ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (JAIBB)
ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন সাবজেক্ট লিস্ট (JAIBB) – ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা (JAIBB)-এর নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। যেটি ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে কার্যকর হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে। নিম্নে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস অনুযায়ী জুনিয়র অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (JAIBB)-এর সাবজেক্ট এবং ওয়েভার তালিকা তুলে ধরা হলো-
Subject List of JAIBB (JAIBB-এর বিষয় তালিকা)
জুনিয়র অ্যাসোসিয়েট অফ দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (JAIBB)-এর সাবজেক্ট বা বিষয়গুলো হলো-
101) Monetary and Financial System (MAFS)- মনিটারি অ্যান্ড ফিন্যান্সিয়াল সিস্টেম
102) Governance in Financial Institutions (GFI)- গভর্নেন্স ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স
103) Principles of Economics (POE)- প্রিন্সিপলস অফ ইকোনমিক্স
104) Laws and Practice of General Banking (LPGB)- লজ অ্যান্ড প্রাকটিস অফ জেনারেল ব্যাংকিং
105) Business Communication in Financial Institutions (BCFI)- বিজনেস কমিউনিকেশন ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন্স
106) Organization and Management (OM)- অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট
আরও দেখুন:
◾ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
JAIBB Subject Exemption/ Waiver (জেএআইবিবি সাবজেক্ট ছাড়/ মওকুফ)
JAIBB-এর যেকোনো বিষয়ের জন্য কোনো পরীক্ষার্থীকে প্রাসঙ্গিক বিষয়ে তার উচ্চতর একাডেমিক ডিগ্রি বিবেচনায় কোনো মওকুফ/ ছাড় দেওয়া হবে না। পূর্ববর্তী JAIBB পরীক্ষায় বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ পরীক্ষার্থীরা নিম্নে বর্ণিত সংশ্লিষ্ট বিষয়গুলো থেকে ছাড়/ মওকুফ পাওয়ার যোগ্য হবেন। পুরনো JAIBB এবং নতুন JAIBB পাঠ্যক্রমের অধীনে সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়/ মওকুফ-এর আওতায় আসবে-
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE):
ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) ব্যাংক ও আর্থিক খাতের প্রফেশনাল/ পেশাদারদের জ্ঞান বৃদ্ধি এবং দক্ষতা মূল্যায়ন করার জন্য ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (IBB) কর্তৃক পরিচালিত হয়ে থাকে। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম (BPE) দুই ভাগে বিভক্ত: জুনিয়র অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (জেএআইবিবি) এবং অ্যাসোসিয়েট অব দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (এআইবিবি)। ব্যাংকিং সেক্টরে ক্যারিয়ারের অগ্রগতির জন্য এই পরীক্ষাগুলো পাস করা অপরিহার্য, কারণ এই এক্সামগুলো (JAIBB, AIBB) পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাংকিং অপারেশন, আর্থিক নীতি এবং নিয়ন্ত্রক কাঠামো বোঝা এবং জানার সুযোগ দেয়। সাধারণত বছরে দুইবার (জুন ও নভেম্বর) IBB কর্তৃক বিভাগীয় কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস ও সাবজেক্ট-এর তালিকা প্রকাশ করেছে দি ইনস্টিটিউট অফ ব্যাংকার্স, বাংলাদেশ (আইবিবি)। ৯৬তম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা-২০২৩ থেকে নতুন এই সিলেবাস কার্যকর করা হয়েছে। এতে সকল বিষয়ের পূর্ণ নম্বর- ১০০ এবং পাস নম্বর- ৪৫ করা হয়েছে।
আরও দেখুন:
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার বিজ্ঞপ্তি
◾ সার্কুলার, সময়সূচি, সিলেবাস, রেজাল্ট, বিগত সালের প্রশ্ন ও সাজেশন
◾ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার সময়সূচী