অপ্রদর্শিত ঋণে ৫ শতাংশ প্রভিশন রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংক
অপ্রদর্শিত ঋণে ৫ শতাংশ প্রভিশন রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ব্যাংকের অপ্রদর্শিত ঋণের (অফ-ব্যালান্স শিট) বিপরীতে ১ শতাংশের পরিবর্তে ৫ শতাংশ প্রভিশন রাখতে হবে।
ব্যাংকের আর্থিক ভিত্তি শক্তিশালী করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার এমন নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়েছে।
আরও দেখুন:
◾ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সার্কুলার
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, সম্প্রতি ব্যাংকগুলোর ওবিএস (অপ্রদর্শিত ঋণ) বৃদ্ধি পাচ্ছে। এতে ব্যাংকগুলোর অপ্রত্যাশিত আর্থিক ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। এ জন্য ব্যাংকের অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অফ-ব্যালান্স শিট বা ওবিএস হচ্ছে এমন সম্পদ বা দায় যা ব্যাংকের ঋণের নীতিতে যুক্ত হয় না। অর্থাৎ ব্যাংকের মাধ্যমে খোলা ঋণপত্র (এলসি) অফ-ব্যালান্স শিট হিসেবে বিবেচিত হয়। কিন্তু কোনো ব্যবসায়ী যদি সময়মতো এলসি নিষ্পত্তি করতে না পারেন, ব্যাংক ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিপরীতে একটি ঋণ তৈরি করে এবং এলসিকে ঋণের রূপান্তরিত করে। তখন এটি ব্যাংকের ঋণের নথিতে যুক্ত হয়।