মার্কেন্টাইল ব্যাংকে ইনভেস্টমেন্ট ইন-চার্জ পদে নিয়োগ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড (Mercantile Bank Limited) বাংলাদেশের একটি বাণিজ্যিক ব্যাংক। ব্যাংকটি ২০ মে ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত এবং বাণিজ্যিক যাত্রা শুরু করে ২০ মে, ১৯৯৯ সালে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। ব্যাংকটিতে ‘ইনভেস্টমেন্ট ইন-চার্জ (ইসলামিক ব্যাংকিং)’ পদে নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।
পদের নামঃ ইনভেস্টমেন্ট ইন-চার্জ (ইসলামিক ব্যাংকিং)
✓ প্রতিষ্ঠানের নাম: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।
✓ জব গ্রেড: ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (FAVP)।
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ জব লোকেশন: বাংলাদেশের যে কোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।
আরও দেখুন:
◾ বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার
চাকরির দায়-দায়িত্বঃ
✓ বিনিয়োগ ব্যবসার বিপণন করতে সক্ষম হতে হবে।
✓ সম্ভাব্য গ্রাহকদের ঋণযোগ্যতা মূল্যায়নে সক্ষম হতে হবে।
✓ লক্ষ্য অর্জন এবং গ্রাহক সেবা বজায় রাখতে শাখা প্রধানকে সহায়তা করা।
✓ বিনিয়োগ ব্যবসা, এর ক্রিয়াকলাপ এবং কমপ্লায়েন্স পর্যবেক্ষণ করা।
✓ সব ধরনের বিনিয়োগ সেবা সরবরাহ করতে বিনিয়োগ টিমের নেতৃত্ব দিতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ স্বীকৃত যে কোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোন ব্যবসায়িক বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✓ শিক্ষাজীবনের যে কোন স্তরে ৩য় শ্রেণী/ বিভাগ/ সমমানের সিজিপিএ থাকা প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে না।
✓ যে কোন ইসলামী ব্যাংকিং কর্পোরেট শাখায় ইনভেস্টমেন্ট ইন-চার্জ হিসেবে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা সহ ইসলামী ব্যাংকিংয়ে ন্যূনতম ৮-১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
অতিরিক্ত শর্তাবলীঃ
✓ প্রাইভেট বাণিজ্যিক ইসলামী ব্যাংকগুলোতে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার/ প্রবেশনারি অফিসার হিসাবে কর্মজীবন শুরু করেছেন এমন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।
✓ নন ইসলামিক ব্যাংকিং কর্মকর্তা এবং ঢাকার বাইরের কর্মকর্তাদের আবেদন করতে নিরুৎসাহিত করা যাচ্ছে।
✓ মতিঝিল/ দিলকুশা বাণিজ্যিক এলাকায় ইসলামিক ব্যাংকিং কর্পোরেট শাখায় কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা
✓ যোগ্য প্রার্থীদের জন্য আকর্ষণীয় বেতন প্যাকেজ দেওয়া হবে।
✓ বেতন এবং পদবী নির্বাচিত প্রার্থীদের অভিজ্ঞতা এবং ব্যাকগ্রাউন্ড এর উপর নির্ভর করবে।
আবেদনের প্রক্রিয়া ও অন্যান্য শর্তাবলীঃ
✓ শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে ২০ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে আবেদনের সাথে সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সিভি জমা দেয়ার জন্য বলা যাচ্ছে।
✓ আবেদন পাঠানোর ঠিকানাঃ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, হিউম্যান রিসোর্সেস ডিভিশন, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস, ৬১ দিলকুশা সি/এ, ঢাকা-১০০০।
✓ খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।
✓ নিয়োগ ও বাছাই প্রক্রিয়ার যে কোন পর্যায়ে কোন কারণ দর্শানো ছাড়াই কোন আবেদন গ্রহণ বা বাতিল করার অধিকার ব্যাংক সংরক্ষণ করে এবং যার বিরুদ্ধে ব্যাংক বা কোন কর্তৃপক্ষের কাছে কোন দাবি করা যাবে না।
✓ সাক্ষাত্কারে উপস্থিত হওয়ার জন্য কোন টিএ/ ডিএ অনুমোদিত হবে না।
আবেদনের শেষ তারিখঃ
✓ ২০ ফেব্রুয়ারি, ২০২২।
আরও দেখুন:
◾ ব্যাংকিং পেশা দূর হতে যেন স্বপ্নিল এক আবেশ!
সোর্সঃ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড
About Mercantile Bank Limited:
Mercantile Bank Limited emerged as a new commercial bank to provide efficient banking services and to contribute socio-economic development of the country. The Bank commenced its operation on June 2, 1999. The Bank provides a broad range of financial services to its customers and corporate clients. The Board of Directors consists of eminent personalities from the realm of commerce and industries of the country.
It is a public limited company with limited liability under the bank companies act, 1991. Its share are listed in Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange. The bank provide products and services in retail banking, corporate finance, Islamic finance, asset management, equity brokerage and security.
Mercantile Bank Limited, one of the leading private commercial Banks in Bangladesh, with a vision to be finest corporate citizen, intends to recruit qualified and experienced bankers for Investment In-Charge for Islamic Banking of the Bank.