জব রোটেশন (ব্যাংকার)
কর্মী বান্ধব জব রোটেশন
প্রতিষ্ঠানের মঙ্গলে
করতে হবে নিয়মিত
আনতে হবে আমলে।
নতুন নতুন কর্ম পেলে
এক ঘেয়েমি থাকবেনা
দক্ষ কর্মী তৈরি হবে
বাড়বে কাজের প্রেরনা।
সবার ভিতর মেধা আছে
সুযোগ দিলে ফুটবে ফুল
রুপ-গন্ধে ভরবে বাগান
ভাংবে সকল মনের ভুল।
জব রোটেশন থাকলে সচল
সৃষ্টি হবে নেতৃত্ব
আস্থা বাড়বে, সাহস বাড়বে
নিতে বড় দায়িত্ব।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
সকল কাজে থাকলে মেধা
কর্মী হবে সৃজনশীল
নতুন নতুন আইডিয়াতে
কর্ম হবে গতিশীল।
ইচ্ছা শক্তি চাঙ্গা হবে
বাড়বে কর্ম দক্ষতা
দন্দ সংঘাত দূর হবে
সৃষ্টি হবে একতা।
জীবন হবে কল্যান মুখী
আত্মবিশ্বাস বাড়বে
সকল চ্যালেঞ্জ মোকাবেলায়
একই সাথে লড়বে।
কর্মী পাবে নিরাপত্তা
কর্মহীন সে থাকবেনা
অদক্ষতার গ্লানি নিয়ে
পথভ্রষ্ট হবে না।
আমলা তন্ত্রের জটিলতা
জিইয়ে রাখলে চলবে না
সবার সুযোগ দিতে হবে
কেউ পিছিয়ে থাকবেনা।
দায়িত্বশীল নেতার প্রতি
রইলো আকুল আবেদন
সহযোদ্ধা যোগ্য করতে
করবেন “জব রোটেশন”।
কার্টেসিঃ নজরুল ইসলাম, কবি ও ব্যাংকার