জনতা ব্যাংক পিএলসিবিনিয়োগ ও লোন

জনতা ব্যাংক পেনশনভোগীদের জন্য বিশেষ ঋণ

জনতা ব্যাংক লিমিটেড এর জনতাসাপোর্ট-পেনশনভোগীদের জন্য বিশেষ ঋণের আওতায় পেনশনভোগীদের সুবিধা লাভের জন্য ৫ বছর মেয়াদে মাসিক কিস্তিতে ৯% সুদে এই ঋণ দিয়ে থাকে।

এই লোনের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর জনতাসাপোর্ট-পেনশনভোগীদের জন্য বিশেষ ঋণ এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)- বিভিন্ন সরকারী ও স্বায়ত্বশাসিত সংস্থা হতে অবসর গ্রহনকারী ডিফেন্স/সিভিল/ব্যাংক পেনশনভোগীগণ (যেমন- প্রতিরক্ষা বাহিনী, পানি উন্নয়ন বোর্ড, সরকারী রাজস্বভুক্ত বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠান ও জনতা ব্যাংকের পেনশনভোগীগণ) যারা জনতা ব্যাংক হতে পেনশন সুবিধা গ্রহন করার মাধ্যমে নিয়মিত নির্দিষ্ট পরিমান অর্থ আয় করছেন তাঁরা এ ঋণ প্রাপ্তির যোগ্য বলে বিবেচিত হবেন। তবে গ্রাহকগণ জনতা ব্যাংক লিমিটেডের যে শাখা হতে পেনশনের অর্থ উত্তোলন করেন শুধুমাত্র সে শাখা হতে এ ঋণ সুবিধা গ্রহন করতে পারবেন।
ঋণসীমা (Limit)- ১০.০০ (দশ) লক্ষ টাকা অথবা গ্রাহকের প্রাপ্ত মাসিক পেনশনের মোট পরিমানের সর্বোচ্চ ২৪ গুণ-এ দুই-এর মধ্যে যা কম।
সুদের হার (Rate)- ৯.০% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)।
কিস্তির ধরণ (Installment Type)- মাসিক।
লোনের মেয়াদ (Period of loan)- সর্ব্বোচ্চ ৫ বছর (৬০ কিস্তি)।
জামানাত (Security)
(১) ঋণ কর্মসূচিটি জামানতবিহীন তবে ঋণের বিপরীতে ঋণগ্রহীতাকে তাঁর পেনশন হিসাবটি ব্যাংকের নিকট লিয়েন রাখতে হবে।
(২) যথাযথ স্ট্যাম্প সহকারে ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতার ব্যক্তিগত জামিননামা (গ্যারান্টি) নিতে হবে।
(৩) ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ ঋণ গ্রহীতার স্বামী/স্ত্রী/পিতা/মাতা/সহোদর ভাই/সাবালক সন্তান অথবা সংশ্লিষ্ট এলাকায় স্থায়ীভাবে বসবাসরত প্রাইমারী স্কুল/হাইস্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার কিংবা সরকারী, আধা-সরকারী বা স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তার নিকট হতে তৃতীয় পক্ষীয় গ্যারান্টি গ্রহন করতে হবে। উল্লেখ্য, গ্যারান্টি প্রদানকারী ব্যক্তিকে অবশ্যই ব্যাংকের নিকট গ্রহণযোগ্য হতে হবে।
(৪) ঋণগ্রহীতার নিকট হতে ঋণের কিস্তির সমান সংখ্যক এবং তার অতিরিক্ত ১টি চেক গ্রহণ করতে হবে।
অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)- সকল শাখা।
প্রয়োজনীয় কাগজপত্র- ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।

ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

❏ বিস্তারিত জানতে
জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
সুইফট কোডঃ JANBBDDH
ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button