচয়পত্র।
✓ ট্যাক্স রিটার্ন রসিদ।
✓ পিএনএস (পার্সোনাল নেট-ওয়ার্থ স্টেটমেন্ট)।
✓ ০৬ মাসের বেতন বিবরণী।
✓ পাসপোর্টের ফটোকপি।
✓ টেলিফোন (টিএন্ডটি) বিল (যদি থাকে)।
✓ অন্যান্য আয়ের ডকুমেন্ট।
✓ সম্পত্তির নথি।

আরও দেখুন:
মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’

বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com

৩ মন্তব্য

    1. আমি একজন প্রবাসী, আপনাদের কেরানীগঞ্জ আব্দুল্লাহপুর শাখায় আমার একটা সেভিংস একাউন্ট আছে, আমি কি আপনাদের ব্যাংক থেকে লোন নিতে পারবো?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button