মেঘনা ব্যাংক লিমিটেড ক্রেডিট কার্ড
মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড মানেই স্বাচ্ছন্দ্য আর সুবিধা। নাগরিক ব্যাস্ততার মাঝে যখন যতটুকু প্রয়ােজন, কিনে ফেলুন ঝুট-ঝামেলা ছাড়াই। মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড মানেই একসাথে স্বপ্ন পূরণ সবার। নিশ্চিন্তে স্বাচ্ছন্দ্যে কিনে ফেলুন আপনার শখের ওভেন, ফ্রিজ, ওয়াশিং মেশিন বা যা খুশি আমাদের অসংখ্য মার্চেন্ট আউটলেট থেকে!
মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ড- এ রয়েছে EMI সুবিধা। আজই অ্যাপ্লাই করুন আপনার নিকটবর্তী মেঘনা ব্যাংকের শাখা থেকে আপনার ক্রেডিট কার্ডের জন্য। আর নিয়ে নিন আপনার ক্রেডিট কার্ড।
মেঘনা ব্যাংক ভিসা প্ল্যাটিনাম ক্রেডিট কার্ড
মেঘনা ব্যাংক ভিসা গোল্ড ক্রেডিট কার্ড
মেঘনা ব্যাংক ভিসা সিলভার ক্রেডিট কার্ড
ক্রেডিট কার্ডের বৈশিষ্ট্য এবং সুবিধা
✓ পিওএস এবং চেক ট্রান্সেকশনের জন্য সর্বাধিক ৪৫ দিনের সুদমুক্ত সময়কাল সুবিধা;
✓ সাপ্লিমেন্টারি কার্ড ফ্রি;
✓ ই-কমার্স লেনদেন সুবিধা;
✓ বিভিন্ন মার্চেন্ট আউটলেটগুলোতে ছাড় সুবিধা;
✓ ইজি বাই সুবিধা (কিস্তিতে ০% সুদ);
✓ ইন্টারনেট ব্যাংকিং সুবিধা;
✓ ই-স্টেটমেন্ট সুবিধা;
✓ ফ্রি ট্রানজেকশন এলার্ট সুবিধা;
✓ ডাবল ক্রেডিট শিল্ড সুবিধা;
✓ স্মার্ট পে সুবিধা;
✓ ডেটা সুরক্ষা নিশ্চিত করতে চিপ ভিত্তিক কার্ড;
✓ কার্ড চেক সুবিধা ইত্যাদি।
মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ড কীভাবে পাবেন?
✓ আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
✓ ব্যাংক কর্মীর সাহায্য নিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
✓ প্রয়োজনীয় কাগজপত্র:
– দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
– টিআইএন সার্টিফিকেট (দুই বছরের বেশি নয়)।
– জাতীয় পরিচয়পত্র/ বৈধ পাসপোর্টের ফটোকপি।
– অফিস আইডি/ বিজনেস কার্ডের কপি।
– বেতনভোগী ব্যক্তির জন্য স্যালারি সার্টিফিকেট বা লেটার অব ইন্ট্রডাকশন (এলওআই)/ পে স্লিপ।
– বেতনভোগী ব্যক্তির জন্য বিগত ৬ (ছয়) মাসের ব্যাংক স্টেটমেন্ট।
– ব্যবসায়িক ব্যক্তির জন্য ব্যবসায় অ্যাকাউন্টের বিবরণী/ কোম্পানির সর্বশেষ ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট।
– ব্যবসায়িক ব্যক্তির জন্য বিগত দুই বছরের বৈধ ট্রেড লাইসেন্সের ফটোকপি।
– নিজস্ব বাড়ি প্রমাণের জন্য ডকুমেন্ট (যদি থাকে)।
✓ এছাড়াও আপনাকে মেঘনা ব্যাংকের ক্রেডিট কার্ডের যোগ্যতা এবং শর্তগুলোর মানদণ্ড পূরণ করতে হবে।
✓ আপনি যে শাখায় কার্ডের জন্য আবেদন করেছিলেন সেখান থেকে আপনার ক্রেডিট কার্ড সংগ্রহ করুন/ আপনার আবেদনে উল্লেখিত ঠিকানায় খোঁজ করুন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ক্রেডিট কার্ডটি কীভাবে সক্রিয় করবেন?
