মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ইসলামের নির্দেশনা
ওলিউর রহমানঃ মুদ্রাস্ফীতি একটি বৈশ্বিক সমস্যা। ব্যক্তি ও সমাজকে এটি কুরে কুরে খাচ্ছে। এর যেমন স্বাভাবিক ও যৌক্তিক কারণ রয়েছে, তেমনি কৃত্রিম সংকটও রয়েছে। কাঁচামালের উৎপাদন, বিপণন ও সরবরাহ ব্যয় বেড়ে যাওয়াতে মুদ্রাস্ফীতি দেখা দিলে এর একটি যৌক্তি কারণ থাকতে পারে।
কিন্তু এ বৃদ্ধি যদি হয় অস্বাভাবিক ও কৃত্রিম, তখন আর এর কোনো যৌক্তিকতা থাকতে পারে না। এটি তখন পুরো সমাজকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক সময় মানুষের উচ্চাকাঙ্ক্ষা ও বিলাসী মানসিকতার কারণে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এ জন্য ইসলাম আমাদের বিলাসিতা ও লোভের ব্যাপারে কড়াভাবে সতর্ক করেছে।
আরও দেখুন:
◾ মূল্যস্ফীতি ও ব্যাংকিং সুদহার
কেননা, একটি জাতি নষ্ট হওয়ার জন্যই এ বিলাসিতাই দায়ী। এর কারণেই একটি উন্নত জাতির পতন হয়। এ বিলাসিতার সবচেয়ে খারাপ দিক হচ্ছে, এতে করে মানুষ দুনিয়ামুখী ও আখেরাতবিমুখ হয়ে যায়। বিলাসিতাকে কুরআনে অত্যন্ত নিন্দনীয় বলে ঘোষণা করা হয়েছে। ‘অতএব, তোমাদের পূর্বের প্রজন্মগুলোর মধ্যে এমন প্রজ্ঞাবান কেন হয়নি, যারা জমিনে ফাসাদ করা থেকে নিষেধ করত?
ব্যাংক, ব্যাংকার, ব্যাংকিং, অর্থনীতি ও ফাইন্যান্স বিষয়ক গুরুত্বপূর্ণ খবর, প্রতিবেদন, বিশেষ কলাম, বিনিয়োগ/ লোন, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ফিনটেক, ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি ও বাংলাদেশ ব্যাংকের সার্কুলারগুলোর আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ 'ব্যাংকিং নিউজ', ফেসবুক গ্রুপ 'ব্যাংকিং ইনফরমেশন', 'লিংকডইন', 'টেলিগ্রাম চ্যানেল', 'ইন্সটাগ্রাম', 'টুইটার', 'ইউটিউব', 'হোয়াটসঅ্যাপ চ্যানেল' এবং 'গুগল নিউজ'-এ যুক্ত হয়ে সাথে থাকুন। |
অল্পসংখ্যক ছাড়া, যাদের আমি তাদের মধ্য থেকে নাজাত দিয়েছিলাম। আর যারা জুলুম করেছে, তারা বিলাসিতার পেছনে পড়েছিল এবং তারা ছিল অপরাধী। তোমার প্রতিপালক এমন নন যে, তিনি অন্যায়ভাবে কোনো জনপদ ধ্বংস করবেন। এ অবস্থায় তার অধিবাসীরা সদাচারী’ (সূরা হুদ: ১১৬-১১৭)।
হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.) তাকে ইয়ামানের গভর্নর করে পাঠানোর সময় উপদেশ দিয়ে বলেন: ‘তুমি বিলাসিতা থেকে দূরে থাকবে। আল্লাহর খাঁটি বান্দারা বিলাসী নয়।’ (সহি তারগিব তারহিব: ০২/২৪৬)। হজরত আনাস (রা.) থেকে বর্ণিত, রাসূল (সা.)-এর কাছে একটি পাত্রে দুধ ও মধু নিয়ে আসা হয়। তিনি বললেন: ‘একই পাত্রে দুই জাত? আমি এটি খাবও না, হারামও করব না।’ (মাজমাউজ জাওয়ায়েদ: ০৫/৩৭)।
ইসলামি বিজয়াভিযান শুরু হলে সাহাবায়ে কেরাম ভোগ-বিলাসের ক্ষতি সম্পর্কে অনুধাবন করতে পারেন। ফলে, তারা একে অন্যকে নসিহত করতেন। আবু উসমান নাহদি থেকে বর্ণিত, তিনি বলেন: ‘হযরত ওমর (রা.) আমাদের পত্র লিখলেন-আমরা তখন আজারবাইজান অভিযানে ছিলাম-হে উৎবা! এ সম্পদ তোমার অথবা তোমার বাবার-মার কষ্টার্জিত নয়।
অতএব, এর থেকে তুমি নিজের ঘরে যেমন পেটপুরে খাও, তেমনি মুসলিমদের বাড়ি গিয়ে তাদের তৃপ্তিসহ খাওয়াও। সাবধান! বিলাসিতা, মুশরিকদের বেশভূষা এবং রেশমি কাপড় পরিধান করা থেকে বেঁচে থাকবে।’ (সহি মুসলিম: হা. ৫২৩৭)।
বিলাসিতার কারণে যেসব সমস্যা হয়, এখানে কিছু তুলে ধরা হলো-এক. বিলাসিতা ও ভোগবাদ মানুষকে সম্পদ অর্জনে প্রতিযোগী করে তোলে। দুই. বিলাসিতা ও ভোগবাদের কারণে আত্মা পাষাণ হয়ে যায়। আখেরাত বিস্মৃত হয়ে যায়। তিন. বিলাসী জাতির দ্রুত পতন ও পরাজয় ঘটে। মুদ্রাস্ফীতির ধকল থেকে বাঁচতে ইসলামি শরিয়তের নীতিমালা নিম্নে তুলে ধরা হলো-
আল্লাহ মগ্নতায় নিজেকে গড়ে তোলা
