জনতা ব্যাংক ডিপোজিট স্কিম (জেডিএস)
জনতা ব্যাংক ডিপোজিট স্কিম (জেডিএস) এর আওতায় আপনি প্রতি মাসে নির্দিষ্ট পরিমান কিস্তি একটি নির্দিষ্ট মেয়াদ অর্থাৎ ৫ বছর পর্যন্ত জমা দিয়ে ওই নির্দিষ্ট মেয়াদ শেষে আকর্ষণীয় সুদসহ আপনার জমাকৃত টাকা ফেরৎ পাবেন। যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান এই হিসাব খুলতে পারে।
এই হিসাবের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর ডিপোজিট স্কিম (জেডিএস) এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✔ হিসাবের মেয়াদকাল- ০৫ বছর;
✔ মাসিক কিস্তির পরিমাণ- ১০০০, ২০০০, ৫০০০, ১০০০০, ১৫০০০, ২০০০০ এবং ২৫০০০ টাকা;
✔ সুদের হার- বার্ষিক ৬% চক্রবৃদ্ধি হারে (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে);
✔ কিস্তি প্রদানের তারিখ- মাসের ১ হতে ১০ তারিখ পর্যন্ত;
✔ কর ও ভ্যাট- হিসাবের বিপরীতে কর ও ভ্যাট প্রযোজ্য।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
প্রয়োজনীয় কাগজপত্র
✔ একাউন্ট হোল্ডার কর্তৃক স্বাক্ষরসহ একাউন্ট খোলার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে।
✔ আবেদনপ্রার্থীর ২ কপি পাসপোর্ট সাইজের ছবি (পরিচয়দানকারী কর্তৃক সত্যায়িত)।
✔ জাতীয় পরিচয় পত্র/ বৈধ পাসপোর্ট/ ড্রাইভিং লাইসেন্স/ নাগরিকত্ব সনদ অথবা অন্যান্য ছবি সম্বলিত পরিচয় পত্রের অনুলিপি।
✔ নমিনীর ১ কপি পাসপোর্ট সাইজের ছবি (আবেদনপ্রার্থী কর্তৃক সত্যায়িত)।
✔ নমিনীর আইডি কার্ডের কপি।
✔ যুগ্ম নামে ও একই নামে একাধিক হিসাব খোলা যাবে না।
✔ নাবালকের নামে অভিভাবক কর্তৃক হিসাব খোলা/পরিচালনা করা যাবে।
✔ ঠিকানা প্রমাণের জন্য সাম্প্রতিক ইউটিলিটি বিলের (গ্যাস, বিদ্যুৎ, ওয়াসা, টেলিফোন) ফটোকপি।
✔ টিআইএন সার্টিফিকেট (যদি থাকে)।
✔ একাউন্ট খোলার ফরমে পরিচয়দানকারী স্বাক্ষর।
✔ এছাড়া ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
হিসাব বন্ধ করতে করণীয়
১. এক বছর উত্তীর্ণ হওয়ার পূর্বে হিসাব বন্ধ করা হলে নিয়মানুযায়ী আবগারী শুল্ক ও অন্যান্য পাওনা কর্তনের পর অবশিষ্ট অর্থ সুদ প্রদান ব্যতিরেকে আমানতকারীকে ফেরত দেওয়া হবে।
২. ১ হতে ৫ বছরের মধ্যে হিসাব বন্ধ করা হলে নিয়মানুযায়ী আবগারী শুল্ক, উৎসে কর ও অন্যান্য পাওনা কর্তনের পর প্রচলিত সঞ্চয়ী হিসাবের সুদের হারে সরল সুদ প্রদান করা হবে।
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
❏ বিস্তারিত জানতে
✔ জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✔ টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
✔ ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
✔ সুইফট কোডঃ JANBBDDH
✔ ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
✔ ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com