মেঘনা ব্যাংক চাইল্ড এডু প্ল্যান অ্যাকাউন্ট
স্বপ্ন যখন উদ্দীপ্ত ভবিষ্যতের। মেঘনা ব্যাংক এডুকেশন প্লান আপনার সন্তানের উদ্দীপ্ত ভবিষ্যত গড়ার জন্য। আপনি থাকুন নিশ্চিন্ত আপনার ক্ষুদে জিনিয়াসকে নিয়ে; ওর শিক্ষার সব ভাবনা দিয়ে দিন মেঘনা ব্যাংককে। মেঘনা ব্যাংক চাইল্ড এডুপ্ল্যান (এমসিই) একটি বিশেষ সঞ্চয় পরিকল্পনা হিসাব যা আপনার সন্তানের ভবিষ্যতে শিক্ষার ব্যয়কে সুরক্ষিত করার সুযোগ দিয়ে থাকে।
এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। এই হিসাবের বিপরীতে জমাকৃত অর্থের উপর আমানতকারী সুদ লাভ করে থাকেন। আপনার দৈনন্দিন প্রয়ােজনে আজই মেঘনা ব্যাংক-এ মেঘনা ব্যাংক চাইল্ড এডুপ্ল্যান (এমসিই) অ্যাকাউন্ট (Child Edu Plan Account) খুলুন। চলে আসুন আপনার নিকটবর্তী মেঘনা ব্যাংকের শাখায় অথবা মেঘনা ব্যাংক ডিজিটাল পাের্টাল-এ।
মেঘনা ব্যাংক চাইল্ড এডু প্ল্যান অ্যাকাউন্ট এর বৈশিষ্ট্য
মেঘনা ব্যাংক চাইল্ড এডুপ্ল্যান (এমসিই) একটি বিশেষ সঞ্চয় পরিকল্পনা হিসাব যা আপনার সন্তানের ভবিষ্যতে শিক্ষার ব্যয়কে সুরক্ষিত করার সুযোগ দিয়ে থাকে। এই হিসাবের বৈশিষ্ট্য সমূহ নিম্নে তুলে ধরা হলো-
✓ এমসিই হিসাবটি আবেদনকারীর পিতা-মাতার একজন এবং মনোনীত ব্যক্তি হিসাবে অন্যের সাথে সন্তানের নামে খোলা যায়;
✓ প্রকৃত বাবা-মা ব্যতীত অন্য যে কোন ব্যক্তিও আবেদনকারী বা নমিনি হতে পারে;
✓ নাবালকও আইনী অভিভাবকের অধীনে নমিনি হতে পারে।
সুদের হার
✓ প্রতিযোগিতামূলক সুদের হার।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
আনুষঙ্গিক সেবা
✓ চেক বই সুবিধা;
✓ মেঘনা ব্যাংক ছাড়াও অন্যান্য এটিএম নেটওয়ার্কগুলোতে অ্যাক্সেস সুবিধা;
✓ ডেবিট কার্ড সুবিধা;
✓ মোবাইল/ ফোন ব্যাংকিং সুবিধা;
✓ এসএমএস ব্যাংকিং সুবিধা।
হিসাব খোলার নিয়মাবলী
নিম্নে এই হিসাব খোলার নিয়মাবলী তুলে ধরা হলো-
১. হিসাব খোলার আবেদন পত্র যা আবেদনকারী/আবেদনকারীগণকে পূরণ ও স্বাক্ষর করতে হবে (যা ব্যাংক সরবরাহ করবে)।
২. টিপি (TP) ও কেওয়াইসি (KYC) ফরম পূরণ করতে হবে (যা ব্যাংক সরবরাহ করবে)।
৩. পরিচয় প্রদানকারী কর্তৃক সত্যায়িত আবেদনকারী/আবেদনকারীগণের সম্প্রতি তোলা ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৪. জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
৫. ব্যাংকের যে কোন চলতি/সঞ্চয়ী হিসাবধারী কর্তৃক পরিচিতি প্রদান [পরিচয়দানকারীর হিসাবটি নিয়মিত হবে এবং কমপক্ষে ৬ মাস ধরে হিসাব পরিচালনা করতে হবে]।
৬. নমিনী বা নমিনীগণের বিস্তারিত বিবরণ ও আবেদনকারী কর্তৃক সত্যায়িত প্রত্যেকের ১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি।
৭. হিসাব ঠিকানার স্বপক্ষে সাম্প্রতিক ইউটিলিটি বিল (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) এর অনুলিপি (যদি থাকে)।
৮. নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।
৯. হালনাগাদ টিআইএন (TIN) সার্টিফিকেটের অনুলিপি (যদি থাকে)।
মাসিক ই-স্টেটমেন্ট
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।
সহজ অ্যাক্সেস
✓ ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।
ফি এবং চার্জ
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
বিস্তারিত জানতে
মেঘনা ব্যাংক লিমিটেড, হেড অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল- ০৩ এবং লেভেল- ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান- ০১ ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ)
পিএবিএক্স: +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২
ফ্যাক্স: +(৮৮০ ২) ২২২২৮৭১২৮
সুইফট কোড: MGBLBDDH
ইমেইল: info@meghnabank.com.bd
ওয়েবসাইটঃ www.meghnabank.com.bd