জনতা ব্যাংক স্বাস্থ্যসেবা ঋণ
জনতা ব্যাংক লিমিটেড এর জনতাকেয়ার-স্বাস্থ্যসেবা ঋণের আওতায় চাকুরীজীবিদের স্বাস্থ্যসেবা লাভের জন্য ৫ বছর মেয়াদে অল্প সুদে স্বাস্থ্যসেবা ঋণ দিয়ে থাকে।
এই লোনের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর জনতাকেয়ার-স্বাস্থ্যসেবা ঋণ এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✔ ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)- ঋণের গ্রাহককে বিভিন্ন সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত সংস্থা, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান (NBFI), মাল্টিন্যাশনাল কোম্পানীতে কর্মরত নির্বাহী/কর্মকর্তা/কর্মচারী হতে হবে এবং কমপক্ষে ২ বছর বর্তমান প্রতিষ্ঠানে কর্মরত ও স্থায়ী চাকুরে হতে হবে। ঋণ গ্রহীতার মাসিক নীট বেতন (Take home pay) ন্যূনতম ২৫০০০/- টাকা হতে হবে।
✔ ঋণসীমা (Limit)- সহজামানত ব্যতীতঃ সর্ব্বোচ্চ ২.০০ লক্ষ টাকা এবং সহজামানত সহকারেঃ সর্ব্বোচ্চ ১০.০০ লক্ষ টাকা।
✔ সুদের হার (Rate)- ১১% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)।
✔ কিস্তির ধরণ (Installment Type)- মাসিক।
✔ লোনের মেয়াদ (Period of loan)- সর্ব্বোচ্চ ৫ বছর (৬০ কিস্তি)।
✔ জামানাত (Security)
(১) যথাযথ স্ট্যাম্প সহকারে ঋণ পরিশোধের জন্য ঋণগ্রহীতার ব্যক্তিগত জামিননামা (গ্যারান্টি) নিতে হবে।
(২) ঋণ পরিশোধের নিশ্চয়তা স্বরূপ ঋণগ্রহীতার স্বামী/স্ত্রী/পিতা/মাতা/সহোদর ভাই/সাবালক সন্তান অথবা সংশ্লিষ্ট এলাকায় স্থায়ীভাবে বসবাসরত প্রাইমারী স্কুল/হাইস্কুল/কলেজ/বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পোস্ট মাস্টার, ডাক্তার কিংবা সরকারি আধা-সরকারি বা শ্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত কর্মকর্তার নিকট হতে তৃতীয় পক্ষীয় গ্যারান্টি গ্রহন করতে হবে।
(৩) ঋণের কিস্তির সমান সংখ্যক এবং তার অতিরিক্ত ১টি ঋণগ্রহীতার সঞ্চয়ী হিসাবের চেক গ্রহন করতে হবে।
(৪) ঋণ মঞ্জুরী ক্ষমতা বিধির ৮ম সংস্করণের ১৭ নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে।
✔ অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)- সকল শাখা।
✔ প্রয়োজনীয় কাগজপত্র- ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
❏ বিস্তারিত জানতে
✔ জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✔ টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
✔ ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
✔ সুইফট কোডঃ JANBBDDH
✔ ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
✔ ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com