কর্মসংস্থান ব্যাংকব্যাংক হিসাব

কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম হিসাব

কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবটি ভবিষ্যতে সুদসহ অর্থ জমাকারীদের জন্য একটি হিসাব। কর্মসংস্থান ব্যাংকের টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবটি একটি সুদ-প্রদানকারী জমা হিসাব, যা থেকে উচ্চ হারের সুদ আয় করা যায়। একটি নির্দিষ্ট মেয়াদ শেষে সুদ পাওয়া যায়। এই হিসাবের বিপরীতে কোন কার্ড ও চেক বই ইস্যু করা হয় না।

এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে কর্মসংস্থান ব্যাংক টার্ম ডিপোজিট স্কীম (KBTDS) হিসাবের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
বয়স- যে কেউ এই হিসাব খুলতে পারে;
সুদের হার- ৬%, ৬.৫০%, ও ৭.৫০% (সুদের হার পরিবর্তনশীল- ব্যাংক পরিচালনা বোর্ডের অনুমোদন মোতাবেক পরিবর্তনযোগ্য।);
হিসাবের মেয়াদকাল-৩ মাস, ৬ মাস, ও ১ বছর;
এককালীন জমার পরিমাণ- যে কোনো পরিমাণ।

মেয়াদ পূর্তিতে পরিশোধ
হিসাবের মেয়াদপূর্তির পর আমানতকারীকে তাঁর প্রাপ্য টাকা লভ্যাংশসহ সরকারী নিয়মানুযায়ী উৎসে কর, আবগারী শুল্ক ও অন্যান্য (প্রযোজ্য ক্ষেত্রে) কর্তনের পর এককালীন প্রদান করা যাবে। কর্তনের হার সরকারি নিয়মানুযায়ী পরিবর্তনযোগ্য।

হিসাব খোলা
কর্মসংস্থান ব্যাংকের উদ্যোক্তা, গ্যারান্টার, কর্মকর্তা-কর্মচারী নির্বিশেষে দেশের প্রাপ্ত বয়স্ক সকল নাগরিক এ স্কীমের আওতায় হিসাব খুলতে পারবেন;
এ স্কীমের আওতায় একই হিসাবধারী যে কোন অংকের, যে কোন সময়কালের জন্য এ ব্যাংকের যে কোন শাখায় এক বা একাধিক হিসাব খুলতে পারবেন।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

জমাদান পদ্ধতি
মাসের যে কোন কর্মদিবসে এ হিসাব খোলা যাবে;
নগদ/ চেকের মাধ্যমে অর্থ জমা করা যাবে।

প্রয়োজনীয় কাগজপত্র
একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
নমিনীর আইডি কার্ডের কপি।
অপ্রাপ্ত বয়স্কদের জন্মসনদ।
ইউনিয়ন/ উপজেলা পরিষদ চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন (মেয়র) কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ।
হিসাব খোলার এবং হিসাব পরিচালনার বোর্ড রেজ্যুলেশন (লিমিটেড কোম্পানির জন্য)।
MOA এবং AOA (লিমিটেড কোম্পানির জন্য)।
ইনকরপোরেশন সার্টিফিকেট (লিমিটেড কোম্পানির জন্য)।
ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।

বিস্তারিত জানতে
কর্মসংস্থান ব্যাংক ভবন, প্রধান কার্যালয়, ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✆ টেলিফোনঃ ০২-৪৭১১১১৪১
ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৫৭৫৯৪
ইমেইলঃ info@kb.gov.bd
ওয়েবসাইটঃ www.kb.gov.bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button