যমুনা ব্যাংক জব সার্কুলার

যমুনা ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি

যমুনা ব্যাংক প্রবেশনারি অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি – যমুনা ব্যাংক পিএলসি (Jamuna Bank PLC) বাংলাদেশের একটি বেসরকারি ব্যাংক। ব্যাংকটি কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা নিবন্ধিত ব্যাংকিং কোম্পানি। এটি বাণিজ্যিক যাত্রা শুরু করে ৩ জুন, ২০০১ সালে। সম্প্রতি ব্যাংকটিতে “প্রবেশনারি অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশিত হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ প্রবেশনারি অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যে কোনো স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয়/ ফরেন বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রী ধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✓ স্নাতক পর্যায়ে ১ম শ্রেণি বা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
✓ এসএসসি/ এইচএসসি বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ কম্পিউটার অপারেটিং দক্ষতা থাকতে হবে বিশেষত এমএস অফিস প্ল্যাটফর্মগুলোতে দক্ষ হতে হবে।
✓ বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
✓ ২৫ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে বয়স ৩০ বছরের বেশি না হওয়া।
✓ ব্যাংকে সেবা দেওয়ার জন্য ৫ বছরের জন্য বন্ড স্বাক্ষর করতে হবে।
✓ দেশের যে কোনো স্থানে কাজ করার জন্য আগ্রহী হতে হবে।

বেতন ও ভাতাঃ
✓ প্রবেশনারি অফিসার হিসেবে ০১ (এক) বছর প্রবেশনকালীন সময়ে মাসিক বেতন হবে- ৪৫,০০০ টাকা।
✓ ০১ (এক) বছর প্রবেশন পিরিয়ড শেষে “অফিসার (জেনারেল)” হিসেবে মাসিক বেতন হবে- ৫৮,০০০ টাকা।
✓ এছাড়াও ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সকল সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

আবেদন পদ্ধতি
কেবলমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। যমুনা ব্যাংক একটি ইকুয়াল কর্মসংস্থান প্রতিষ্ঠান। যে কোনো ধরনের প্ররোচনামূলক কর্মকান্ড প্রার্থিতা অযোগ্য ঘোষণা করবে। যমুনা ব্যাংক কোনো কারণ দর্শানো ছাড়াই যে কোনো আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে। আগ্রহী প্রার্থীদেরকে সাম্প্রতিক তোলা পাসপোর্ট আকারের ছবি সহ অনলাইনে আবেদন করতে হবে।
সার্কুলারটি দেখতে ও আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৯ ডিসেম্বর, ২০২৪।

সোর্সঃ যমুনা ব্যাংক পিএলসি

About Jamuna Bank PLC:

Jamuna Bank PLC (যমুনা ব্যাংক পিএলসি) is a 3rd generation private commercial bank in Bangladesh, was established by a group of local entrepreneurs and dedicated to embracing change and creating lasting customer value. Established under the Companies Act, 1994, the bank has its headquarters at the prestigious Jamuna Bank Tower, located at Gulshan-1. They commenced their operations on 03 June, 2001. M. A. Khayer was the founding chairman of Jamuna Bank. Their commitment to serving trade, commerce, industry, and the overall business landscape of Bangladesh is unwavering. Jamuna Bank PLC provides financial support to entrepreneurs for establishing promising new ventures and upgrading existing industrial units. Founded by a group of esteemed local entrepreneurs with a strong reputation in trade, commerce, industry, and business, we are proud to contribute to the nation’s growth.

They offer both conventional and Islamic banking services through specialized branches. At Jamuna Bank, their highly educated and professional team, with diversified experience in finance and banking, ensures that they understand and anticipate our customers’ evolving needs. To keep pace with changing customer requirements, They continuously develop strategies and introduce innovative products. Their unwavering commitment to quality service has earned them a distinguished reputation as service providers in our country. With a robust IT backbone, they have real-time online banking branches in both urban and rural areas throughout Bangladesh. In addition to traditional delivery channels, the bank offers ATMs, including shared ATMs with partner banks and consortium’s across the country.

