জনতা ব্যাংক সঞ্চয়ী হিসাব
জনতা ব্যাংক সঞ্চয়ী হিসাবটি সাধারণ লেনদেনকারীদের জন্য একটি হিসাব। এই হিসাবে লিমিটেড লেনদেন করা যায়। জনতা ব্যাংক সঞ্চয়ী হিসাব একটি সুদ-প্রদানকারী জমা হিসাব, যা থেকে স্বল্প হারের সুদ আয় করা যায়। প্রতি মাসে সঞ্চয়ী হিসাবে চার বারের বেশি অর্থ উত্তোলন করলে সেই মাসে সুদ পাওয়া যাবেনা। এই হিসাবের বিপরীতে কার্ড ও চেক বই ইস্যু করা হয়ে থাকে।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর সঞ্চয়ী হিসাবের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✔ প্রাথমিক জমার পরিমান- উদ্বোধনী ব্যালেন্স (ন্যূনতম) ৫০০ টাকা;
✔ বয়স- হিসাবধারীর বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে;
✔ সুদের হার- ৩.৭৫% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে);
✔ হিসাব বিবৃতি (১/২ বা ১ বছর বা নতুন গ্রাহক)- অর্ধবার্ষিক ফ্রি;
✔ বাৎসরিক সার্ভিস চার্জ প্রতি ৬ মাসের জন্য ৩০০ টাকা, এভাবে বছরে ৬০০ টাকা দিতে হয়;
✔ একাউন্ট খোলার পরপরই চেক বই পাওয়া যায়;
প্রত্যেক ১০ পাতা চেকের জন্য ৩০ টাকা ফি হিসেবে দিতে হয়;
✔ একটি চেক বই শেষ হলে ব্যাংক থেকে সাথে সাথেই নতুন চেক বই সংগ্রহ করা যায়;
✔ কর ও ভ্যাট- হিসাবের বিপরীতে কর ও ভ্যাট প্রযোজ্য।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রয়োজনীয় কাগজপত্র
✔ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
✔ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
✔ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
✔ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
✔ নমিনীর আইডি কার্ডের কপি।
✔ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
✔ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
✔ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
✔ এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
✔ হিসাব বন্ধ করতে করণীয়ঃ যেকোন সময় নোটিশ বা আবেদনপূর্বক হিসাব বন্ধ করা যায়।
❏ বিস্তারিত জানতে
✔ জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✔ টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
✔ ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
✔ সুইফট কোডঃ JANBBDDH
✔ ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
✔ ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |