মার্কেন্টাইল ব্যাংক জব সার্কুলার

মার্কেন্টাইল ব্যাংক ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি (Mercantile Bank PLC) বাংলাদেশের তৃতীয় প্রজন্মের ব্যক্তিমালিকানাধীন একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। সম্প্রতি ব্যাংকটিতে “ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO, MTO-IT and MTO-Law)” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ জুলাই, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO, MTO-IT and MTO-Law)
✓ পদ সংখ্যা: নির্ধারিত নয়৷
✓ চাকরির ধরণ: ফুল টাইম ও স্থায়ী৷
✓ প্রার্থীর ধরণ: নারী ও পুরুষ উভয়েই৷
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ একাডেমিক কোয়ালিফিকেশন্স ফর (MTO):
– ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রী থাকতে হবে।
– এমবিএ, এমবিএম, ইকোনমিক্স, ব্যাংকিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, স্ট্যাটিসটিক্স-এ ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ বা ১ম বিভাগ থাকতে হবে।
– SSC এবং HSC-তে ৫.০০ পয়েন্ট স্কেলে ৪.০০ অথবা O লেভেলে ন্যূনতম “5 B” এবং A লেভেলে “2 B” থাকতে হবে।
✓ একাডেমিক কোয়ালিফিকেশন্স ফর (MTO-IT):
– ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রী থাকতে হবে।
– কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য আইটি সম্পর্কিত বিষয়ে ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ বা ১ম বিভাগ থাকতে হবে।
– SSC এবং HSC-তে ৫.০০ পয়েন্ট স্কেলে ৪.০০ অথবা O লেভেলে ন্যূনতম “5 B” এবং A লেভেলে “2 B” থাকতে হবে।
✓ একাডেমিক কোয়ালিফিকেশন্স ফর (MTO-Law):
– ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/ ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রী থাকতে হবে।
– এলএলবি এবং এলএলএম বিষয়ে ডিগ্রীধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
– সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.০০ বা ১ম বিভাগ থাকতে হবে।
– SSC এবং HSC-তে ৫.০০ পয়েন্ট স্কেলে ৪.০০ অথবা O লেভেলে ন্যূনতম “5 B” এবং A লেভেলে “2 B” থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলিঃ
✓ ইংরেজিতে সাবলীলতার সাথে চমৎকার আন্তঃব্যক্তিক ও যোগাযোগ দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার সাক্ষরতা ও শব্দ বিশ্লেষণাত্মক দক্ষতায় ভালভাবে পরিচিত থাকতে হবে।
✓ উদ্যোক্তা, উদ্যমী, স্ব-প্রণোদিত, অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং চ্যালেঞ্জিং পরিবেশে সফল হওয়ার জন্য চালিত হতে হবে।
✓ ৩০ জুন, ২০২৪ তারিখে বয়স ৩০ বছরের বেশি না হওয়া।
✓ আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক হতে হবে।
✓ বাংলাদেশের যে কোনো জায়গায় চাকরি করতে ইচ্ছুক হতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ ০১ বছর প্রবেশনকালীন সময়ে সর্বসাকুল্যে মাসিক বেতন- ৪৬,০০০ টাকা।
✓ প্রবেশন শেষে অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা সহ ব্যাংকের নিয়মিত বেতন স্কেলে ‘এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে মাসিক বেতন হবে- ৮২,০০০ টাকা।
✓ মসৃণ কর্মজীবনের অগ্রগতির সুযোগ।

আবেদন পদ্ধতি
নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে হবে। কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। জীবনবৃত্তান্তের হার্ড কপি গ্রহণ করা হবে না। আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২১ জুলাই, ২০২৪।

সোর্সঃ মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

About Mercantile Bank PLC:
Mercantile Bank PLC is a third-generation one of the leading commercial Banks in Bangladesh, to provide efficient banking services and to contribute socio-economic development of the country. The Bank commenced its operation on June 02, 1999. It is a public limited company with limited liability under the bank companies act, 1991. Its shares are listed in Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. The bank is headquartered in Dhaka, Bangladesh. The Bank’s core activities encompass a broad spectrum of commercial banking services, including deposit mobilization, corporate banking, SME and retail businesses, bill discounting, foreign exchange business, off-shore banking, treasury functions, card services, mobile banking (MyCash), internet banking, locker service, Islamic banking, and agent banking.

