মার্কেন্টাইল ব্যাংক মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট একাউন্ট
মুদারাবা মানে এমন একটি ব্যবস্থা যেখানে এক পক্ষ একটি উদ্যোগে তহবিল প্রদানকারী হিসাবে এবং অন্য পক্ষ তহবিল ব্যবস্থাপক হিসাবে অংশগ্রহণ করে। মুদারাবা অ্যাকাউন্টে তহবিল প্রদানকারী পক্ষকে (অর্থাৎ আমানতকারী) রব-আল-মাল/ সাহেব-আল-মাল (তহবিলের মালিক) বলা হয়ে থাকে এবং ব্যাংক হলো মুদারিব (তহবিলের ব্যবস্থাপক/ সংগঠক)। ব্যাংক আমানতকারীর (রব-আল-মাল) বণ্টনযোগ্য আয় মুদারাবা তহবিলের স্থাপনা/ বিনিয়োগের ফলে বিভিন্ন ধরণের মুদারাবা আমানতকারীদের সাথে সংশ্লিষ্ট সম্মত অনুপাত অনুসারে ব্যাংক এবং আমানতকারীর মধ্যে বিতরণ করা হয়। আর এতে লোকসান হলে তহবিলের মালিককে অর্থাৎ আমানতকারীকে বহন করতে হবে৷
মার্কেন্টাইল ব্যাংক মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট ইসলামী শরীয়াহর মুদারাবা প্রিন্সিপ্যাল এর অধীনে খোলা হয়। যেখানে গ্রাহকরা হলেন সাহেব-আল মাল (মালিক) এবং ব্যাংক হল মুদারিব। মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট (MSND) অ্যাকাউন্ট আল-ওয়াদিয়াহ কারেন্ট অ্যাকাউন্ট এবং মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের সম্মিলিত বৈশিষ্ট্য বহন করে। MSND অ্যাকাউন্ট ধারক এই অ্যাকাউন্টে মুনাফা লাভ করেন এবং উত্তোলন সুবিধা উপভোগ করে থাকেন। MSND অ্যাকাউন্ট সেই সকল ফার্ম বা ব্যক্তিদের জন্য যাদের প্রচুর ফান্ড রয়েছে যার জন্য ঘন ঘন জমা এবং তোলার সুবিধা প্রয়োজন।
এমবিএল এসএনডি অ্যাকাউন্ট খোলার যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংক মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট (MSND) ব্যবসায়িক লেনদেনের জন্য উপযুক্ত কারণ টাকা লেনদেন এর ফ্রিকোয়েন্সিতে টাকা উত্তোলন এবং জমা দেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা নেই। শাখা নিম্নোক্ত নামে একটি মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট (MSND) খুলতে পারে-
✓ একক মালিকানা;
✓ পার্টনারশিপ ফার্ম;
✓ ব্যাংক/ এনবিএফআই/ এনজিও;
✓ সরকারি/ আধা-সরকারি অফিস/ কর্পোরেশন/ স্বায়ত্তশাসিত সংস্থা;
✓ লিমিটেড কোম্পানি (প্রাইভেট এবং পাবলিক উভয়);
✓ সোসাইটি/ ক্লাব/ সমিতি/ স্থানীয় সংস্থা;
✓ অন্যান্য ম্যানেজমেন্ট এর পূর্বানুমোদনের ভিত্তিতে।
এমবিএল এসএনডি অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
✓ ফ্রি চেক বই সুবিধা (শুধুমাত্র ১ম বার)।
✓ এটিএম কার্ড সুবিধা।
✓ সারা দেশে ফ্রি অনলাইন ব্যাংকিং সেবা।
✓ ব্যাংকিং চলাকালীন সময়ে চেকের মাধ্যমে একাধিক জমা এবং উত্তোলন সুবিধা।
✓ মুদারাবা নিয়ম অনুযায়ী মুনাফা পূর্ব-সম্মত অনুপাত অনুযায়ী বন্টন হবে এবং লোকসান হলে সম্পূর্ণভাবে মূলধন প্রদানকারী বহন করবে।
✓ ব্যাংক স্টেটমেন্ট/ ব্যালেন্স নিশ্চিতকরণ সার্টিফিকেট সাধারণত কোনো খরচ ছাড়াই বছরে দুবার (অর্ধবার্ষিক এবং বার্ষিক) ইস্যু করা হয়। নির্দিষ্ট চার্জ আদায়ের মাধ্যমে গ্রাহকদের চাহিদায় অ্যাকাউন্ট স্টেটমেন্ট প্রদান করা হয়।
✓ চার্জ/ সরকারি লেভি/ কর/ ভ্যাট সকার/ প্রধান কার্যালয় এর নির্দেশনা অনুযায়ী একাউন্ট থেকে আদায় হবে।
✓ নতুন মুদারাবা এসএনডি অ্যাকাউন্ট ৫০,০০০ টাকা প্রাথমিকভাবে জমা দিয়ে খোলা যাবে, যা ন্যূনতম ব্যালেন্স হিসাবে বিবেচিত হবে।
