জনতা ব্যাংক কনজ্যুমার ফাইন্যান্সিং
জনতা ব্যাংক লিমিটেড কনজ্যুমার ফাইন্যান্সিং এর আওতায় কনজ্যুমারস ক্রেডিট, সাইবার ক্যাফে ঋন, চাকুরীজীবি ঋন, ডক্টরস ঋন, গৃহ সংস্কার ঋন, অটো লোন, সরকারী কর্মচারীদের গৃহ নির্মাণ ঋণ, জনতা কেয়ার স্বাস্থ্য সেবা ঋণ, জনতা সাপোর্ট পেনশন ঋণ, শিক্ষা ঋণ দিয়ে থাকে।
এই লোনের বৈশিষ্ট্য
নিম্নে জনতা ব্যাংক এর কনজ্যুমার ফাইন্যান্সিং এর বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হলো-
✔ ঋণ প্রাপ্তির যোগ্যতা (Eligibility)- সরকারী, আধাসরকারী, সায়ত্বশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারী প্রতিষ্ঠানের চাকুরীজীবি।
✔ ঋণসীমা (Limit)- সর্বনিম্ন মুল বেতনের ১২ গুন।
✔ সুদের হার (Rate)- ৯% (পরিবর্তনশীল-সুদের হার সংক্রান্ত সর্বশেষ সার্কুলার অনুসারে)।
✔ কিস্তির ধরণ (Installment Type)- মাসিক।
✔ লোনের মেয়াদ (Period of loan)- ২-৪ বছর।
✔ জামানাত (Security)- প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র।
✔ অনুমোদিত শাখাসমূহ (Designated Branches)- জনতা ব্যাংকের সকল শাখা।
✔ প্রয়োজনীয় কাগজপত্র- ব্যাংকের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র।
ব্যাংকিং নিউজ বাংলাদেশ (Banking News Bangladesh. A Platform for Bankers Community.) প্রিয় পাঠকঃ ব্যাংকিং বিষয়ক গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়মিত আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ব্যাংকিং নিউজ বাংলাদেশ এ লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন। |
❏ বিস্তারিত জানতে
✔ জনতা ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ১১০ মতিঝিল বানিজ্যিক এলাকা, ঢাকা অথবা ব্যাংকের যেকোন শাখায় যোগাযোগ করুন
✔ টেলিফোন ✆ +৮৮-০২-৯৫৫২০৭৮, ৯৫৬০০০০, ৯৫৬৬০২০, ৯৫৫৬২৪৫-৪৯, ৯৫৬৫০৪১-৪৩, ৯৫৬৬০২৮-২৯, ৯৫৬৬১৩৫-৩৬, ৯৫৬৬১৪১-৪৩, ৯৫৬০০৪২-৪৪, ৯৫৫৮৬১৩ নম্বরে কল করুন
✔ ফ্যাক্সঃ +৮৮-০২-৯৫৬৪৬৪৪
✔ সুইফট কোডঃ JANBBDDH
✔ ইমেইলঃ mis@janatabank-bd.com; jbcomp@janatabank-bd.com
✔ ওয়েবসাইটঃ www.jb.com.bd; www.janatabank-bd.com
আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরি করি আমার বাড়ি নির্মান জন্য লোন দরকার আমি কি লোন নিতে পারবো।