কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস)
কর্মসংস্থান ব্যাংকের ঋণগ্রহীতা, ব্যাংকের কর্মকর্তা/ কর্মচারী ও তাদের পোষ্য (স্বামী/ স্ত্রী ও প্রাপ্তবয়স্ক ১৮ বছর বা তদূর্ধ্ব বয়সের সন্তান) এবং দেশের প্রাপ্তবয়স্ক সকল নাগরিক “কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস)” এর আওতায় হিসাব খুলতে পারবেন।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস) এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✓ হিসাবের মেয়াদকাল- ০৩/ ০৫ বছর;
✓ মাসিক কিস্তির পরিমাণ- ৫০০/-, ১০০০/-, ২০০০/-, ৩০০০/-, ৪০০০/-, ৫০০০/- ও ১০০০০/- টাকা;
✓ সুদের হার- বার্ষিক চক্রবৃদ্ধি হারে ক) ০৩ বছর – ৭.০০%; খ) ০৫ বছর – ৭.২৫%। (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে);
✓ কিস্তি প্রদানের তারিখ- মাসের ১ হতে ১০ তারিখ পর্যন্ত;
✓ সার্ভিস চার্জ- হিসাব বন্ধ করার সময় ২০০/- টাকা;
✓ কর ও ভ্যাট- হিসাবের বিপরীতে কর ও ভ্যাট প্রযোজ্য।
প্রয়োজনীয় কাগজপত্র
✓ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
✓ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
✓ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
✓ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
নমিনীর আইডি কার্ডের কপি।
✓ নাবালকের নামে অভিভাবক কর্তৃক হিসাব খোলা/ পরিচালনা করা যাবে।
✓ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
✓ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
✓ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
✓ এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
✓ একই নামে একাধিক হিসাব খোলা যাবে।
কর্মসংস্থান ব্যাংক স্পেশাল ডিপোজিট স্কীম (কেবিএসডিএস) হিসাবের বিপরীতে ঋণ সুবিধা
✓ কেবিএসডিএস হিসাবের স্থিতি লিয়েন রেখে জমা স্থিতির সর্বোচ্চ ৯০% ঋণ গ্রহণ করতে পারবেন।
✓ উক্ত ঋণের বিপরীতে সুদের হার হবে সংশ্লিষ্ট হিসাবে প্রদত্ত সুদের অতিরিক্ত ৩% (চক্রবৃদ্ধি)।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
◾ কর্মসংস্থান ব্যাংক ভবন, প্রধান কার্যালয়, ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
◾ ✆ টেলিফোনঃ ০২-৪৭১১১১৪১
◾ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৫৭৫৯৪
◾ ইমেইলঃ info@kb.gov.bd
◾ ওয়েবসাইটঃ www.kb.gov.bd