জনতা ব্যাংক পিএলসিব্যাংক হিসাব

জনতা ব্যাংক স্পেশাল নোটিশ ডিপোজিট হিসাব

জনতা ব্যাংক স্পেশাল নোটিশ ডিপোজিট বা এসএনডি হিসাব ব্যবসায়ী ও অধিক লেনদেনকারীদের জন্য একটি হিসাব। এই হিসাবে আন-লিমিটেড লেনদেন করা যায়। ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহকের চাহিদা মোতাবেক সম্পূর্ণ অর্থ যেকোন সময় ফেরত দিতে বাধ্য থাকে। টাকা উত্তোলনের ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা থাকে না, অর্থাৎ গ্রাহক এক কর্মদিবসে যত বার প্রয়োজন ততবার টাকা উত্তোলন করতে পারেন। তবে এই হিসাবে টাকা উত্তোলনে সাত দিনের নোটিশ দিতে হয়। এই হিসাবের বিপরীতে চেক ও কার্ড ইস্যু করা হয়ে থাকে। এই হিসাবে জমাকৃত অর্থের উপর সুদ পাওয়া যায়।

এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর স্পেশাল নোটিশ ডিপোজিট একাউন্ট এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
প্রাথমিক জমার পরিমান- উদ্বোধনী ব্যালেন্স (ন্যূনতম) ১,০০০ টাকা;
বয়স- হিসাবধারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে;
সুদের হার- ৩.৭৫% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) ৫০ কোটি টাকা পর্যন্ত;
সুদের হার- ৩.৭৫% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) ৫০ কোটি টাকার অধিক কিন্তু ১০০ কোটি টাকার কম;
সুদের হার- ৪.০০% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে) ১০০ কোটি টাকা ও তদুর্ধ্ব;
হিসাব বিবৃতি (১/২ বা ১ বছর বা নতুন গ্রাহক)- অর্ধবার্ষিক ফ্রি;
বাৎসরিক সার্ভিস চার্জ ১,০০০ টাকা;
একাউন্ট খোলার পরপরই চেক বই পাওয়া যায়;
প্রত্যেক ১০ পাতা চেকের জন্য ৩০ টাকা ফি হিসেবে দিতে হয়;
একটি চেক বই শেষ হলে ব্যাংক থেকে সাথে সাথেই নতুন চেক বই সংগ্রহ করা যায়;
কর ও ভ্যাট- হিসাবের বিপরীতে কর ও ভ্যাট প্রযোজ্য।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

প্রয়োজনীয় কাগজপত্র
একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
প্রতিষ্ঠানের/কোম্পানীর ক্ষেত্রে MOU, RJC কর্তৃক প্রদত্ত সার্টিফিকেট।
হিসাব হতে ফান্ড ট্রান্সফার বা নগদ উত্তোলনের ন্যূনতম ৭ দিন পূর্বে নোটিশ প্রদান করতে হবে।
কোম্পানীর ক্ষেত্রে যথাযথ অনুমোদন।
Account Opening এবং Account Operation এর বোর্ড রেজ্যুলেশন।
ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
প্রতিষ্ঠানের সিল।
এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
নমিনী প্রয়োজন নেই।
হিসাব বন্ধ করতে করণীয়ঃ যেকোন সময় নোটিশ বা আবেদনপূর্বক হিসাব বন্ধ করা যায়।

❏ বিস্তারিত জানতে
জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
সুইফট কোডঃ JANBBDDH
ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button