বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত কৃষি ভিত্তিক শিল্পের তালিকা
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ “কৃষিজাতপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য মফস্বলভিত্তিক শিল্প স্থাপনে পুনঃঅর্থায়ন স্কিম” এবং “’কৃষিভিত্তিক শিল্প’, ‘ক্ষুদ্র উদ্যোক্তা (নারী উদ্যোক্তাসহ)’, এবং ‘কুটির, মাইক্রো ও ক্ষুদ্র খাতে নতুন উদ্যোক্তা’ খাতে ইসলামী শরিয়াহ ভিত্তিক অর্থায়নের বিপরীতে পুনঃঅর্থায়ন তহবিল” সংশ্লিষ্ট কৃষি ভিত্তিক শিল্পের তালিকা সংশোধন করা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে উল্লিখিত কৃষি ভিত্তিক শিল্পের তালিকা সমূহ তুলে ধরা হলো-
১. প্রক্রিয়াকরণকৃত ফলজাত খাদ্য (জ্যাম, জেলি, জুস, আচার, শরবত, সিরাপ, সচ ইত্যাদি) উৎপাদনকারী শিল্প,
২. ফল (টমেটো, আম, পেয়ারা, ইক্ষু, কাঁঠাল, লিচু, আনারস, নারিকেল ইত্যাদি) শাক-সবজি, ডাল প্রক্রিয়াকরণ;
৩. ব্রেড এন্ড বিস্কুট, সেমাই, লাচ্ছা, চানাচুর নুডুলস ইত্যাদি প্রস্তুতকরণ;
৪. আটা, ময়দা, সুজি প্রস্তুতকরণ;
৫. মাশরুম ও স্পিরুলিনা প্রক্রিয়াকরণ;
৬. স্টার্চ, গ্লুকোজ, ডেক্সট্রোজ এবং অন্যান্য পণ্য উৎপাদনকারী শিল্প;
৭. দুগ্ধ প্রক্রিয়াকরণ (দুধ পাস্তুরিতকরণ, গুঁড়ো দুধ, আইসক্রিম, কনডেন্সড মিল্ক, মিষ্টি, পনির, ঘি, মাখন, চকোলেট, দধি ইত্যাদি);
৮. আলু থেকে প্রক্রিয়াজাত খাদ্য (চিপস, পটেটো ফ্লেক্স, স্টারস প্রভৃতি) ইত্যাদি উৎপাদনকারী শিল্প;
৯. বিভিন্ন গুঁড়া মসলা উৎপাদনকারী শিল্প;
১০. ভোজ্য তেল পরিশোধন ও হাইড্রোজিনেশন শিল্প;
১১. লবণ প্রক্রিয়াজাতকরণ শিল্প;
১২. চিংড়ি ও অন্যান্য মাছ প্রক্রিয়াজাতকরণ ও হিমায়িত করন শিল্প;
১৩. হারবাল ও ভেষজ cosmetics প্রস্তুতকারী শিল্প;
১৪. ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ঔষধ প্রস্তুতকারী শিল্প;
১৫. হাঁস, মুরগী ও গবাদি পশু ও মাছের জন্য সুষম খাদ্য প্রস্তুতকারী শিল্প;
১৬. বীজ উৎপাদন, গবেষণা, প্রক্রিয়াজাতকরণ এবং সংরক্ষণ;
১৭. পাটজাত দ্রব্য প্রস্তুতকরণ (যেমন দড়ি, সুতা, চট, থলে, কার্পেট, পাটের সেন্ডেল প্রভৃতি);
১৮. রেশন বস্ত্র উৎপাদনকারী শিল্প;
১৯. কৃষিজাত পণ্য উৎপাদনে সহায়ক যন্ত্র শিল্প স্থাপন, মেরামত প্রভৃতি;
২০. চাল, মুড়ি, চিড়া, খই ইত্যাদি প্রস্তুতকরণ শিল্প;
২১. সুগন্ধি চাল প্রস্তুতকরণ শিল্প;
২২. চা প্রক্রিয়াকরণ শিল্প;
২৩. নারিকেল তেল প্রস্তুতকারী শিল্প (যদি দেশীয় নারিকেল হতে সংগৃহীত তেল ব্যবহার করা হয়);
২৪. রাবার টেপ, লাক্ষা প্রক্রিয়াজাতকরণ;
২৫. কোল্ড স্টোরেজ (কৃষকদের উৎপাদিত খাবার আলু ও বীজ আলু, ফলমূল, শাক-সবজি প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ;
২৬. কাঠ, বাঁশ ও বেতের আসবাব তৈরি/উৎপাদন (কুটির শিল্প ছাড়া);
২৭. ফুল সংরক্ষণ ও রপ্তানিকারক প্রতিষ্ঠান;
২৮. মাংস প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান;
২৯. জৈব সার, মিশ্র সার, গুটি ইউরিয়া ইত্যাদি তৈরি;
৩০. বায়ো পেস্টিসাইড, নিম উৎপাদিত পেস্টিসাইড ইত্যাদি তৈরি;
৩১. মৌমাছির চাষ/মধু তৈরির প্রকল্প;
৩২. রাবারজাত দ্রব্যাদি তৈরির প্রকল্প;
৩৩. পার্টিকেল বোর্ড প্রস্তুতকারক শিল্প;
৩৪. সরিষার তেল প্রস্তুতকারী শিল্প (যদি দেশীয় সরিষা ব্যবহার করা হয়);
৩৫. ধানের তুষ, পোল্ট্রি ও গরুর গোবর থেকে বায়োগ্যাস বিদ্যুৎ উৎপাদন প্রকল্প;
৩৬. চালের কুঁড়া থেকে ভোজ্যতেল উৎপাদন শিল্প;
৩৭. পোলট্রি ও ডেইরি শিল্প;
৩৮. চিনি ও অন্যান্য মিষ্টিকারক পণ্য উৎপাদন শিল্প;
৩৯. সয়াফুড উৎপাদন ও সয়াবিন প্রসেসিং শিল্প;
৪০. হর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুলচাষ ও শাকসবজি বাজারজাতকরণ (লেবু, মাশরুম, পান, মধু ইত্যাদি এ শিল্পের অন্তর্ভুক্ত হবে)।
★ সার্কুলারটি দেখতে ক্লিক করুন এখানে
Source: SMESPD Circular Letter No. 02, Dated 13.08.2017, Bangladesh Bank
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |