কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম হিসাব
কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবটি ভবিষ্যতে সুদসহ অর্থ জমাকারীদের জন্য একটি হিসাব। কর্মসংস্থান ব্যাংকের টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবটি একটি সুদ-প্রদানকারী জমা হিসাব, যা থেকে উচ্চ হারের সুদ আয় করা যায়। একটি নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ পাওয়া যায়। এই হিসাবের বিপরীতে কোন কার্ড ও চেক বই ইস্যু করা হয় না।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✓ বয়স- যে কেউ এই হিসাব খুলতে পারে;
✓ সুদের হার- ৬%, ৬.৫০%, ও ৭.৫০% (সুদের হার পরিবর্তনশীল- ব্যাংক পরিচালনা বোর্ডের অনুমোদন মোতাবেক পরিবর্তনযোগ্য।);
✓ হিসাবের মেয়াদকাল-৩ মাস, ৬ মাস, ও ১ বছর;
✓ এককালীন জমার পরিমাণ- যে কোনো পরিমাণ।
মেয়াদ পূর্তিতে পরিশোধ
✓ হিসাবের মেয়াদপূর্তির পর আমানতকারীকে তাঁর প্রাপ্য টাকা লভ্যাংশসহ সরকারী নিয়মানুযায়ী উৎসে কর, আবগারী শুল্ক ও অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তনের পর এককালীন প্রদান করা যাবে। কর্তনের হার সরকারি নিয়মানুযায়ী পরিবর্তনযোগ্য।
হিসাব খোলা
✓ কর্মসংস্থান ব্যাংকের উদ্যোক্তা, গ্যারান্টার, কর্মকর্তা-কর্মচারী নির্বিশেষে দেশের প্রাপ্ত বয়স্ক সকল নাগরিক এ স্কীমের আওতায় হিসাব খুলতে পারবেন;
✓ এ স্কীমের আওতায় একই হিসাবধারী যে কোন অংকের, যে কোন সময়কালের জন্য এ ব্যাংকের যে কোন শাখায় এক বা একাধিক হিসাব খুলতে পারবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
জমাদান পদ্ধতি
✓ মাসের যে কোন কর্মদিবসে এ হিসাব খোলা যাবে;
✓ নগদ/ চেকের মাধ্যমে অর্থ জমা করা যাবে।
প্রয়োজনীয় কাগজপত্র
✓ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
✓ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
✓ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
✓ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
✓ নমিনীর আইডি কার্ডের কপি।
✓ অপ্রাপ্ত বয়স্কদের জন্মসনদ।
✓ ইউনিয়ন/ উপজেলা পরিষদ চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন (মেয়র) কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ।
✓ হিসাব খোলার এবং হিসাব পরিচালনার বোর্ড রেজ্যুলেশন (লিমিটেড কোম্পানির জন্য)।
✓ MOA এবং AOA (লিমিটেড কোম্পানির জন্য)।
✓ ইনকরপোরেশন সার্টিফিকেট (লিমিটেড কোম্পানির জন্য)।
✓ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
✓ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
✓ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
✓ এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
বিস্তারিত জানতে
◾ কর্মসংস্থান ব্যাংক ভবন, প্রধান কার্যালয়, ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
◾ ✆ টেলিফোনঃ ০২-৪৭১১১১৪১
◾ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৫৭৫৯৪
◾ ইমেইলঃ info@kb.gov.bd
◾ ওয়েবসাইটঃ www.kb.gov.bd