মার্কেন্টাইল ব্যাংক পিএলসি

মার্কেন্টাইল ব্যাংক কৃষি লোন

বাংলাদেশের কৃষি তথা গ্রামীণ অর্থনীতির উল্লেখযোগ্য পরিবর্তন সাধনে গ্রাম পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক, বর্গা চাষীদের মাঝে ঋণ সুবিধা পৌঁছে দেয়ার গুরুত্ব অপরিসীম। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কৃষি এবং এতদসংশ্লিষ্ট বিভিন্ন সহায়ক খাতে ঋণের প্রবাহ বৃদ্ধি করে খাদ্য উৎপাদন ও কর্মসংস্থানমূলক কর্মকান্ড ব্যাপক সম্প্রসারনের লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর বিভিন্ন কৃষি ঋণ প্রোডাক্ট রয়েছে।

যে সব খাতে ঋণ দেওয়া হয়
✓ শস্য উৎপাদন ও বাজারজাতকরণ।
✓ ট্রাক্টর ক্রয়।
✓ কৃষি ও সেচ যন্ত্রপাতি ক্রয়।
✓ নার্সারী ও উদ্যান ভিত্তিক ফসলের উৎপাদন।
✓ গ্রামীন পরিবহন (নৌকা, রিক্সা, ভ্যান ইত্যাদি)।
✓ অন্যান্য কৃষিভিত্তিক প্রকল্প সমূহ।
✓ এছাড়াও খামার ভিত্তিক কৃষিকাজের জন্য মৎস্য, পোল্ট্রি ও ডেইরি খাতে ঋণ বিতরন করা হয়।

উদ্দেশ্য
✓ খাদ্যে স্বনির্ভরতা অর্জন ও দারিদ্র বিমোচন।
✓ পল্লী অঞ্চলে আত্নকর্মসংস্থান সৃষ্টি ও ক্ষমতায়ন।
✓ কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে কৃষি ভিত্তিক শিল্পের প্রসার।

ঋণ প্রাপ্তির যোগ্যতা
✓ কৃষি কাজে সরাসরি নিয়োজিত প্রকৃত কৃষকগণ/ খামারীগণ।
✓ ব্যাংকের শাখা অঞ্চলের স্থায়ী বাসিন্দা।
✓ বয়স ১৮-৬০ বছরের মধ্যে।
✓ উদ্যোগী, কর্মঠ , আন্তরিক, সৎ ও নিষ্ঠাবান।
বিঃ দ্রঃ খেলাপী ঋণ গ্রহীতাগণ ঋণপ্রাপ্তির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

ঋণ প্রাপ্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র
✓ জাতীয় পরিচয় পত্র (গ্রাহক ও তার স্ত্রী/ স্বামী/ পরিবারের সদস্যের)।
✓ জামিনদারের জাতীয় পরিচয় পত্র।
✓ কৃষি সমপ্রসারন অধিদপ্তর কর্তৃক ইস্যুকৃত কৃষক পরিচয় পত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।
✓ ব্যক্তিগত সম্পদ বিবরনী এবং আয়-ব্যয় বিবরনী।
✓ ব্যাংকের নিকট গ্রহনযোগ্য এলাকার দু’জন বিশিষ্ট ব্যক্তি কর্তৃক প্রদত্ত প্রত্যয়ন পত্র।
✓ কোন প্রতিষ্টানে খেলাপী ঋণ নেই মর্মে অঙ্গীকার নামা।
✓ আবাদী জমির সমর্থনে বৈধ কাগজপত্র (মালিক হলে দলিল, লীজ হলে লীজ ডকুমেন্ট, বর্গাচাষীর জন্য এলাকার গন্যমান্য ব্যক্তির স্বাক্ষরসহ বর্গাচুক্তি)।

খামার ভিত্তিক ঋণের জন্য
✓ খামারের আয়-ব্যয় বিবরণী।
✓ ট্রেড লাইসেন্স।
✓ টি আই এন (প্রযোজ্য ক্ষেত্রে)।
✓ সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিবন্ধনের কপি।
✓ প্রজেক্টের খরচ যা সরকারের সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক যাচাইকৃত।

