তথ্যের গোপনীয়তা সংরক্ষণে ব্যাংকসমূহ কর্তৃক অনুসরণীয় নির্দেশনা জারীকরণ
ব্যাংকিং নিউজ বাংলাদেশঃ বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালক/প্রধান নির্বাহী কর্মকর্তাদেরকে উদ্দেশ্য করে বাংলাদেশ ব্যাংক কর্তৃক জারিকৃত একটি সার্কুলার, যা হুবহু আপনাদের জন্য তুলে ধরা হলো-
মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও বিধিমালার আলোকে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কার্যে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এর সাথে বিনিময়কৃত তথ্যাদি গোপনীয় বিবেচনায় উক্ত তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যর্থতা আইনত দন্ডনীয়। তথ্যের গোপনীয়তা সংরক্ষণের জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৩(১)(ঘ) এবং সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ১৫(১)(ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংক কর্তৃক পরিপালনের নিমিত্তে নিম্নলিখিত নির্দেশনা প্রদান করা যাচ্ছে:
ক) ব্যাংক ও বিএফআইইউ এর মধ্যে যোগাযোগের কোনো তথ্য প্রকাশ করা যাবে না। ব্যাংক কর্তৃক তাদের শাখা বা বিভাগ হতে বিএফআইইউ এর যাচনা মোতাবেক গ্রাহকের হিসাব সংক্রান্ত তথ্য, দলিলাদি বা সংশ্লিষ্ট অতিরিক্ত তথ্য বা দলিলাদি সংগ্রহের ক্ষেত্রে বিএফআইইউ এর পত্রের রেফারেন্স, পত্রের অনুলিপি (পত্র সংযুক্তিসহ) বা ই-মেইল শাখা বা বিভাগে সরবরাহ করা যাবে না অথবা বিএফআইইউ এর নাম উল্লেখ করা যাবে না;
খ) হিসাব অবরুদ্ধকরণ বা লেনদেন স্থগিতকরণ সংক্রান্ত বিএফআইইউ এর আদেশের ক্ষেত্রে ব্যাংক বিএফআইইউ এর পত্রে উল্লিখিত আইনের ধারা উল্লেখপূর্বক সংশ্লিষ্ট শাখাকে অবহিত করতে পারবে। তবে বিএফআইইউ এর পত্রের রেফারেন্স বা পত্রের অনুলিপি শাখায় সরবরাহ করা যাবে না;
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
গ) উপর্যুক্ত ক ও খ নম্বর অনুচ্ছেদ বাস্তবায়নে ব্যাংকের প্রধান কার্যালয় প্রয়োজনে আলাদা অফিস আদেশ জারী করে নিতে পারে;
ঘ) বিএফআইইউ কর্তৃক প্রেরিত সকল পত্রের বা Message এর জবাব goAML Message Board ব্যবহার করে প্রেরণ করতে হবে। এ ক্ষেত্রে ব্যাংক বিএফআইইউ কর্তৃক প্রেরিত যে পত্র বা Message এর জবাব প্রেরণ করবে সেই নির্দিষ্ট Message টি খুলে ‘Reply’ Button ব্যবহার করে জবাব প্রদান করবে। এ ইউনিটের কোনো কর্মকর্তার দাপ্তরিক ই-মেইল হতে প্রেরিত পত্র বা ই-মেইলের জবাব সংশ্লিষ্ট কর্মকর্তার দাপ্তরিক ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে;
ঙ) বিএফআইইউ কর্তৃক যাচিত বিষয়ে কোনো তথ্য না থাকলে কোনো হার্ড কপি প্রেরণ করতে হবে না, শুধুমাত্র goAML Message Board বা প্রযোজ্য ক্ষেত্রে দাপ্তরিক ই-মেইল ব্যবহার করে পত্রের স্ক্যান কপি প্রেরণ করবে। তবে যাচিত বিষয়ে কোনো তথ্য থাকলে বিএফআইইইউ কর্তৃক প্রেরিত পত্র বা Message-এর নির্দেশনা মোতাবেক সফট কপি (goAML Message Board বা দাপ্তরিক ই-মেইল এর মাধ্যমে), হার্ড কপি অথবা উভয়ই প্রেরণ করতে হবে;
চ) goAML Message Board বা দাপ্তরিক ই-মেইলে কারিগরি সমস্যার ক্ষেত্রে পত্র মারফত তথ্য বা দলিলাদি (হার্ড কপি) বিনিময় করতে হবে।
২। তথ্যের গোপনীয়তা সংরক্ষণে আপনাদেরকে অধিকতর সচেতনতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করা হলো।
এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
আপনাদের বিশ্বস্ত,
(মোঃ জাকির হোসেন চৌধুরী)
মহাব্যবস্থাপক
ফোন: ৯৫৩০১১৮
o বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত দুটি সার্কুলার ইস্যু করেছে। সার্কুলার দুটি দেখতে ক্লিক করুন এখানে ১ ও এখানে ২
সূত্রঃ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক
বিএফআইইউ সার্কুলার লেটার নং: ০১ ও ০২/২০১৮, তারিখ: ২২ এপ্রিল, ২০১৮