কুরআনে এসেছে, ‘আর যদি জনপদগুলোর অধিবাসীরা ইমান আনত এবং তাকওয়া অবলম্বন করত, তাহলে আমি অবশ্যই আসমান ও জমিন থেকে বরকতগুলো তাদের ওপর খুলে দিতাম; কিন্তু তারা অস্বীকার করল। অতঃপর তারা যা অর্জন করত তার কারণে আমি তাদের পাকড়াও করলাম।’ (সূরা আরাফ: ৯৬)। তাকওয়া হচ্ছে রিজিক বৃদ্ধি ও বরকতের কারণ।
আল্লাহতায়ালা বলেন: ‘যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন, যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট।’ (সূরা তালাক: ০২-০৩)।
আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ও দোয়া করা
‘‘আর বলেছি, ‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল’। ‘তিনি তোমাদের ওপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন,‘আর তোমাদের ধন-সম্পদ ও সন্তানসন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা’।” (সূরা নূহ: ১১-১২)।
আরেক আয়াতে এসেছে, ‘আর আমি তোমাদের পূর্বেকার জাতিগুলোর কাছে বহু রাসূল পাঠিয়েছি, আমি তাদের প্রতি ক্ষুধা, দরিদ্রতা ও রোগব্যাধি চাপিয়ে দিয়েছি, যেন তারা নম্রতা প্রকাশ করে আমার সামনে নতি স্বীকার করে। সুতরাং তারা কেন বিনীত হয়নি, যখন আমার আজাব তাদের কাছে আসল? কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে। আর তারা যা করত, শয়তান তাদের জন্য তা শোভিত করেছে।’ (সূরা আনআম: ৪২-৪৩)।
জাকাত ও সদকা আদায় করা
জাকাতের মাধ্যমে গরিব-অসহায় মানুষকে সাহায্য করা হয়। ধনীদের হাত থেকে নিয়ে গরিবের হাতে অর্পণ করা হয়। এভাবে সম্পদ সমাজের একশ্রেণির মানুষের হাতে কুক্ষিগত হওয়ার বদলে সুষমভাবে বণ্টিত হয়ে আর্তমানবের কল্যাণে ব্যয়িত হয়। ফলে, সমাজ দারিদ্র্য ও দুর্ভিক্ষ থেকে মুক্তি পায়। জাকাত না দিলে বিপদাপদ আসে। মুদ্রাস্ফীতি দেখা দেয়।
আজকে সমাজের শ্রেণিবৈষম্য ও হানাহানির মূল কারণ হচ্ছে পারস্পরিক সহযোগিতার মনোভাব না থাকা। জাকাতের মাধ্যমে সম্পদে বরকত আসে। মানুষে মানুষে ভালোবাসা ও মমত্ববোধ জাগ্রত হয়। এতে করে যেমনিভাবে বুর্জোয়াদের দৌরাত্ম্য কমে যায়, তেমনি সর্বহারা শ্রেণিরও উদ্ভব ঘটে না।
পরিতৃপ্ত মানসিকতা লালন করা
রাসূল (সা.) বলেন, ‘আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা নিয়ে খুশি থাক। সর্বাধিক ধনী হয়ে যাবে।’ (তিরমিজি: হা. ১৮৭৬)। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, মাসের পর মাস চলে যেত, রাসূল (সা.)-এর ঘরে আগুন জ্বলত না (অর্থাৎ, কোনো কিছু রান্না করা হতো না)। তাকে জিজ্ঞেস করা হলো, তাহলে আপনারা কী খেতেন? তিনি বললেন, খেজুর ও পানি। (বুখারি: হা. ৬৪৫৯)।
পরিমিতিবোধ জাগ্রত করা, অপচয় রোধ করা
বিলাসিতার আরেকটি ধরন হচ্ছে নানা রকমের খাবারের আয়োজন। এটি একটি মহামারি আকার ধারণ করেছে। সামাজিক অনুষ্ঠানগুলোয় যে পরিমাণ খাবার অপচয় হয়, এতে করে যেমনিভাবে আমরা আমাদের পাপের বোঝা ভারী করছি, তেমনি অসহায় মানুষের হকও নষ্ট করছি। ডাক্তারদের মতে, আল্লাহতায়ালা এ আয়াতেই সব চিকিৎসা রেখে দিয়েছেন-‘এবং খাও, পান কর ও অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সূরা আরাফ: ৩১)।
প্রয়োজন পরিমাণ খাবার আল্লাহতায়ালা আমাদের জন্য বৈধ করেছেন। কিন্তু অপচয় করা যাবে না। সর্বক্ষেত্রে পরিমিতিবোধ বজায় রাখতে হবে। এমন যেন না হয়, আজকে আছে তো যথেচ্ছা ভক্ষণ করলাম। আর আগামীকাল ক্ষুধার্ত থাকলাম। এটা কোনো সুস্থ চিন্তা হতে পারে না।
মজুতদারি ও মূল্যবৃদ্ধি রোধ করা
ব্যবসায়িক প্রয়োজনে বিধিবদ্ধ পন্থায় পণ্য মজুত করা ন্যায়সংগত। কিন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে পণ্য মজুত করা সম্পূর্ণরূপে হারাম। হাদিসে এসেছে, ‘চল্লিশ দিন যে পণ্য মজুত করে রাখবে, সে আল্লাহর থেকে এবং আল্লাহ তার থেকে দায়মুক্ত হয়ে যাবেন।’ (মুসনাদে আহমাদ: হা. ৪৮৮০)।
লেখকঃ ওলিউর রহমান, ধর্মীয় গবেষক।