✓ আপনার ক্রেডিট কার্ড বিতরণ করার সময় আপনাকে পাঠানো ‘একনলেজমেন্ট স্লিপ’ পূরণ করুন এবং স্বাক্ষর করুন।
✓ আপনার স্বাক্ষরের সাথে ‘ক্রেডিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম’ এ দেয়া আপনার স্বাক্ষরের সাথে মিলতে হবে।
✓ আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় ‘একনলেজমেন্ট স্লিপ’ জমা দিন বা কার্ড বিভাগে কুরিয়ার করুন।
✓ আপনি পূরণ করা ‘একনলেজমেন্ট স্লিপ’ এর স্ক্যানকৃত কপি cardsinfo@meghnabank.com.bd এই ই-মেইলেও পাঠাতে পারেন।
✓ আপনার কার্ড অ্যাক্টিভেশন অনুরোধ পাওয়ার পরে ব্যাংক আপনার স্বাক্ষর যাচাই করবে। কার্ড বিভাগ কার্ডটি সক্রিয় করবে এবং এসএমএসের মাধ্যমে আপনাকে অবহিত করবে।
✓ আপনার কার্ডটি সক্রিয় হওয়ার পরে আপনার ৪ (চার) ডিজিটের পিন ব্যবহার করুন যা ক্রেডিট কার্ড লেনদেনের জন্য বাধ্যতামূলক।
ক্রেডিট কার্ডে ফরেন কারেন্সি কীভাবে সক্রিয় করবেন?
✓ আপনাকে আপনার পাসপোর্টটি আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখা বা কার্ড বিভাগ থেকে অনুমোদন করে নিতে হবে।
✓ এক ক্যালেন্ডার বছরে সার্ক এবং নন-সার্ক উভয় দেশের জন্য একক কার্ডধারীর জন্য সর্বাধিক অনুমোদিত সীমা ১২,০০০ মার্কিন ডলার।
✓ আপনি যদি আপনার ক্রেডিট কার্ডে ফরেন কারেন্সি কেবল আপনার ভ্রমণের সময়কালে খুলতে চান তাহলে ব্যাংককে আপনার ভ্রমণ পরিকল্পনা (দেশ, প্রস্থানের তারিখ এবং আগমনের তারিখ) জানান।
কীভাবে ই-কমার্স লেনদেন করবেন?
✓ বিদেশে অধ্যয়নের জন্য আবেদন, নিবন্ধন এবং ভর্তি ফি প্রদান।
✓ পরীক্ষার ফি প্রদান (TOEFL, SAT, GRE, IELTS এবং অন্যান্য পেশাদার পরীক্ষা)।
✓ বিদেশী পেশাদার ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানের জন্য সদস্যপদ ফি এবং সম্মেলন ফি।
✓ বিভিন্ন প্রোগ্রামের জন্য অনলাইন প্রশিক্ষণ ফি (৩০০ ডলার বা এক ক্যালেন্ডার বছরের সমতুল্য)।
✓ অনলাইন কেনাকাটা (বার্ষিক ১০০০ ডলার তবে একক লেনদেন সীমা সর্বাধিক ৩০০ ডলার)।
✓ ভিসা প্রসেসিং ফি এবং অনলাইন হোটেল বুকিং পেমেন্ট।
ফি এবং চার্জ
✓ কোন লুকায়িত চার্জ নেই।
✓ আপডেট ফি ও চার্জ জানতে আপনার নিকটতম মেঘনা ব্যাংক শাখায় যোগাযোগ করুন অথবা কল সেন্টারে কল করুন অথবা ক্লিক করুন এখানে।
✓ মেঘনা ব্যাংকের সকল ফি এবং চার্জ এর তালিকা দেখতে ক্লিক করুন এখানে।
টার্মস এন্ড কন্ডিশন
মেঘনা ব্যাংক ক্রেডিট কার্ডের টার্মস এন্ড কন্ডিশন দেখতে ক্লিক করুন এখানে।
মাসিক ই-স্টেটমেন্ট
✓ মেঘনা ব্যাংকের ই-স্টেটমেন্ট এর মাধ্যমে ২৪/৭ অ্যাক্সেসযোগ্য মাসিক ই-স্টেটমেন্ট দিয়ে আপনার অর্থকে ট্র্যাক করুন।
সহজ অ্যাক্সেস
✓ ইন্টারনেট ব্যাংকিং ওয়েব অ্যাপ্লিকেশন বা ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ, এটিএম বুথ, রাউটিং নম্বর এবং শাখা লোকেশন-এর মাধ্যমে আপনার মেঘনা ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্সেস এবং পরিচালনা করুন।
বিস্তারিত জানতে
মেঘনা ব্যাংক লিমিটেড, হেড অফিস: সুবাস্তু ইমাম স্কয়ার (লেভেল- ০৩ এবং লেভেল- ০৬), ৬৫ গুলশান এভিনিউ, গুলশান- ০১ ঢাকা-১২১২, বাংলাদেশ অথবা ব্যাংকের যেকোন শাখা/ এজেন্ট ব্যাংকিং আউটলেট/ উপশাখায় যোগাযোগ করুন
✆ কল সেন্টার: +৮৮০১৭৭৭৭৯৭৭৭৭ (দেশ ও বিদেশ)
পিএবিএক্স: +(৮৮০ ২) ২২২২৯১৩৫২, ২২২২৯৭৩২৯, ২২২২৬১৩০২
ফ্যাক্স: +(৮৮০ ২) ২২২২৮৭১২৮
সুইফট কোড: MGBLBDDH
ইমেইল: info@meghnabank.com.bd
ওয়েবসাইট: www.meghnabank.com.bd