কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাব
কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাবটি সাধারণ লেনদেনকারীদের জন্য একটি হিসাব। এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। কর্মসংস্থান ব্যাংক সঞ্চয়ী হিসাব একটি সুদ-প্রদানকারী জমা হিসাব, যা থেকে স্বল্প হারের সুদ আয় করা যায়। প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে চার বারের বেশি অর্থ উত্তোলন করলে সেই মাসে সুদ পাওয়া যাবেনা। এই হিসাবের বিপরীতে কার্ড ও চেক বই ইস্যু করা হয়ে থাকে।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে কর্মসংস্থান ব্যাংক এর (সঞ্চয় আমানত) সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✓ বয়স- হিসাবধারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে;
✓ হিসাবের মেয়াদকাল: প্রযোজ্য নহে;
✓ জমার পরিমাণ: যে কোনো পরিমাণ;
✓ এই হিসাবে চেক বই পাওয়া যায়;
✓ সুদের হার: ৩.৫০% (পরিবর্তনশীল)।
জমা পদ্ধতি
ক) মাসের যে কোন কর্মদিবসে এ হিসাব খোলা যাবে;
খ) নগদ/ চেকের মাধ্যমে অর্থ জমা করা যাবে।
হিসাব খোলার নিয়মাবলী এবং প্রয়োজনীয় কাগজপত্র
কর্মসংস্থান ব্যাংকের যেকোন শাখায় হিসাব খোলা যাবে। হিসাব খোলার প্রয়োজনীয় কাগজপত্র নিম্নে তুলে ধরা হলো-
১. ২ (দুই) কপি পাসপোর্টসাইজ ছবি;
২. নমিনীর ১ (এক) কপি সপোর্টসাইজ ছবি;
৩. National ID/ Passport এর ফটোকপি;
৪. ইউনিয়ন/ উপজেলা পরিষদ চেয়ারম্যান/ সিটি কর্পোরেশন (মেয়র) কর্তৃক স্বাক্ষরিত নাগরিক সনদ;
৫. ব্যাংকের একজন গ্রাহক কর্তৃক পরিচয় প্রদত্ত হতে হবে;
৬. KYC ফরমসহ নির্ধারিত ফরমে আবেদন করতে হবে;
৭. TIN সার্টিফিকেট (যদি থাকে);
৮. অন্যান্য কাগজপত্র (প্রয়োজনে)।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
বিস্তারিত জানতে
◾ কর্মসংস্থান ব্যাংক ভবন, প্রধান কার্যালয়, ১, রাজউক এভিনিউ, ঢাকা-১০০০ অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
◾ ✆ টেলিফোনঃ ০২-৪৭১১১১৪১
◾ ফ্যাক্সঃ ৮৮০-২-৯৫৫৭৫৯৪
◾ ইমেইলঃ info@kb.gov.bd
◾ ওয়েবসাইটঃ www.kb.gov.bd