মার্কেন্টাইল ব্যাংক মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প
মুদারাবা মানে এমন একটি ব্যবস্থা যেখানে এক পক্ষ একটি উদ্যোগে তহবিল প্রদানকারী হিসাবে এবং অন্য পক্ষ তহবিল ব্যবস্থাপক হিসাবে অংশগ্রহণ করে। মুদারাবা অ্যাকাউন্টে তহবিল প্রদানকারী পক্ষকে (অর্থাৎ আমানতকারী) রব-আল-মাল/ সাহেব-আল-মাল (তহবিলের মালিক) বলা হয়ে থাকে এবং ব্যাংক হলো মুদারিব (তহবিলের ব্যবস্থাপক/ সংগঠক)। ব্যাংক আমানতকারীর (রব-আল-মাল) বণ্টনযোগ্য আয় মুদারাবা তহবিলের স্থাপনা/ বিনিয়োগের ফলে বিভিন্ন ধরণের মুদারাবা আমানতকারীদের সাথে সংশ্লিষ্ট সম্মত অনুপাত অনুসারে ব্যাংক এবং আমানতকারীর মধ্যে বিতরণ করা হয়। আর এতে লোকসান হলে তহবিলের মালিককে অর্থাৎ আমানতকারীকে বহন করতে হবে৷
মার্কেন্টাইল ব্যাংক ইসলামিক ব্যাংকিং ইসলামী শরীয়াহর মুদারাবা নীতির অধীনে বিভিন্ন আকর্ষণীয় আমানত স্কিম অফার করে। ‘মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প’ (এমএমএমএপি) হল গ্রাহকদের জন্য একটি নির্দিষ্ট ডিপোজিট স্কিম যেখানে ৩ বা ৫ বছরের মেয়াদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করা হয় এবং আমানতকারী প্রতি মাসের অনুপাতে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ মুনাফা (প্রভিশনাল) হিসেবে পাবেন মেয়াদপুর্তি সাপেক্ষে তার জমাকৃত পরিমাণের উপর ভিত্তি করে। মেয়াদপূর্তির পর প্রিন্সিপ্যাল আমানত গ্রাহককে ফেরত দেওয়া হবে।
এমবিএল মাসিক মুনাফা আমানত প্রকল্প খোলার যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংক শাখা নিম্নোক্ত নামে একটি মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প (MMMAP) অ্যাকাউন্ট খুলতে পারে-
✓ বাংলাদেশি নাগরিক (অনিবাসী বাংলাদেশি সহ)।
✓ স্বতন্ত্র ব্যক্তি (সর্বনিম্ন বয়স ১৮ বছর)।
✓ যে কোন বাংলাদেশি প্রতিষ্ঠান বা সংস্থাও এই অ্যাকাউন্ট খোলার যোগ্য।
এমবিএল মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প এর বৈশিষ্ট্য
✓ এই আমানত পণ্যটি ইসলামী শরীয়তের মুদারাবা নীতি দ্বারা পরিচালিত।
✓ যেকোন ব্যক্তি (একক বা যৌথ) এই অ্যাকাউন্ট খোলার অধিকারী।
✓ মেয়াদ ৩ বছর, ৫ বছর।
✓ ন্যূনতম জমার পরিমাণ ৫০,০০০ টাকা বা এর গুণিতক৷
✓ প্রতি মাসে ১ লাখ টাকা জমার বিপরীতে প্রভিশনাল সুবিধা হিসেবে ৬৫০ টাকা প্রদান করা হবে। সুবিধার পরিমাণ আমানতকৃত পরিমাণের অনুপাতে বৃদ্ধি বা হ্রাস হতে পারে।
✓ মুদারাবা নিয়ম অনুযায়ী মুনাফা পূর্ব-সম্মত অনুপাত অনুযায়ী (৩৫:৬৫) বন্টন হবে এবং লোকসান হলে সম্পূর্ণভাবে মূলধন প্রদানকারী বহন করবে।
✓ প্রি-ম্যাচিউর ক্যাশমেন্টের ক্ষেত্রে-
– ১ বছরের আগে কোন মুনাফা প্রদান করা হবে না।
– ১ বছরের পরে মুদারাবা সেভিংস অ্যাকাউন্টের অস্থায়ী মুনাফার হার প্রদান করা হবে।
✓ চার্জ/ সরকারি লেভি/ কর/ ভ্যাট সকার/ প্রধান কার্যালয় এর নির্দেশনা অনুযায়ী একাউন্ট থেকে আদায় হবে।
✓ একটি MMMAP খোলার সময় একটি ‘মুদারাবা সেভিংস অ্যাকাউন্ট’ খোলা বাধ্যতামূলক।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এমবিএল মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প এর প্রভিশনাল প্রফিট রেট
মোট মুনাফা বার্ষিক ঘোষিত অনুপাত অনুসারে গণনা করা হয় এবং বিতরণ করা হয়, যা বর্তমানে ৬৫% (আমানতকারী): ৩৫% (ব্যাংক)। মুদারিব হিসাবে ব্যাংক প্রতি বছর আমানতকারীকে প্রদানের জন্য একটি অস্থায়ী মুনাফার হার ঘোষণা করে যা বছরের শেষের প্রকৃত লাভের সাথে সামঞ্জস্য করা হয়। মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প (MMMAP) এর মুনাফার হার-
ডিপোজিট পণ্যের নাম | মেয়াদ | ওয়েটেজ | প্রভিশনাল রেট |
মুদারাবা মাসিক মুনাফা আমানত প্রকল্প (MMMAP) | ৩ বছর ও ৫ বছর | ১.০৫ | ৬.০০% |
হিসাব খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ যথাযথভাবে অ্যাকাউন্ট খোলার ফর্ম পূরণ।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি।
✓ অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক সত্যায়িত প্রত্যেক নমিনির সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন ছবি ১ কপি।
✓ অ্যাকাউন্ট হোল্ডার এবং প্রত্যেক নমিনির NID/ পাসপোর্টের কপি।
✓ বর্তমান ঠিকানা সনাক্ত করতে অ্যাকাউন্টধারীর নামে ইউটিলিটি বিলের (বিদ্যুৎ বিল/ ল্যান্ড ফোন বিল/ সেল ফোন বিল/ গ্যাস বিল/ ওয়াসা বিল) এর কপি।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের ই-টিআইএন সার্টিফিকেটের কপি (যদি থাকে)।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের এমপ্লয়ি আইডির কপি (যদি থাকে)।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের আয়ের উৎস সংক্রান্ত নথি।
✓ ব্যাংকের প্রয়োজনে অন্য যে কোনো নথি।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com