ঋণ/ লিজ/ বিনিয়োগ শ্রেণিকরণের নতুন সার্কুলার জারি
ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ/ লিজ/ বিনিয়োগ শ্রেণিকরণে নতুন একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২৮ জুন, ২০২২) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার (ডিএফআইএম সার্কুলার লেটার নং-১৩) জারি করে বাংলাদেশে কার্যরত আর্থিক প্রতিষ্ঠান সমূহের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
উক্ত সার্কুলারে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ডিএফআইএম সার্কুলার লেটার নং-৩৩, তারিখ: ১৯ ডিসেম্বর, ২০২১ এর প্রতি দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। উক্ত সার্কুলারের মাধ্যমে এই মর্মে নির্দেশনা প্রদান করা হয়েছিল যে, ঋণ/ লিজ/ বিনিয়োগের বিপরীতে ০১ জানুয়ারি, ২০২১ হতে ডিসেম্বর ২০২১ এর শেষ কার্যদিবস পর্যন্ত প্রদেয় কিস্তিসমূহের ন্যূনতম ২৫% (পঁচিশ শতাংশ) ডিসেম্বর ২০২১ এর শেষ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে ৩১/১২/২০২১ ভিত্তিতে সংশ্লিষ্ট ঋণসমূহ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ পুনরায় বৃদ্ধি পাওয়ায় এবং দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলসহ বেশ কিছু জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ায় ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঋণ/ লিজ/ বিনিয়োগ হিসাব শ্রেণিকরণ এবং আরোপিত সুদ/ মুনাফা আয়খাতে স্থানান্তর বিষয়ে বাংলাদেশ ব্যাংক নিম্নরূপ সিদ্ধান্ত গৃহীত হয়েছে-
(ক) ২০২২ হিসাববর্ষের প্রতি ত্রৈমাসিক সমাপনান্তে ঋণ/ লিজ/ বিনিয়োগ হিসাবসমূহের আদায়যোগ্য অর্থের ন্যূনতম ৫০% (পঞ্চাশ শতাংশ) ত্রৈমাসিকের শেষ কর্মদিবসের মধ্যে আদায় হলে উক্ত ঋণ/ লিজ/ বিনিয়োগ হিসাবসমূহ অশ্রেণিকৃত হিসেবে প্রদর্শন করা যাবে। আর্থিক প্রতিষ্ঠানসমূহ গ্রাহকের নগদ প্রবাহ নিবিড়ভাবে পর্যালোচনান্তে শুধুমাত্র প্রকৃত ক্ষতিগ্রস্তদেরকে আর্থিক প্রতিষ্ঠান-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে এ নির্দেশনার আওতায় কিস্তি বিলম্বিতকরণের সুবিধা প্রদান করবে; এবং
(খ) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক চিহ্নিত বন্যা কবলিত অঞ্চলসমূহে সিএমএসএমই ও কৃষি খাতে বিতরণকৃত ঋণের ক্ষেত্রে ২০২২ হিসাববর্ষের প্রতি ত্রৈমাসিক সমাপনান্তে আদায়যোগ্য অর্থের ন্যূনতম ৫০% (পঞ্চাশ শতাংশ) ত্রৈমাসিকের শেষ কর্মদিবসের মধ্যে আদায় হয়ে থাকলে উক্ত ঋণসমূহ বিরূপমানে শ্রেণিকরণ করা যাবে না। তবে, গ্রাহকগণ প্রকৃতই বন্যায় ক্ষতিগ্রস্ত কি-না তা আর্থিক প্রতিষ্ঠানসমূহ স্বীয় উদ্যোগে নিশ্চিত হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
এ সাকুর্লারের আওতায় সুবিধাপ্রাপ্ত ঋণ/ লিজ/ বিনিয়োগ হিসাবসমূহের উপর ১ এপ্রিল ২০২২ তারিখ হতে ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত সময়ের জন্য কোনরূপ দন্ড সুদ বা অতিরিক্ত ফি/ চার্জ/ কমিশন (যে নামেই অভিহিত করা হোক না কেন) আরোপ করা যাবে না।
প্রতি ত্রৈমাসিকের শেষ কর্মদিবসের মধ্যে কোন ঋণ/ লিজ/ বিনিয়োগ গ্রহীতা এ নীতিমালা অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ঋণ/ লিজ/ বিনিয়োগ হিসাবের যথানিয়মে শ্রেণিকরণ করে সিআইবি-তে রিপোর্ট করতে হবে।
ঋণ/ লিজ/ বিনিয়োগ হিসাবসমূহের আরোপিত সুদ/ মুনাফা প্রকৃত আদায় সাপেক্ষে আয়খাতে স্থানান্তর করা যাবে। আর্থিক প্রতিষ্ঠান আইন ১৯৯৩ এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।