মার্কেন্টাইল ব্যাংক শিক্ষাবৃত্তি
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিগত বছরগুলোর ন্যায় এবারও দেশব্যাপী “মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি ২০১৮” এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এর আওতায় ২০১৮ সালে জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি এবং সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
বৃত্তির মেয়াদঃ
০১ বছর (এককালীন প্রদেয়)
বৃত্তির শিক্ষা স্তর ও পরিমানঃ
• জে.এস.সি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ – ১,০০০/- টাকা – মোট – ১২,০০০ টাকা
• এস.এস.সি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ – ১,২৫০/- টাকা – মোট – ১৫,০০০ টাকা
• এইচ.এস.সি/সমমান – মাসিক প্রদত্ত বৃত্তির পরিমাণ – ১,৭৫০ টাকা – মোট – ২১,০০০ টাকা
আবেদনের যোগ্যতাঃ
১) আবেদনকারী/শিক্ষার্থীর পরিবারের বাৎসরিক আয় ৭০,০০০ (সত্তর হাজার) টাকার নিচে হতে হবে।
২) আবেদনকারী/শিক্ষার্থীর ফলাফল (জে.এস.সি/এস.এস.সি/এইচ.এস.সি) ন্যূনতম সিজিপিএ ৪.৫ হতে হবে।
৩) অন্য কোন বেসরকারী উৎস থেকে শিক্ষাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর আবেদনপত্র গ্রহনযোগ্য হবে না এবং এ সংক্রান্ত তথ্য গোপন করা হলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে।
৪) প্রতিবন্ধী আবেদনকারীদের ক্ষেত্রে উল্লেখিত শর্তাবলী শিথিলযোগ্য। তবে তাদের প্রয়োজনীয় সনদপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বৃত্তির জন্য আবেদনপত্র প্রাপ্তির স্থানঃ
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর যে কোন শাখা অথবা ব্যাংকের www.mblbd.com ওয়েব সাইটে বৃত্তির আবেদনপত্র পাওয়া যাবে।
• বৃত্তির সার্কুলার ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
• বৃত্তির আবেদনপত্র ডাউনলোড করতে ক্লিক করুন এখানে
বৃত্তির আবেদনপত্র জমার তারিখ ও স্থানঃ
আবেদনপত্র আগামী ৩১ জানুয়ারি ২০১৯ ইং তারিখের মধ্যে নিকটস্থ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের যে কোন শাখা ব্যবস্থাপকের নিকট অথবা মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়, সাসটেইনবল ফাইন্যান্স ইউনিট (৯ম তলা), ৬১ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০ এই ঠিকানায় ডাকযোগে প্রেরন করা যাবে।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
◾ মার্কেন্টাইল ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ‘এমবিএল রেইনবো’
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com