MBPLC offers a range of Visa dual prepaid cards, credit cards, debit cards, Visa medical cards, Visa international student cards, Visa dual Hajj cards, and international/ dual cards with advanced features to cater to its customers’ card service needs. Moreover, MBPLC has launched the centralized ” MBPLC Contact Center 16225″ to provide 24/7 doorstep banking services to its customers. It has 152 Branches, 35 Sub-branches, 196 ATMs, 187 Agent Banking Outlets, 45 Islamic Banking Windows, 02 Off-shore Banking Units and 03 Subsidiaries in Bangladesh and employs around 2,300+ employees. Subsidiaries of Mercantile Bank PLC are 1. Mercantile Bank Securities Limited, 2. Mercantile Exchange House (UK) Limited and 3. MBL Asset Management Limited.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি (Mercantile Bank PLC) বাংলাদেশের তৃতীয় প্রজন্মের ব্যক্তিমালিকানাধীন একটি তফসিলি বাণিজ্যিক ব্যাংক। ১৯৯৯ সালের ২০ মে নিবন্ধিত এই ব্যাংকটি ১৯৯৯ সালের ০২ জুন ব্যাংকিং কার্যক্রম শুরু করে। বিভিন্ন সেক্টরের ২৭ জন নামকরা ব্যবসায়ী এই ব্যাংকের উদ্যোক্তা। ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন মোঃ আবদুল জলিল এম.পি এবং কুশলী ব্যাংকার এম তাহেরউদ্দিন ছিলেন প্রতিষ্ঠাতা ম্যানেজিং ডিরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা। ঢাকার ৬১ দিলকুশা বাণিজ্যিক এলাকায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসি‘র প্রধান কার্যালয় অবস্থিত। ব্যাংকটি ২০০৪ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং ২৬ ফেব্রুয়ারি, ২০০৪ সালে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ -এ নিবন্ধিত হয়।

ব্যাংকটির প্রারম্ভিক অনুমোদিত মূলধন ছিল ১০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২৪.৫০ কোটি টাকা। বর্তমানে ব্যাংকটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন দাঁড়িয়েছে যথাক্রমে ১২,০০০ মিলিয়ন এবং ৯৮৪০.১৬ মিলিয়ন টাকায় (২০২০ পর্যন্ত)। ব্যাংকটির সারাদেশে ১৫২টি শাখা, ২২টি এডি শাখা, ৩৫টি উপ-শাখা, ৪৫টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো, ১৮৭টি এটিএম বুথ, ২০টি সিডিএম, ১৮৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট, ০২টি অফশোর ব্যাংকিং ইউনিট এবং ২,৪২৮ জন কর্মকর্তা ও কর্মচারী রয়েছে। এছাড়াও ব্যাংকটির ০৩টি সাবসিডিয়ারি প্রতিষ্ঠান রয়েছে। যেগুলো হলো-
ক) মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড
খ) মার্কেন্টাইল এক্সচেঞ্জ হাউস (ইউকে) লিমিটেড এবং
গ) এমবিএল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি তার সাধারণ এবং কর্পোরেট গ্রাহকদের বৃহৎ পরিসরে ব্যাংকিং সেবা দিচ্ছে। ব্যাংকটির ডিপোজিট সেবাগুলোর মধ্যে আছে: ফিক্সড ডিপোজিট, স্কিম ডিপোজিট, সেভিংস ডিপোজিট এবং স্বল্পমেয়াদি ডিপোজিট। ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকটি উৎপাদনমূলক খাত যেমন কৃষি এবং কর্পোরেট, এসএমই ও ক্ষুদ্রঋণসহ ম্যানুফ্যাকচারিং খাতে ঋণ প্রদান করে। এমবিএল কর্পোরেট গ্রাহকদের নিষদীকরণের আওতায় সুযোগ প্রদান করে থাকে। ব্যাংকটির পুঁজি বিনিয়োগের অন্যান্য খাত হলো: ব্যবসায়, ইঞ্জিনিয়ারিং, ঠিকাদারী অর্থায়ন, লিজ ফাইন্যান্সিং, ফার্মসিউটিক্যালস, আবাসন, পরিবহণ, বস্ত্রশিল্প, কাঁচ ও কাঁচজাত শিল্প, প্লাস্টিক ও প্লাস্টিকজাত শিল্প ইত্যাদি। এমবিপিএলসি ২০০৯ সালে ‘মার্কেন্টাইল ব্যাংক ব্রোকারেজ হাউজ’ নামীয় প্রতিষ্ঠানের মাধ্যমে পুঁজিবাজারে ব্যবসায় পরিচালনা করছে। প্রথাগত ব্যবসা, ম্যানুফ্যাকচারিং, আমদানি-রপ্তানি ব্যবসা ছাড়াও মার্কেন্টাইল ব্যাংক ডাবল বেনিফিট ডিপোজিট স্কিম, মাসিক সেভিংস স্কিম, মাসিক বেনিফিট ডিপোজিট স্কিম, স্পেশাল সেভিংস স্কিম এবং নিম্ন ও মধ্য আয়ের লোকদের জন্য জামানতবিহীন দুটি বিশেষ লোন স্কিম, যেমন কনজুমার ক্রেডিট স্কিম ও স্মল লোন স্কিম চালু করেছে।