ডিসক্লেইমারঃব্যাংকিং নিউজ’ চাকরি প্রদানকারী কোন সংস্থা বা প্রতিষ্ঠান নয়। ‘ব্যাংকিং নিউজ’-এর ওয়েবসাইট, ফেসবুক পেজফেসবুক গ্রুপে প্রকাশিত যেকোনো চাকরি সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি/ যেকোনো ধরণের চাকরির তথ্য বা নিয়োগ-প্রক্রিয়ার দায়-দায়িত্ব স্ব-স্ব নিয়োগকারী প্রতিষ্ঠানের। এ সংক্রান্ত কোনো অসত্য বা অসম্পূর্ন তথ্য অথবা আর্থিক লেনদেনের দায় ‘ব্যাংকিং নিউজ’-এর নয়। চাকরি প্রত্যাশী প্রার্থীদের এই ব্যাপারে সতর্ক হবার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। বিস্তারিত দেখতে ক্লিক করুন- এখানে

যমুনা ব্যাংক পিএলসি (Jamuna Bank PLC) বাংলাদেশের বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক। এটি কোম্পানি আইন ১৯৯৪-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ২ এপ্রিল, ২০০১ তারিখে নিবন্ধিত হয়। ব্যাংকটি ১,৬০০ মিলিয়ন টাকা অনুমোদিত মূলধন নিয়ে ৩ জুন, ২০০১ তারিখে ব্যাংকিং কার্যক্রম শুরু করে। ২০২০ সালের শেষে যমুনা ব্যাংকের অনুমোদিত ও পরিশোধিত মুলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে ১০,০০০ এবং ৭,৪৯২ মিলিয়ন টাকা। বর্তমানে ব্যাংকটির ১৬৭টি শাখা, ৩৪৮টি এটিএম ও সিআরএম বুথ রয়েছে। ব্যাংকটির প্রধান কার্যালয় যমুনা ব্যাংক টাওয়ার, প্লট ১৪, বীর উত্তম এ কে খন্দকার রোড, ব্লক সি, গুলশান ১, ঢাকা ১২১২ এ অবস্থিত।

আমানত গ্রহণ, ঋণদান, বৈদেশিক বাণিজ্য ও প্রকল্পে অর্থায়নসহ এ ব্যাংকটি সকল প্রচলিত বাণিজ্যিক ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই বৈদেশিক মুদ্রা ব্যবসায় ও বৈদেশিক বাণিজ্যে ব্যাপকভাবে অংশগ্রহণ করে আসছে। এ পর্যন্ত যমুনা ব্যাংক বিশ্বের ৮৪৫টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে করেসপন্ডেন্ট সম্পর্ক স্থাপন করেছে। যমুনা ব্যাংক পিএলসি সম্পদের মান সংরক্ষণ, মূলধন পর্যাপ্ততা, সম্পদের গুণগত মান, দক্ষ ব্যবস্থাপনা, সন্তোষজনক উপার্জন ও তারল্যের মতো প্রধান প্রধান লক্ষ্য সামনে রেখে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। গ্রাহক সেবা আরও দ্রুত ও স্বল্প সময়ে দেওয়ার জন্য ২০০৫ সাল থেকে যমুনা ব্যাংক অন-লাইন ব্যাংকিং সেবা কার্যক্রম শুরু করেছে। ব্যাংকটি ইতোমধ্যে ৩৪৮টি এটিএম বুথ স্থাপন, সরাসরি ডেবিট কার্ড, সীমিত পর্যায়ে ক্রেডিট কার্ড, টেলি ব্যাংকিং প্রবর্তন করেছে। স্বল্প সময়ের মধ্যে ক্রেডিট কার্ড, টেলি ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, ইমেইল ও এসএমএস ব্যাংকিং প্রবর্তনের পরিকল্পনা বাস্তবায়ন করেছে ব্যাংকটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button