ব্যাংক জব সার্কুলারযমুনা ব্যাংক জব সার্কুলার

ম্যানেজমেন্ট ট্রেইনি/ প্রবেশনারি অফিসার নেবে যমুনা ব্যাংক

যমুনা ব্যাংক লিমিটেড (Jamuna Bank Limited) বাংলাদেশের একটি বেসরকারি ইসলামী ব্যাংক। ব্যাংকটি কোম্পানি আইন ১৯৯৪ দ্বারা নিবন্ধিত ব্যাংকিং কোম্পানি। এটি বাণিজ্যিক যাত্রা শুরু করে ৩ জুন, ২০০১ সালে। ২০২০ সালের ১৩ মার্চ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে যমুনা ব্যাংক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তরিত হয়।

সম্প্রতি যমুনা ব্যাংক লিমিটেড চাকরিপ্রার্থীদের জন্য “ম্যানেজমেন্ট ট্রেইনি/ প্রবেশনারি অফিসার” পদে নিয়োগ বিজ্ঞপ্তি/ জব সার্কুলার প্রকাশ করেছে। উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগামী ২৭ এপ্রিল, ২০২৩ এর মধ্যে আপনাকে অনলাইনে অবশ্যই আবেদন করতে হবে।

আরও দেখুন:
বিভিন্ন ব্যাংকের জব সার্কুলার

পদের নামঃ ম্যানেজমেন্ট ট্রেইনি/ প্রবেশনারি অফিসার
✓ পদসংখ্যা: নির্ধারিত নয়।
✓ চাকরির ধরন: ফুল টাইম ও স্থায়ী।
✓ কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থানে।
✓ কর্মক্ষেত্র: অফিসে।

ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ
✓ ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি অনার্স ডিগ্রী ধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন।
✓ স্নাতক পর্যায়ে ১ম শ্রেণি বা সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ থাকতে হবে।
✓ এসএসসি/ এইচএসসি বা সমমানের পরীক্ষায় সিজিপিএ ৫.০০ এর মধ্যে ৪.০০ থাকতে হবে।
✓ অভিজ্ঞতার প্রয়োজন নেই।

অতিরিক্ত শর্তাবলীঃ
✓ কম্পিউটার অপারেটিং দক্ষতা থাকা বিশেষত এমএস অফিস প্ল্যাটফর্মগুলোতে দক্ষ হওয়া।
✓ বাংলা এবং ইংরেজি উভয় ক্ষেত্রে লিখিত এবং মৌখিক যোগাযোগ দক্ষতা থাকা।
✓ ২৭ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে বয়স ৩০ বছরের বেশি না হওয়া।
✓ ব্যাংকে সেবা দেওয়ার জন্য ৫ বছরের জন্য বন্ড স্বাক্ষর করতে হবে।
✓ দেশের যে কোন জায়গায় কাজ করার জন্য আগ্রহী হওয়া।

বেতন ও ভাতাঃ
✓ ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চূড়ান্ত নিয়োগ পেলে মাসিক ৬০,০০০ টাকা বেতন প্রদান করা হবে।
✓ প্রবেশনারি অফিসার হিসেবে নিয়োগ পেলে মাসিক ৪৫,০০০ টাকা প্রদান করা হবে।
✓ দুইটি পদেই ১ বছরের প্রবেশন পিরিয়ড শেষে ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার ও অফিসার (জেনারেল) হিসেবে উপনীত হবে।
✓ এছাড়াও ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদনের পদ্ধতিঃ
✓ কেবল সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাত্কারের জন্য ডাকা হবে।
✓ ম্যানেজমেন্ট ব্যতিক্রমধর্মী প্রার্থীদের জন্য যোগ্যতার শর্ত শিথিল করতে পারে।
✓ যমুনা ব্যাংক লিমিটেড কোনও কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনও আবেদন গ্রহণ বা প্রত্যাখ্যান করার অধিকার সংরক্ষণ করে।
✓ আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত লিংকের মাধ্যমে আবেদন করার জন্য বলা যাচ্ছে।
✓ সার্কুলারটি দেখতে ক্লিক করুন- এখানে
✓ আবেদন করতে ক্লিক করুন- এখানে

আবেদনের শেষ তারিখঃ
✓ ২৭ এপ্রিল, ২০২৩।

সোর্সঃ যমুনা ব্যাংক লিমিটেড

About Jamuna Bank Limited:
Jamuna Bank Limited is a commercial bank in Bangladesh registered under the Companies Act 1994. It was established on June 3, 2001. Jamuna Bank had 132 branches as of March 2019. Its head office is located at Hadi Mansion, 2, Dilkusha C/A, Dhaka-1000, Bangladesh. Jamuna Bank Ltd is a 3rd generation private commercial bank, was established by a group of local entrepreneurs.

The bank, aside from conventional, also provides Islamic banking through designated branches. The Bank has real-time online banking branches (of both urban and rural areas) network to provide online banking. In 2020 Jamuna Bank has turned into a full-fledged Shariah-based Islami bank.

একটি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

রিলেটেড লেখা

Back to top button