দ্রুত ও নিরাপদ রেমিট্যান্স সেবা পৌঁছে দেবার জন্য মার্কেন্টাইল ব্যাংক বিদেশি এক্সচেঞ্জ কোম্পানি এবং ব্যাংকের সাথে জোরদার নেটওয়ার্ক গড়ে তুলেছে। রেমিট্যান্স সেবা স্বজনদের কাছে পৌঁছে দেবার জন্য এমবিএল বিশ্বের বিভিন্ন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইতালি, জাপান ইত্যাদি দেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। এছাড়া বিশ্বের খ্যাতিমান মুদ্রা স্থানান্তরকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন সার্ভিসের সাথে আন্তর্জাতিক প্রতিনিধিত্বমূলক চুক্তিও স্বাক্ষর করেছে। দেশের অভ্যন্তরে প্রাপকদের কাছে রেমিট্যান্স পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পোস্ট অফিসের (বিপিও) সাথে ব্যাংকের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিপিও তার ৪৫০টি শাখার মাধ্যমে এ সেবা গ্রাহকের কাছে পৌঁছে দেয়। এভাবে এমবিএল রেমিট্যান্স সেবা সহজে, দ্রুত এবং নিরাপদে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই চক্র গড়ে তুলেছে। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের রেমিট্যান্স তাদের স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ব্যাংকটি ‘মার্কেন্টাইল ব্যাংক এক্সচেঞ্জ হাউজ’ নামে একটি হাউজ চালু করতে যাচ্ছে।

শেয়ার হোল্ডার এবং অন্যান্য স্টক হোল্ডারদের আত্মবিশ্বাস বাড়ানো এবং আস্থা স্থাপনের জন্য ২২ সদস্যবিশিষ্ট পরিচালনা পরিষদ ব্যাংকটির সার্বিক তত্ত্বাবধান ও নীতিকৌশল প্রণয়ন করে। গ্রাহকসেবা ও অন্যান্য কার্যক্রমে সফলতার স্বীকৃতি হিসেবে ইতোমধ্যে মার্কেন্টাইল ব্যাংক বিভিন্ন পেশাজীবী ও নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কাছ থেকে সম্মাননা লাভ করেছে। ২০০৮ সালে প্রকাশিত ব্যাংকিং খাতের বার্ষিক প্রতিবেদনের মধ্যে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি হিসেবে বাংলাদেশে হিসাবরক্ষণ বিষয়ক সর্বোচ্চ পেশাজীবী সংস্থা ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর কাছ থেকে ‘সার্টিফিকেট অফ মেরিট’ লাভ করেছে মার্কেন্টাইল ব্যাংক। এছাড়া রেমিট্যান্স ব্যবস্থাপনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০০৯ সালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)-এর নিকট থেকে এই ব্যাংক পেয়েছে ‘সোনার মানুষ সেবা পুরস্কার’। এছাড়া ব্যাংকটি ন্যাশনাল প্রোডাক্টিভিটি এন্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড-২০১৬, ১৮তম আইসিএবি জাতীয় পুরষ্কার, ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’, ১৯তম আইসিএবি জাতীয় পুরষ্কার, মাইক্যাশ সর্বাধিক প্রিয় ব্র্যান্ড হিসেবে ‘বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম অ্যাওয়ার্ড ২০১৯’ পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button