নন-ব্যাংক জব সার্কুলারমার্স ফাইন্যান্স লিমিটেড

এইচএসসি পাশে সহকারী ব্যবস্থাপক নিয়োগ দেবে মার্স ফাইন্যান্স

মার্স ফাইন্যান্সিয়াল এন্ড লিগাল কনসালট্যান্সি লিমিটেড (Mars Financial and Legal Consultancy Limited) একটি আন্তর্জাতিক মান সম্পন্ন ডেট রিকোভারী কোম্পানি যা দেশে বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কু-ঋণ আদায় (Bad debt Recovery) এজেন্সি হিসেবে ২০১০ সাল থেকে বাংলাদেশে কাজ করে আসছে। কু-ঋণ আদায়কারী এজেন্সি হিসেবে এটি একটি অনন্য সনামধণ্য প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি চাকরিপ্রার্থীদের জন্য “সহকারী ব্যবস্থাপক” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে ১২ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে আবেদন করতে পারবেন।

পদের নামঃ সহকারী ব্যবস্থাপক
✓ পদসংখ্যা: ২টি।
✓ চাকরির ধরন: ফুল টাইম।
✓ জব লোকেশন: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

চাকরির দায়-দায়িত্বঃ
✓ বিভিন্ন ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কু-ঋণ আদায়করণ।
✓ নিজ টার্গেট অর্জনে সচেষ্ট থাকতে হবে এবং তদানুযায়ী পদক্ষেপ নিতে হবে।
✓ টিমের সদস্যদের টার্গেট পুরণের জন্য সর্বদা সচেষ্ট থাকতে হবে।
✓ প্রতিনিয়ত কাস্টমারের আপডেট নথি সংগ্রহ ও সম্পন্ন করা।
✓ দৈনিক, সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে প্রতিবেদন তৈরি ও সংশ্লিষ্ট ম্যানেজমেন্টের কাছে দাখিল করণ।
✓ প্রত্যেক কাস্টমারকে ব্যাংক ও কোম্পানি পলিসি অনুযায়ী যথাযথ সেবা নিশ্চিত করণ।
✓ গ্রাহকের বকেয়া পরিশোধের ব্যাপারে উৎসাহিত করতে হবে।
✓ কোম্পানীর ক্লায়েন্ট ও তাদের প্রতিনিধিদের সাথে সু-সম্পর্ক স্থাপন ও বজায় রাখতে হবে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ন্যুনতম এইচ.এস.সি – গ্রাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
✓ ২ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ বয়স: ২২ থেকে ৪০ বছর।
✓ ২ থেকে ৩ বছরের কালেকশন বা রিকোভারির কাজের বাস্তব অভিজ্ঞাতা সম্পন্ন এবং টিম চালানোর অভিজ্ঞতা থাকতে হবে।
✓ অবশ্যই কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে (এক্সেল, ওয়ার্ড এবং মেইলিং)।
✓ সদালোপী ও সুন্দর করে কথা বলায় পারদর্শি হতে হবে।
✓ পরিপাটি পোষাকাদি পরিধানে যত্নবান হতে হবে।
✓ সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।
✓ অধিক মনোবল ও ধর্য্য সহকারে কাজ মন-মানসিকতা থাকতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ বেতন আলোচনা সাপেক্ষে।
✓ এছাড়া কোম্পানির নিয়মানুসারে সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদনের প্রক্রিয়াঃ
✓ বাছাইকৃত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে
✓ সিভি পাঠাতে ইমেইল করতে ক্লিক করুন- এখানে। আগ্রহী প্রার্থীকে অতিসত্তর নিম্নলিখিত ঠিকানায় বায়োডাটা সহ দরখাস্ত পাঠানোর জন্য আহবান করা হচ্ছে।

নির্বাহী পরিচালক
মার্স ফাইনান্সিয়াল এন্ড লিগাল কনসালট্যান্সি লিমিটেড
স্যুট-সি, লেভেল-৭, মিরপুর টাওয়ার
৪ দারুসসালাম রোড, মিরপুর-১
ঢাকা-১২১৬

আবেদনের শেষ তারিখঃ
✓ ১২ ডিসেম্বর, ২০২২।

সোর্সঃ বিডি জবস

About Mars Financial and Legal Consultancy Limited:
Mars Financial and Legal Consultancy Limited (Mars FLC) is an intermars standard legal solution based debt recovery company located in Dhaka, Bangladesh. They are experts at recovery activities in order to minimize risk costs and optimize returns. By the same token they possess a track record of ensuring the complete resolution for debt collection with efficient and professional manner.

They accumulated experiences enable us to negotiate payment and settlement terms with those who have fallen behind on their financing payments. However, their real expertise lies in our ability to analyze credit reports, loan histories and financial records to come up with suggestions for establishing payment plans.

For the last 8 years they have worked as a debt recovery company in Bangladesh where they contact consumers every day to negotiate the repayment of their debts. They call them up and obtain information from them regarding their telephone numbers, addresses, credit history and employment record. They operate in a very fast-paced environment and are required to sit and able to reach a reasonable and acceptable solution to all.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button