✓ MSND অ্যাকাউন্টে প্রভিশনাল মুনাফা সংশ্লিষ্ট মাসের জন্য অ্যাকাউন্ট খোলার/ শুরুর তারিখ অনুসারে গণনা করা হবে। কিন্তু মাসের যে কোনো দিনে অ্যাকাউন্টে ব্যালেন্স ১,০০,০০০ টাকার নিচে নেমে গেলে সেই মাসের জন্য MSND A/C- এ কোনো প্রভিশনাল মুনাফা প্রদেয় হবে না।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
MSND অ্যাকাউন্ট এর প্রভিশনাল প্রফিট রেট
মোট মুনাফা বার্ষিক ঘোষিত অনুপাত অনুসারে গণনা করা হয় এবং বিতরণ করা হয়, যা বর্তমানে ৬৫% (আমানতকারী): ৩৫% (ব্যাংক)। মুদারিব হিসাবে ব্যাংক প্রতি বছর আমানতকারীকে প্রদানের জন্য একটি অস্থায়ী মুনাফার হার ঘোষণা করে যা বছরের শেষের প্রকৃত লাভের সাথে সামঞ্জস্য করা হয়। মুদারাবা স্পেশাল নোটিশ ডিপোজিট অ্যাকাউন্ট এর মুনাফার হার-
✓ ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকার কম
– প্রভিশনাল রেট- ২.০০%
– ওয়েটেজ- ০.৫০%
✓ ১ কোটি টাকা থেকে ২৫ কোটি টাকার কম
– প্রভিশনাল রেট- ২.২৫%
✓ ২৫ কোটি টাকা থেকে ৫০ কোটি টাকার কম
– প্রভিশনাল রেট- ৩.০০%
✓ ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকার কম
– প্রভিশনাল রেট- ৪.০০%
✓ ১০০ কোটি টাকা থেকে উপরে
– প্রভিশনাল রেট- ৪.৫০%
হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ যথাযথভাবে অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি।
✓ অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক সত্যায়িত প্রত্যেক নমিনির সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি ১ কপি।
✓ অ্যাকাউন্ট হোল্ডার এবং প্রত্যেক নমিনির NID/ পাসপোর্টের কপি।
✓ ট্রেড লাইসেন্স।
✓ বর্তমান ঠিকানা সনাক্ত করতে অ্যাকাউন্টধারীর নামে ইউটিলিটি বিলের (বিদ্যুৎ বিল/ ল্যান্ড ফোন বিল/ সেল ফোন বিল/ গ্যাস বিল/ ওয়াসা বিল) এর কপি।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের এমপ্লয়ি আইডির কপি (যদি থাকে)।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের আয়ের উৎস সংক্রান্ত নথি।
✓ ব্যাংকের প্রয়োজনে অন্য যে কোনো নথি।
এমবিএল MSND অ্যাকাউন্ট এর অন্যান্য নিয়ম ও শর্তাবলী
✓ ব্যাংক নতুন মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য অন্য CD/ SND/ SB অ্যাকাউন্টধারীর কাছ থেকে পরিচয় গ্রহণ করতে পারে যার ব্যাংকের সাথে দীর্ঘ সম্পর্ক রয়েছে এবং সন্তোষজনক লেনদেনের ট্র্যাক রয়েছে৷ এলাকার একজন স্বনামধন্য ব্যক্তির পরিচয়ও গ্রহণযোগ্য।
✓ অ্যাকাউন্টে ফান্ড এর অভাবে চেক পরিশোধ না করে ফেরত দেওয়া হলে HOB-এর বিবেচনার ভিত্তিতে গ্রাহককে জরিমানা চার্জ করা হবে।
✓ ব্যাংক পূর্ব বিজ্ঞপ্তি দিয়ে যেকোন মুদারাবা SND অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার সংরক্ষণ করে।
✓ একই গ্রাহকের জন্য একাধিক মুদারাবা SND অ্যাকাউন্ট খোলা যাবে না যৌথ অ্যাকাউন্ট বা অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে অভিভাবক ছাড়া।
✓ ব্যাংক মুদারাবা SND অ্যাকাউন্টের স্থায়ী নির্দেশ গ্রহণ করতে পারবে।
✓ অ্যাকাউন্ট বন্ধ হওয়ার ক্ষেত্রে অ্যাকাউন্টধারীর জন্য ব্যাংকের নিয়মানুযায়ী চার্জ প্রযোজ্য হবে।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com