ঋণ সীমা
✓ উৎপাদন খরচ ও জমির পরিমান বিবেচনা করে শস্য ঋণের ক্ষেত্রে ঋণ সীমা নির্ধারণ হবে।
✓ পুকুরের আয়তন ও খামারের আকারের উপর ভিত্তি করে মৎস্য ও পোল্ট্রি খাতে ঋণ সীমা নির্ধারিত হবে। তবে কৃষি যন্ত্রপাতি অর্থায়ন এবং মেয়াদী ঋণের ক্ষেত্রে ঋণ মূলধন অনুপাত ৭০:৩০ হবে।
বিঃ দ্রঃ ঋণের পরিমাণ নির্ধারনের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের প্রদত্ত নীতিমালা অনুসরন করা হবে।

ঋণ পরিশোধের মেয়াদ
✓ সর্বোচ্চ ৩ বছর।
✓ ফসল মজুদ ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ৯০ দিন।
✓ খামার ভিত্তিক ঋণের ক্ষেত্রে মেয়াদী ও চলতি ঋণের সুবিধা রয়েছে।
✓ ব্যাংক শাখা কর্তৃক যথাসময়ে সুষ্ঠভাবে ঋণ বিতরন, তদারকী ও আদায় কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি ফসল উৎপাদন পঞ্জিকা আছে যার ভিত্তিতে ঋণ বিতরন ও পরিশোধ সূচী নির্ধারন করা হবে।

সুদের হার
✓ ব্যাংকের নিজস্ব নীতিমালা এবং বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সুদের হার নির্ধারিত হবে।

জামানত
✓ শস্য ঋণের ক্ষেত্রে স্বামী/ স্ত্রীর গ্যারান্টি সহ ব্যাংকের নিকট গ্রহন যোগ্য আরো দুজন ব্যাক্তির গ্যারান্টি তবে বর্গা চাষীর ক্ষেতে জমির মালিকের গ্যারান্টি বাধ্যতামূলক। তবে শস্য ঋণের পরিমানের উপর ভিত্তি করে ব্যাংকের প্রচলিত নীতিমালার আলোকে সহায়ক জামানতের প্রয়োজন হতে পারে।
✓ খামার ভিত্তিক ঋণের ক্ষেত্রে সহায়ক জামানত প্রয়োজন হবে।

ঋণ আবেদনের পদ্ধতি
✓ ব্যাংকের নির্দিষ্ট আবেদনপত্র যথাযথভাবে পূরণ ও স্বাক্ষর পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র নিকটস্থ শাখায় জমা দিতে হবে।

এছাড়াও গৃহস্থালীতে সোলার প্যানেল স্থাপন এবং ডেইরী ও পোল্ট্রি ফার্মের মাধ্যমে বায়োগ্যাস উৎপাদনের জন্য ঋণ দেওয়া হয়। এক্ষেত্রে ঋণের পরিমান ও পরিশোধ পদ্ধতি বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী নির্ধারিত হবে।

আরও দেখুন:
মার্কেন্টাইল ব্যাংক ‘ইন্টারনেট ব্যাংকিং’
মার্কেন্টাইল ব্যাংক মোবাইল ব্যাংকিং ‘মাইক্যাশ’

বিস্তারিত জানতে
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, হেড অফিস: ৬১, দিলকুশা কমার্শিয়াল এরিয়া ঢাকা-১০০০, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: ১৬২২৫ এবং +৮৮ ০৯৬৭৮০১৬২২৫, +৮৮ ০৯৬১২৩১৬২২৫ (দেশ ও বিদেশ)
টেলিফোন: +৮৮-০২-২২৩৩৮২২৯৫, +৮৮-০২-৯৫৫৯৩৩৩, +৮৮-০২-৯৫৫৩৮৯২, ০৯৬১২৯৫৫৯৩৩ (আইপি)
ফ্যাক্স: +৮৮-০২-৯৫৬১২১৩
সুইফট কোড: MBLBBDDH
ইমেইল: it@mblbd.com
ওয়েবসাইট: www.mblbd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button