ব্যাংক নির্বাহী
এক্সিম ব্যাংকের ডিএমডি হলেন মাকসুদা খানম
এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মাকসুদা খানম। পদোন্নতির আগে তিনি একই ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক (এডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
মাকসুদা খানম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৫ সালে প্রবেশনারি অফিসার হিসেবে ন্যাশনাল ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তী সময়ে ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকে প্রিন্সিপাল অফিসার হিসেবে যোগদান করেন।
এক্সিম ব্যাংকে তার কর্মদক্ষতার ফলস্বরূপ অল্প সময়ের মধ্যেই তিনি পদোন্নতি পেয়ে ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পরে তিনি ঢাকা দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধান হিসেবে নিযুক্ত হন।