জনতা ব্যাংক অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস)
জনতা ব্যাংক অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস) হিসাবটি একটি কিস্তি হিসাব। এই হিসাবটি বিদেশে অবস্থানরত/কর্মরত বাংলাদেশী নাগরিকরা খুলতে পারবেন। জনতা ব্যাংক অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস) হিসাব একটি সুদ-প্রদানকারী মেয়াদি হিসাব, যা থেকে উচ্চ হারের সুদ আয় করা যায়। প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করে মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়। এই হিসাবের বিপরীতে কার্ড ও চেক বই ইস্যু করা হয় না।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর অনিবাসী পেনশন স্কিম (এনআরপিএস) হিসাবের বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✔ হিসাবের মেয়াদকাল- ০৫ (পাঁচ) বছর;
✔ মাসিক কিস্তির পরিমাণ- ৩০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০ টাকা;
✔ সুদের হার- বার্ষিক ৮.৫% সরল সুদ হারে (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে);
✔ কিস্তি প্রদানের তারিখ- মাসের প্রথম হতে শেষ দিন পর্যন্ত (ব্যাংক খোলা থাকা সাপেক্ষে);
✔ কর ও ভ্যাট- হিসাবের বিপরীতে কর ও ভ্যাট প্রযোজ্য।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রয়োজনীয় কাগজপত্র
✔ বিদেশে অবস্থানরত/কর্মরত বাংলাদেশী নাগরিক এ হিসাব খুলতে পারবেন।
✔ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
✔ হিসাব খোলার ফর্মে ও নমুনা স্বাক্ষর কার্ডে গ্রাহকের স্বাক্ষর, তিন কপি ছবি, পাসপোর্টের ১ম সাত পাতার ফটোকপিসহ সমুদয় কাগজপত্রাদি সত্যায়িত করে প্রেরণ করতে হবে।
✔ হিসাব খোলার ফরম, নমুনা স্বাক্ষর কার্ড ও পাসপোর্টের স্বাক্ষর এক ও অভিন্ন হতে হবে।
✔ গ্রাহক কর্তৃক মনোনীত নমিনীর ২ কপি সত্যায়িত ছবি দাখিল করতে হবে।
✔ কিস্তি বৈদেশিক রেমিট্যান্স এর মাধ্যমে জমা হতে হবে।
✔ প্রতি মাসের কিস্তি ঐ মাসের মধ্যে জমা হতে হবে। অগ্রিম জমা করা যাবে তবে অগ্রিম জমার জন্য সুদ প্রদান করা হবে না।
✔ অনিবাসী গ্রাহক এর ব্যক্তিগত সঞ্চয়ী হিসাব একই শাখায় হতে হবে এবং ঐ হিসাবের মাধ্যমে রেমিট্যেন্স প্রেরণ করতে হবে।
✔ গ্রাহকের অবর্তমানে হিসাবটি বন্ধ করা হলে হিসাবের স্থিতি যথাযথ নিয়ম অনুসরণ করে তার মনোনীত নমিনিকে প্রদান করতে হবে।
✔ কোন নাবালক/নাবালিকা অথবা যুগ্ম নামে এই স্কীমের আওতায় হিসাব খোলা যাবে না।
✔ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
✔ এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
হিসাব বন্ধ করতে করণীয়
১. যেকোন সময় নোটিশ বা আবেদনপূর্বক হিসাব বন্ধ করা যায়।
২. হিসাব খোলার এক বৎসর পর্যন্ত সময়ের মধ্যে হিসাব বন্ধ করা হলে গ্রাহক কেবলমাত্র জমাকৃত মূল অর্থ ফেরৎ পাবেন।
৩. হিসাবের মেয়াদ এক বৎসরের অধিক কিন্তু তিন বৎসর পর্যন্ত হলে গ্রাহক ৫% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাবেন।
৪. হিসাবের মেয়াদ তিন বৎসরের অধিক হলে গ্রাহক ৬% হারে সরল সুদসহ জমাকৃত আসল টাকা ফেরৎ পাবেন।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
❏ বিস্তারিত জানতে
✔ জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✔ টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
✔ ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
✔ সুইফট কোডঃ JANBBDDH
✔ ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
✔ ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com