মেঘনা ব্যাংকের ‘ডিজিটাল গিফট সার্ভিস’ উদ্বোধন
মেঘনা ব্যাংক লিমিটেড আনুষ্ঠানিকভাবে ডিজিটাল গিফট সার্ভিস কার্যক্রমের উদ্বোধন করেছে। এ কার্যক্রমে মেঘনা ব্যাংককে সহায়তা করবে প্রযুক্তি প্রতিষ্ঠান এক্সট্রা। সম্প্রতি মেঘনা ব্যাংকের প্রধান কার্যালয় গুলশান, ঢাকায় এ কার্যক্রম উদ্ধোধন করেন ব্যাংকের প্রধান নির্বাহী এবং ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন।
নতুন এ সার্ভিসের মাধ্যমে মেঘনা ব্যাংকের গ্রাহকরা একটি মোবাইল নম্বরের মাধ্যমে ব্যাংকের মেঘনা অ্যাপস অথবা ইন্টারনেট ব্যাংকিং প্ল্যাটফরম কাজে লাগিয়ে যে কাউকেই গিফট পাঠাতে পারবেন।
আরও দেখুন:
◾ ক্রেডিট কার্ডে ফি বা চার্জ আদায় সংক্রান্ত নির্দেশনা জারি
উদ্বোধনী অনুষ্ঠানে ডিজিটাল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান এক্সট্রার প্রধান নির্বাহী মঞ্জুরুল আলম মামুন, মেঘনা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শ্যামল বি দাস, হেড অব করপোরেট ব্যাংকিং কিমিয়া সাদাত, হেড অব রিটেইল অ্যান্ড এসএমই ব্যাংকিং এম নাজিম এ চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |