মার্কেন্টাইল ব্যাংক কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট হলো কোন প্রকার সীমাবদ্ধতা ছাড়াই চলমান লেনদেনের প্রবাহ সম্বলিত একটি অ্যাকাউন্ট। এটি একটি সহজে ব্যবহারযোগ্য, সুবিধাজনক কারেন্ট অ্যাকাউন্ট। কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট সেই গ্রাহকদের জন্য উপযুক্ত যাদের সীমাহীন লেনদেনের প্রয়োজন হয়। এই কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাবে টাকা উত্তোলন বা লেনদেনের পরিমাণের উপর কোন বিধি-নিষেধ নেই।
এমবিএল কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এর সুবিধা
নিম্নে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এর সুবিধা সমূহ তুলে ধরা হলো-
✓ চেক-বুক সুবিধা;
✓ ডেবিট কার্ড সুবিধা;
✓ আনলিমিটেড লেনদেন সুবিধা।
সুদের হার
✓ মার্কেন্টাইল ব্যাংক কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট বা চলতি হিসাবে কোন সুদ দেয়া হয় না।
এমবিএল কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এর ধরন
নিম্নে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এর ধরন তুলে ধরা হলো-
✓ ব্যক্তিগতভাবে এই হিসাব খুলতে পারবেন;
✓ দুই বা ততোধিক ব্যক্তি যৌথভাবে এই হিসাব খুলতে পারবেন;
✓ একক মালিকানায় এই হিসাব খুলতে পারবেন;
✓ পার্টনারশিপ ফার্ম হিসেবে এই হিসাব খুলতে পারবেন;
✓ লিমিটেড কোম্পানি (পাবলিক ও প্রাইভেট) হিসেবে এই হিসাব খুলতে পারবেন;
✓ সমিতি/ ক্লাব/ সংস্থা/ স্থানীয় সংস্থা হিসেবে এই হিসাব খুলতে পারবেন;
✓ যে কোন ব্যাংক এই হিসাব খুলতে পারবে;
✓ সরকারী/ আধা সরকারী অফিস/ কর্পোরেশন/ স্বায়ত্তশাসিত সংস্থা;
✓ এছাড়াও ১৮ বছর বা তার বেশি বয়সী অন্যান্যরা এই হিসাব খুলতে পারবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এমবিএল কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
নিম্নে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর কারেন্ট ডিপোজিট অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তুলে ধরা হলো-
✓ হিসাব খোলার আবেদন পত্র যা আবেদনকারীকে পূরণ ও স্বাক্ষর করতে হবে।
✓ টিপি (TP) ও কেওয়াইসি (KYC) ফরম পূরণ করতে হবে।
✓ বৈধ পাসপোর্ট/ নিয়োগকর্তার সার্টিফিকেট/ আইডি কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ ভোটার আইডি কার্ড/ ন্যাশনাল আইডি কার্ড বা সনদপত্রের ফটোকপি স্থানীয় ওয়ার্ড কমিশনার/ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত।
✓ অ্যাকাউন্ট হোল্ডারের ইন্ট্রোডিউসার কর্তৃক যথাযথভাবে সত্যায়িত সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি।
✓ অ্যাকাউন্ট হোল্ডার কর্তৃক মনোনীত ব্যক্তির পাসপোর্ট সাইজের এক কপি ছবি।
✓ ইউটিলিটি বিলের কপি, যেমন- আবেদনকারীর নামে বিদ্যুৎ বিল/ ল্যান্ড ফোন বিল/ সেল ফোন বিল/ গ্যাস বিল/ ওয়াসা বিল ইত্যাদি।
✓ নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।
✓ টিআইএন (যদি থাকে)।
✓ বৈধ ও হালনাগাদ ট্রেড লাইসেন্স এর কপি।
✓ প্রতিষ্ঠানের সিল।
✓ এছাড়া প্রতিষ্ঠানভেদে ব্যাংকের চাহিদা অনুযায়ী কাগজপত্র।
আরও দেখুন:
◾ মার্কেন্টাইল ব্যাংক ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট
বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com